ETV Bharat / state

পুরোহিতদের হাতে তৃণমূলের পতাকা নিয়ে বিতর্ক রায়গঞ্জে, নতুন সংগঠন তৈরি - রায়গঞ্জ তৃণমূল

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পুরোহিতদের মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল পুরোহিত সমাজ ।

Raiganj
Raiganj
author img

By

Published : Sep 23, 2020, 9:21 PM IST

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : ভাতা দেওয়ার রাজ্য সরকারি ঘোষণায় খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে পুরোহিতদের একাংশ তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা হাতে তুলে নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে রায়গঞ্জে । ক্ষুদ্ধ পুরোহিত সমাজ অনুষ্ঠানের দিন তৈরি হওয়া তাদের পুরানো সংগঠন "পুরোহিত কল্যাণ সমিতি " ভেঙে গড়ে তুলল অরাজনৈতিক নতুন সংগঠন "পুরোহিত কল্যাণ পরিষদ ।" পুরোহিত সমাজের দাবি, তারা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষের ধর্মীয় অনুষ্ঠানের কাজ করে । তাদের পুরোহিতদের সংগঠন সরাসরি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে না । আর সেই কারণেই 19 তারিখের সভায় যেসব পুরোহিতদের হাতে INTTUC-এর পতাকা তুলে দেওয়া হয়েছে তার বিরোধিতা করছে রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন পুরোহিত কল্যাণ পরিষদ ।

পুরোহিতদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেদিনের বৈঠকে উপস্থিত থাকা INTTUC-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার । তবে তিনি এও জানান, সেদিন যে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল তা কখনওই শ্রমিক সংগঠনের কোনও কর্মসূচি ছিল না । পুরোহিতদের একাংশ নিজেরাই অতি উৎসাহী হয়ে ওই পতাকা হাতে তুলে নিয়েছিলেন । তাই আলাদা ভাবে পতাকা নিয়ে বিতর্ক হওয়ার কোনও জায়গা নেই ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পুরোহিতদের মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল পুরোহিত সমাজ । পুরোহিতদের রাজ্য সরকারের এই ভাতা পাওয়ার বিষয় নিয়ে 19 সেপ্টেম্বর রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বন্দর কালীমন্দিরে একটি সভার আহ্বান করেছিল রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন । সেই সভায় নতুন একটি " পুরোহিত কল্যাণ সমিতি " নামের সংগঠন তৈরি হয়েছিল । সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা INTTUC-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার । সভা শেষে অরিন্দমবাবুর উপস্থিতিতেই পুরোহিতদের হাতে INTTUC'র পতাকা তুলে নেন পুরোহিতদের একাংশ ।

পুরোহিত সমাজকে একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়ে ওঠেন রায়গঞ্জ শহরের পুরোহিতেরা । সেদিন তাঁরা কোনও প্রতিবাদ বা কথা না বললেও বুধবার রায়গঞ্জের বন্দর কালীমন্দিরে রায়গঞ্জের সর্বস্তরের পুরোহিত জমায়েত হয়ে পুরোহিতদের পুরানো সংগঠন " পুরোহিত কল্যাণ সমিতি " ভেঙে নতুন সংগঠন " পুরোহিত কল্যাণ পরিষদ " গঠন করেন । পুরোহিত কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে নতুন কমিটি গঠনের কথা ঘোষণার পাশাপাশি 19 তারিখে পুরোহিতদের হাতে INTTUC-র পতাকা তুলে দেওয়ার ঘটনার বিরোধিতা করা হয় । রায়গঞ্জের পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি রতন চক্রবর্তী বলেন, " আমরা সব রাজনৈতিক দলের মানুষের কাজ করে থাকি । আমরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অধীনে কাজ করতে পারি না । আমরা আমাদের পুরোহিত কল্যাণ পরিষদ পুরোহিতদের উন্নয়নে কাজ করবে। তবে কোনও একটি দলের হয়ে আমরা এই সংগঠনের কাজ করতে পারব না ।"

এই প্রসঙ্গে আজ অরিন্দম সরকার বলেন, " পুরোহিতরা সমাজের যথেষ্ট সম্মানজনক জায়গায় থাকেন । তাঁদের কোনও নির্দিষ্ট দল করতে হবে এটাও কেউ কখনও বলেনি । সে দিনের অনুষ্ঠানে পতাকা হাতে তুলে নেওয়ার কর্মসূচি পুরোহিতদের একাংশই করেছিলেন । আমাদের আলাদা করে কোনও বিষয় ছিল না ।"

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : ভাতা দেওয়ার রাজ্য সরকারি ঘোষণায় খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে পুরোহিতদের একাংশ তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা হাতে তুলে নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে রায়গঞ্জে । ক্ষুদ্ধ পুরোহিত সমাজ অনুষ্ঠানের দিন তৈরি হওয়া তাদের পুরানো সংগঠন "পুরোহিত কল্যাণ সমিতি " ভেঙে গড়ে তুলল অরাজনৈতিক নতুন সংগঠন "পুরোহিত কল্যাণ পরিষদ ।" পুরোহিত সমাজের দাবি, তারা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষের ধর্মীয় অনুষ্ঠানের কাজ করে । তাদের পুরোহিতদের সংগঠন সরাসরি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে না । আর সেই কারণেই 19 তারিখের সভায় যেসব পুরোহিতদের হাতে INTTUC-এর পতাকা তুলে দেওয়া হয়েছে তার বিরোধিতা করছে রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন পুরোহিত কল্যাণ পরিষদ ।

পুরোহিতদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেদিনের বৈঠকে উপস্থিত থাকা INTTUC-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার । তবে তিনি এও জানান, সেদিন যে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল তা কখনওই শ্রমিক সংগঠনের কোনও কর্মসূচি ছিল না । পুরোহিতদের একাংশ নিজেরাই অতি উৎসাহী হয়ে ওই পতাকা হাতে তুলে নিয়েছিলেন । তাই আলাদা ভাবে পতাকা নিয়ে বিতর্ক হওয়ার কোনও জায়গা নেই ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পুরোহিতদের মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল পুরোহিত সমাজ । পুরোহিতদের রাজ্য সরকারের এই ভাতা পাওয়ার বিষয় নিয়ে 19 সেপ্টেম্বর রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বন্দর কালীমন্দিরে একটি সভার আহ্বান করেছিল রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন । সেই সভায় নতুন একটি " পুরোহিত কল্যাণ সমিতি " নামের সংগঠন তৈরি হয়েছিল । সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা INTTUC-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার । সভা শেষে অরিন্দমবাবুর উপস্থিতিতেই পুরোহিতদের হাতে INTTUC'র পতাকা তুলে নেন পুরোহিতদের একাংশ ।

পুরোহিত সমাজকে একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়ে ওঠেন রায়গঞ্জ শহরের পুরোহিতেরা । সেদিন তাঁরা কোনও প্রতিবাদ বা কথা না বললেও বুধবার রায়গঞ্জের বন্দর কালীমন্দিরে রায়গঞ্জের সর্বস্তরের পুরোহিত জমায়েত হয়ে পুরোহিতদের পুরানো সংগঠন " পুরোহিত কল্যাণ সমিতি " ভেঙে নতুন সংগঠন " পুরোহিত কল্যাণ পরিষদ " গঠন করেন । পুরোহিত কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে নতুন কমিটি গঠনের কথা ঘোষণার পাশাপাশি 19 তারিখে পুরোহিতদের হাতে INTTUC-র পতাকা তুলে দেওয়ার ঘটনার বিরোধিতা করা হয় । রায়গঞ্জের পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি রতন চক্রবর্তী বলেন, " আমরা সব রাজনৈতিক দলের মানুষের কাজ করে থাকি । আমরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অধীনে কাজ করতে পারি না । আমরা আমাদের পুরোহিত কল্যাণ পরিষদ পুরোহিতদের উন্নয়নে কাজ করবে। তবে কোনও একটি দলের হয়ে আমরা এই সংগঠনের কাজ করতে পারব না ।"

এই প্রসঙ্গে আজ অরিন্দম সরকার বলেন, " পুরোহিতরা সমাজের যথেষ্ট সম্মানজনক জায়গায় থাকেন । তাঁদের কোনও নির্দিষ্ট দল করতে হবে এটাও কেউ কখনও বলেনি । সে দিনের অনুষ্ঠানে পতাকা হাতে তুলে নেওয়ার কর্মসূচি পুরোহিতদের একাংশই করেছিলেন । আমাদের আলাদা করে কোনও বিষয় ছিল না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.