ETV Bharat / state

চেক বিলি নিয়ে তুঙ্গে রায়গঞ্জে BJP-তৃণমূলের তরজা

author img

By

Published : Oct 10, 2020, 4:29 PM IST

সাধারণ মানুষকে যাতে চাঁদার জুলুমবাজি থেকে মুক্তি দিতে ও সেই সঙ্গে ক্লাবগুলি যাতে যথাযথভাবে পুজো করতে পারে তার জন্যই এই অনুদান ৷ বললেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ৷

রায়গঞ্জ
রায়গঞ্জ

রায়গঞ্জ, 10 অক্টোবর : পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে রায়গঞ্জ থানায় ৷ পাশাপাশি চেক বিলি অনুষ্ঠান নিয়ে BJP, তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে । BJP-র দাবি মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে পুজো কমিটিগুলিকে টাকা দিয়ে ভোট রাজনীতি না করে স্বাস্থ্য এবং অন্যান্য খাতে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করতে পারতেন । শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই থেকে ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি BJP-র ৷ যদিও তৃণমূলের পালটা দাবি পুজো কমিটিগুলিকে চেক প্রদান করে রাজনীতি করা হচ্ছে না । মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে ৷ বিরোধীরা অপপ্রচার চালাতে চাইছে ।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে দুর্গাপুজোর জন্য রায়গঞ্জ থানা এলাকার ক্লাবগুলিকে 50 হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া শুরু করল রায়গঞ্জ থানা । কোরোনা আবহে দুর্গোৎসব পালনে 50 হাজার টাকা করে চেক হাতে পেয়ে খুশি বিভিন্ন পুজো কমিটি ৷ তবে রাজ্যের প্রধান বিরোধী দল BJP চেক বিলিকে ভোটের রাজনীতি বলে আখ্যা দিয়েছে ।

BJP-র উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক বাসুদেব সরকারের অভিযোগ, "রাজ্য সরকার প্যানডেমিক পরিস্থিতিতে সাধারণ মানুষকে যথাযথ সাহায্য করতে ব্যর্থ । স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এই মুহূর্তে ভীষণভাবে জরুরি । এই পরিস্থিতিতে পরিকাঠামো উন্নয়ন,সাধারণ মানুষের সাহায্যে প্রকল্প চালু করা উচিত রাজ্য সরকারের । কিন্তু তা না করে নির্বাচনের আগে ভোটের রাজনীতি করছে রাজ্য সরকার ৷ ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে ।"

পালটা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের দাবি, রায়গঞ্জের মানুষ সবসময়ই তৃণমূলের পাশে রয়েছে । একইভাবে মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার ৷ পাশাপাশি 50 হাজার টাকা পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া কারণ হিসেবে তিনি যুক্তি দিয়ে বলেন, "সাধারণ মানুষকে যাতে চাঁদার জন্য জুলুমবাজি সহ্য না করতে হয় তার জন্য এই উদ্যোগ ৷ সেই সঙ্গে ক্লাবগুলি যাতে যথাযথভাবে পুজো করতে পারে তার জন্যই এই অনুদান ৷" এর সঙ্গে কোনও ভাবেই রাজনৈতিক যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি ।

রায়গঞ্জ, 10 অক্টোবর : পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে রায়গঞ্জ থানায় ৷ পাশাপাশি চেক বিলি অনুষ্ঠান নিয়ে BJP, তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে । BJP-র দাবি মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে পুজো কমিটিগুলিকে টাকা দিয়ে ভোট রাজনীতি না করে স্বাস্থ্য এবং অন্যান্য খাতে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করতে পারতেন । শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই থেকে ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি BJP-র ৷ যদিও তৃণমূলের পালটা দাবি পুজো কমিটিগুলিকে চেক প্রদান করে রাজনীতি করা হচ্ছে না । মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে ৷ বিরোধীরা অপপ্রচার চালাতে চাইছে ।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে দুর্গাপুজোর জন্য রায়গঞ্জ থানা এলাকার ক্লাবগুলিকে 50 হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া শুরু করল রায়গঞ্জ থানা । কোরোনা আবহে দুর্গোৎসব পালনে 50 হাজার টাকা করে চেক হাতে পেয়ে খুশি বিভিন্ন পুজো কমিটি ৷ তবে রাজ্যের প্রধান বিরোধী দল BJP চেক বিলিকে ভোটের রাজনীতি বলে আখ্যা দিয়েছে ।

BJP-র উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক বাসুদেব সরকারের অভিযোগ, "রাজ্য সরকার প্যানডেমিক পরিস্থিতিতে সাধারণ মানুষকে যথাযথ সাহায্য করতে ব্যর্থ । স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এই মুহূর্তে ভীষণভাবে জরুরি । এই পরিস্থিতিতে পরিকাঠামো উন্নয়ন,সাধারণ মানুষের সাহায্যে প্রকল্প চালু করা উচিত রাজ্য সরকারের । কিন্তু তা না করে নির্বাচনের আগে ভোটের রাজনীতি করছে রাজ্য সরকার ৷ ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে ।"

পালটা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের দাবি, রায়গঞ্জের মানুষ সবসময়ই তৃণমূলের পাশে রয়েছে । একইভাবে মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার ৷ পাশাপাশি 50 হাজার টাকা পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া কারণ হিসেবে তিনি যুক্তি দিয়ে বলেন, "সাধারণ মানুষকে যাতে চাঁদার জন্য জুলুমবাজি সহ্য না করতে হয় তার জন্য এই উদ্যোগ ৷ সেই সঙ্গে ক্লাবগুলি যাতে যথাযথভাবে পুজো করতে পারে তার জন্যই এই অনুদান ৷" এর সঙ্গে কোনও ভাবেই রাজনৈতিক যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.