রায়গঞ্জ, ২ এপ্রিল: নথিভুক্ত অথচ রেশন কার্ড নেই এমন গ্রাহকদের বিনামূল্যে চাল ও আটা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তা সত্ত্বেও এক রেশন ডিলার টাকা চেয়েছে বলে অভিযোগ । এরপরই ক্ষোভে ফেটে পড়লেন রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের সিজগ্রামের বাসিন্দারা । প্রবোধ কুমার কুণ্ডু নামে ওই রেশন ডিলারকে মারধরও করা হয়। খবর পেয়েই ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ ।
লকডাউনে রাজ্যের প্রত্যেক মানুষের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নথিভুক্ত অথচ রেশন কার্ড নেই, এমন ১৬ লাখ মানুষকে বিনামূল্যে চাল ও আটা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন । মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গতকাল থেকেই রাজ্যে বিভিন্ন রেশন দোকানে বিনামূল্যে চাল ও আটা নিতে ভিড় করে গ্রাহকরা । বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের সিজগ্রামের বাসিন্দারাও । কিন্তু রেশন ডিলার চাল ও আটা দেওয়ার পর এক গ্রাহকের কাছে টাকা দাবি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ওই গ্রাহক ও রেশন ডিলারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় । অভিযোগ, গ্রামের বাসিন্দারা প্রবোধ কুমার কুণ্ডু নামে ওই রেশন ডিলারকে মারধরও করেন ।
খবর পেয়ে DSP প্রসাদ প্রধানের নেতৃত্বে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । যদিও রেশন ডিলার প্রবোধ কুমার কুণ্ডুর সাফাই, যে ব্যক্তি রেশন কার্ড নিয়ে এসেছিল তাতে টাকার বিনিময়ে রেশন দেওয়া হয় । সেজন্যই তিনি ওই গ্রাহকের কাছে টাকা চেয়েছিলেন ।