ETV Bharat / state

টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করণদিঘিতে, গাড়ি ভাঙচুর - উত্তর দিনাজপুরের করনদিঘি ব্লক

CAA-র জেরে আজ দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক ৷ CAA-র প্রতিবাদে এলাকায় মিছিল করে বিক্ষুব্ধ জনতা ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয় । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক ।

CAA
উত্তর দিনাজপুরের করনদিঘি ব্লক
author img

By

Published : Dec 15, 2019, 5:54 PM IST

Updated : Dec 15, 2019, 9:23 PM IST

রায়গঞ্জ, 15 ডিসেম্বর : CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ৷ আজ দুপুর থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা এলাকা ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে একাধিক সরকারি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । এলাকায় মিছিল করে ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয় ।

ভিডিয়োয় দেখুন করণদিঘিতে বিক্ষোভের দৃশ্য

ঘটনার জেরে আতঙ্কিত বাসযাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়েন । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ এলাকায় মাইকিং করে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হয় ।

আরও পড়ুন : প্রতিবাদের নামে আইন হাতে তুলবেন না, রাজ্যবাসীকে টুইট বার্তা মমতার

প্রতিবাদের জেরে এখনও উত্তেজনা রয়েছে এলাকায় ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আরও পুলিশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

রায়গঞ্জ, 15 ডিসেম্বর : CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ৷ আজ দুপুর থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা এলাকা ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে একাধিক সরকারি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । এলাকায় মিছিল করে ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয় ।

ভিডিয়োয় দেখুন করণদিঘিতে বিক্ষোভের দৃশ্য

ঘটনার জেরে আতঙ্কিত বাসযাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়েন । প্রায় দু'ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ এলাকায় মাইকিং করে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হয় ।

আরও পড়ুন : প্রতিবাদের নামে আইন হাতে তুলবেন না, রাজ্যবাসীকে টুইট বার্তা মমতার

প্রতিবাদের জেরে এখনও উত্তেজনা রয়েছে এলাকায় ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আরও পুলিশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

Intro:রায়গঞ্জ, ১৫ ডিসেম্বর, প্রসুন মৈত্র: ক্যাব ও এন আর সির বিল প্রত্যাহারের প্রতিবাদে এদিন দুপুরে করনদিঘি ব্লকের দোমোহনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে একাধিক সরকারি ও বেসরকারি গাড়িতে ভাংচুর করে উত্তেজিত জনতা। এর পাশাপাশি ওই এলাকায় মিছিল করে তারা এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।বাসে থাকা যাত্রীরা ভয়ে তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়ে। প্রায় ঘণ্টা দুয়েক যাবৎ অবরুদ্ধ হয়ে রয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। এলাকায় মাইক দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাতে কান না দিয়ে উত্তেজিত জনতারা বাস লড়িতে ভাঙচুর চালাতে থাকে। তবে এখনো পর্যন্ত কোন এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরো পুলিশ পৌঁছচ্ছে।Body:AbcdConclusion:Abcd
Last Updated : Dec 15, 2019, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.