ETV Bharat / state

জেলা কমিটি থেকে বাদ কালিয়াগঞ্জ এর প্রশাসক, উঠছে প্রশ্ন - রায়গঞ্জ

এদিন জেলার বিভিন্ন ব্লক এবং শহর কমিটির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করেছেন জেলা সভাপতি । ইসলামপুর, হেমতাবাদ কালিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নাম পরিবর্তন হয়েছে ।

Raiganj TMC
Raiganj TMC
author img

By

Published : Sep 26, 2020, 10:05 PM IST

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর : উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হল শনিবার । নতুন কমিটির ঘোষণা করলেন জেলার সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল । রায়গঞ্জের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির পূর্ণাঙ্গ চিত্র সবার সামনে তুলে ধরেন তিনি । যদিও জেলা কমিটি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । বিশেষত 2021 নির্বাচনে আগে কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পালকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির থেকে সরিয়ে দেওয়ায় নানান প্রশ্ন উঠছে । তৃণমূল নেতৃত্বের দাবি, তিনি প্রশাসক থাকার কারণে সম্ভবত তাঁকে বর্তমানে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । সেখানে আরও প্রশ্ন উঠেছে একদিকে প্রশাসক থাকার কারণে যদি কার্তিক চন্দ্র পালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সে ক্ষেত্রে ইসলামপুর পৌরসভা প্রশাসক কানহাইয়ালাল নিজে কিভাবে জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন ? যদিও এ বিষয়ে জেলা সভাপতির স্পষ্ট দাবি, " আমরা আমাদের জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছিলাম সভানেত্রীর কাছে । তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন । এখানে আলাদাভাবে কিছু বলার নেই ।"

এদিন জেলার বিভিন্ন ব্লক এবং শহর কমিটির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করেছেন জেলা সভাপতি । ইসলামপুর, হেমতাবাদ কালিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নাম পরিবর্তন হয়েছে । দায়িত্ব পেয়েছেন নতুন নেতারা । হেমতাবাদ এলাকায় প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মনের জায়গায় দায়িত্ব পেয়েছেন শেখর রায় । ইসলামপুর শহর কমিটির সভাপতি করা হয়েছে মানিক দত্তকে । অন্যদিকে গ্রামীণ এলাকায় সভাপতি রয়েছেন জাকির হোসেন । ইসলামপুরের বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরির ছেলে জায়গায় এই পরিবর্তন হয়েছে ।

কালিয়াগঞ্জ ব্লকের সভাপতি করা হয়েছে নিতাই বৈশ্যকে। অন্যদিকে শহরের সভাপতির পদ থেকে কার্তিক চন্দ্র পালকে সরিয়ে দিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কমলকুমার ঘোষকে । যদিও এ বিষয়ে কার্তিক চন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আমি দলের সৈনিক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভানেত্রী । তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী দলের হয়ে মানুষের সেবা করে যাব ।"

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর : উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হল শনিবার । নতুন কমিটির ঘোষণা করলেন জেলার সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল । রায়গঞ্জের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির পূর্ণাঙ্গ চিত্র সবার সামনে তুলে ধরেন তিনি । যদিও জেলা কমিটি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । বিশেষত 2021 নির্বাচনে আগে কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পালকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির থেকে সরিয়ে দেওয়ায় নানান প্রশ্ন উঠছে । তৃণমূল নেতৃত্বের দাবি, তিনি প্রশাসক থাকার কারণে সম্ভবত তাঁকে বর্তমানে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । সেখানে আরও প্রশ্ন উঠেছে একদিকে প্রশাসক থাকার কারণে যদি কার্তিক চন্দ্র পালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সে ক্ষেত্রে ইসলামপুর পৌরসভা প্রশাসক কানহাইয়ালাল নিজে কিভাবে জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন ? যদিও এ বিষয়ে জেলা সভাপতির স্পষ্ট দাবি, " আমরা আমাদের জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছিলাম সভানেত্রীর কাছে । তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন । এখানে আলাদাভাবে কিছু বলার নেই ।"

এদিন জেলার বিভিন্ন ব্লক এবং শহর কমিটির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করেছেন জেলা সভাপতি । ইসলামপুর, হেমতাবাদ কালিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নাম পরিবর্তন হয়েছে । দায়িত্ব পেয়েছেন নতুন নেতারা । হেমতাবাদ এলাকায় প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মনের জায়গায় দায়িত্ব পেয়েছেন শেখর রায় । ইসলামপুর শহর কমিটির সভাপতি করা হয়েছে মানিক দত্তকে । অন্যদিকে গ্রামীণ এলাকায় সভাপতি রয়েছেন জাকির হোসেন । ইসলামপুরের বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরির ছেলে জায়গায় এই পরিবর্তন হয়েছে ।

কালিয়াগঞ্জ ব্লকের সভাপতি করা হয়েছে নিতাই বৈশ্যকে। অন্যদিকে শহরের সভাপতির পদ থেকে কার্তিক চন্দ্র পালকে সরিয়ে দিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কমলকুমার ঘোষকে । যদিও এ বিষয়ে কার্তিক চন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আমি দলের সৈনিক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভানেত্রী । তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী দলের হয়ে মানুষের সেবা করে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.