ETV Bharat / state

"চাকরি দিন, নয় মৃত্যু দিন", জনসভায় পোস্টারে বিরক্ত মমতা - রায়গঞ্জে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে আজ জোড়া জনসভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভার শুরুতেই বিরক্তি প্রকাশ করেন তিনি ৷

রায়গঞ্জ
রায়গঞ্জ
author img

By

Published : Feb 10, 2021, 10:21 PM IST

রায়গঞ্জ, 10 ফেব্রুয়ারি : "দিদি আমাদের চাকুরি দিন, নয় মৃত্যু দিন ৷ দিদি আমাদের নিয়োগপত্র দিয়ে বাঁচান ।" রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এই প্ল্যাকার্ড নিয়ে হাজির বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ৷ যা দেখে ক্ষুব্ধ হলেন মমতা ৷ "কেন মিটিংগুলোকে ডিস্টার্ব করেন ?" বিরক্তির সুরে বললেন তৃণমূল সুপ্রিমো ৷ যদিও ঘটনাটি পুলিশের নজরে আসতেই বেশ কয়েকজনকে আটক করা হয় ৷

আরও পড়ুন : দলত্যাগীদের "রামছাগল" বলে কটাক্ষ মমতার

প্রসঙ্গত, নির্বাচনের আগে উত্তরবঙ্গে আজ জোড়া জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে তিনি রায়গঞ্জে জনসভা করেন ৷ জনসভার শুরুতেই কয়েকজন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ে ৷ প্ল্যাকার্ডে লেখা "দিদি আমাদের চাকুরি দিন, নয় মৃত্যু দিন ৷ দিদি আমাদের নিয়োগপত্র দিয়ে বাঁচান " ৷ এর তা দেখেই রেগে যান তৃণমূল সুপ্রিমো ৷ কড়া ভাষায় তাঁদের বলেন "কেন মিটিংগুলোকে ডিস্টার্ব করেন ?" যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই স্বমহিমায় ফিরে আসেন তৃণমূল সুপ্রিমো ৷ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা না আমার বন্ধু ৷ এক দুজন এদিক ওদিক থেকে আসে ৷ তা নিয়ে চিন্তা করবেন না ৷ " অপরদিকে, বিষয়টি পুলিশের নজরে আসতেই আটক করা হয় বেশ কয়েকজনকে ৷

ভিডিয়োতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে

অপরদিকে, যাঁরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তাঁদের দাবি, "এভাবে আমাদের আন্দোলন থামানো যাবে না ।" পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তাঁরা । প্রশ্ন হল কারা এই প্রতিবাদীরা ? যার উত্তর পেতে হলে ফিরে যেতে হবে 2016 এর বিধানসভা নির্বাচনের দিকে ৷ 2016 সালে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে 60 হাজার যুবক যুবতিকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে । লিখিত পরীক্ষার মাধ্যমে 60 হাজারের বদলে 6 হাজার গ্রুপ ডি-এর ভাইবা হয়েছিল । তারমধ্যে 5422 জনের নিয়োগ হয়েছে অথচ বাকি 578 জন চাকুরি প্রার্থী আজও নিয়োগ পাননি ৷ গ্রুপ ডি পদের সেই চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের 20 টি জেলার 578 জন চাকুরি প্রার্থী । ইতিমধ্যে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে নবান্নেও গিয়েছিলেন । এমনকি তাঁদের গ্রেপ্তারও করা হয় ৷ ভবিষ্যতে তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা ৷

রায়গঞ্জ, 10 ফেব্রুয়ারি : "দিদি আমাদের চাকুরি দিন, নয় মৃত্যু দিন ৷ দিদি আমাদের নিয়োগপত্র দিয়ে বাঁচান ।" রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এই প্ল্যাকার্ড নিয়ে হাজির বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ৷ যা দেখে ক্ষুব্ধ হলেন মমতা ৷ "কেন মিটিংগুলোকে ডিস্টার্ব করেন ?" বিরক্তির সুরে বললেন তৃণমূল সুপ্রিমো ৷ যদিও ঘটনাটি পুলিশের নজরে আসতেই বেশ কয়েকজনকে আটক করা হয় ৷

আরও পড়ুন : দলত্যাগীদের "রামছাগল" বলে কটাক্ষ মমতার

প্রসঙ্গত, নির্বাচনের আগে উত্তরবঙ্গে আজ জোড়া জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে তিনি রায়গঞ্জে জনসভা করেন ৷ জনসভার শুরুতেই কয়েকজন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ে ৷ প্ল্যাকার্ডে লেখা "দিদি আমাদের চাকুরি দিন, নয় মৃত্যু দিন ৷ দিদি আমাদের নিয়োগপত্র দিয়ে বাঁচান " ৷ এর তা দেখেই রেগে যান তৃণমূল সুপ্রিমো ৷ কড়া ভাষায় তাঁদের বলেন "কেন মিটিংগুলোকে ডিস্টার্ব করেন ?" যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই স্বমহিমায় ফিরে আসেন তৃণমূল সুপ্রিমো ৷ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা না আমার বন্ধু ৷ এক দুজন এদিক ওদিক থেকে আসে ৷ তা নিয়ে চিন্তা করবেন না ৷ " অপরদিকে, বিষয়টি পুলিশের নজরে আসতেই আটক করা হয় বেশ কয়েকজনকে ৷

ভিডিয়োতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে

অপরদিকে, যাঁরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তাঁদের দাবি, "এভাবে আমাদের আন্দোলন থামানো যাবে না ।" পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তাঁরা । প্রশ্ন হল কারা এই প্রতিবাদীরা ? যার উত্তর পেতে হলে ফিরে যেতে হবে 2016 এর বিধানসভা নির্বাচনের দিকে ৷ 2016 সালে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে 60 হাজার যুবক যুবতিকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে । লিখিত পরীক্ষার মাধ্যমে 60 হাজারের বদলে 6 হাজার গ্রুপ ডি-এর ভাইবা হয়েছিল । তারমধ্যে 5422 জনের নিয়োগ হয়েছে অথচ বাকি 578 জন চাকুরি প্রার্থী আজও নিয়োগ পাননি ৷ গ্রুপ ডি পদের সেই চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের 20 টি জেলার 578 জন চাকুরি প্রার্থী । ইতিমধ্যে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে নবান্নেও গিয়েছিলেন । এমনকি তাঁদের গ্রেপ্তারও করা হয় ৷ ভবিষ্যতে তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.