ETV Bharat / state

ভিডিয়ো কল করে আত্মহত্যা যুবকের

author img

By

Published : Dec 31, 2020, 7:51 AM IST

সকালে বাড়িওয়ালাকে বিশালের আত্মহত্যার খবর জানান তাঁর সহকর্মীরা ৷

uttar-dinajpur-youth-committed-suicide-while-on-whatsapp-video-call
uttar-dinajpur-youth-committed-suicide-while-on-whatsapp-video-call

রায়গঞ্জ, 31 ডিসেম্বর : এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে । সোশাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিয়ো কল করে ওই যুবক আত্মহত্যা করেছেন বলেই দাবি করেছেন তাঁর বাড়িওয়ালা । মৃত যুবকের নাম বিশাল চক্রবর্তী (28)। বাড়ি বালুরঘাটে ।

জানা গেছে, কর্মসূত্রে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন ওই যুবক । রায়গঞ্জের উকিলপাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন । সকালে এই ঘটনার পর বিশাল চক্রবর্তীর সহকর্মীরা তাঁর বাড়িওয়ালাকে বিষয়টি জানান ৷ তিনি ঘরের জানালা খুলে ঝুলন্ত অবস্থায় বিশালকে দেখতে পান । এরপরই প্রতিবেশীরা রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় । তবে বাড়ির লোকেরা সময়মতো মেডিকেল কলেজে পৌঁছাতে না পারায় ময়নাতদন্ত করা হয়নি । এ বিষয়ে রায়গঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

এ বিষয়ে বিশাল চক্রবর্তীর বাড়িওয়ালা নির্মল বকশি বলেন, "বুধবার সকালে বিশালের সহকর্মীরা এসে জানান যে সোশাল মিডিয়ায় লাইভ করে সে আত্মহত্যা করেছে । এরপর আমরা ঘরের জানালা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পাই । শুনেছি নার্সিংহোম থেকে কাজ হারিয়েছিলেন ৷ পাশাপাশি বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন । সম্ভবত এই কারণেই এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন ।" তাঁর বাড়ির লোকেরা সঠিক সময়ে না আসায় ময়নাতদন্ত হয়নি । জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে ।

রায়গঞ্জ, 31 ডিসেম্বর : এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে । সোশাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিয়ো কল করে ওই যুবক আত্মহত্যা করেছেন বলেই দাবি করেছেন তাঁর বাড়িওয়ালা । মৃত যুবকের নাম বিশাল চক্রবর্তী (28)। বাড়ি বালুরঘাটে ।

জানা গেছে, কর্মসূত্রে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন ওই যুবক । রায়গঞ্জের উকিলপাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন । সকালে এই ঘটনার পর বিশাল চক্রবর্তীর সহকর্মীরা তাঁর বাড়িওয়ালাকে বিষয়টি জানান ৷ তিনি ঘরের জানালা খুলে ঝুলন্ত অবস্থায় বিশালকে দেখতে পান । এরপরই প্রতিবেশীরা রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় । তবে বাড়ির লোকেরা সময়মতো মেডিকেল কলেজে পৌঁছাতে না পারায় ময়নাতদন্ত করা হয়নি । এ বিষয়ে রায়গঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

এ বিষয়ে বিশাল চক্রবর্তীর বাড়িওয়ালা নির্মল বকশি বলেন, "বুধবার সকালে বিশালের সহকর্মীরা এসে জানান যে সোশাল মিডিয়ায় লাইভ করে সে আত্মহত্যা করেছে । এরপর আমরা ঘরের জানালা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পাই । শুনেছি নার্সিংহোম থেকে কাজ হারিয়েছিলেন ৷ পাশাপাশি বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন । সম্ভবত এই কারণেই এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন ।" তাঁর বাড়ির লোকেরা সঠিক সময়ে না আসায় ময়নাতদন্ত হয়নি । জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.