রায়গঞ্জ, 22 ফেব্রুয়ারি : বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছাল উত্তর দিনাজপুরে ৷ রথকে স্বাগত জানাতে দেখা গেল মানুষের ঢল ৷ হাজার হাজার মানুষ জড়ো হন উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে । সেখানে ছিল আদিবাসী থেকে মতুয়া সমাজের মহিলা-পুরুষরা ৷ লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঢাক, ঢোল, কাঁসর ও শঙ্খ বাজিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথকে উত্তর দিনাজপুর জেলায় স্বাগত জানানো হয়। পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে চোপড়ার সোনাপুরে ওয়েল ইন্ডিয়া মোড়ে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি গৌতম দাস, বিজেপি নেতা সুবোধ সরকার, ফলেন্দ্রনাথ সিংহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ।
আরও পড়ুন : ডায়মন্ড হারবার থেকে বিষ্ণুপুর পরিবর্তন যাত্রা
সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করে বিজেপির পরিবর্তন যাত্রার রথ । বিজেপি সমর্থকদের পাশাপাশি মহিলা মোর্চা, যুব মোর্চা সহ বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের হাজার হাজার কর্মীর রাস্তার ধারে হাজির হন ৷ তবে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে এলাকার মতুয়া সম্প্রদায় ও আদিবাসীরা মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।