ETV Bharat / state

রায়গঞ্জে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আহত 3 - itahar

ইটাহার থানার ঘুঘুডাঙা এলাকায় দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ।

raigunj
রায়গঞ্জে
author img

By

Published : Apr 9, 2020, 3:49 PM IST

রায়গঞ্জ, 9 এপ্রিল : দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল তিনজন । ইটাহার থানার ঘুঘুডাঙা এলাকার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ইটাহার থানার ঘুঘুডাঙা এলাকার মহাদেবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনায় একটি লরির চালক লরির মধ্যেই আটকে পড়ে ৷ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । তারা এসে আটকে থাকা লরির চালককে উদ্ধার করে রায়গঞ্জের হাসপাতালে ভরতি করে ।

লরি দু'টিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ । ঘটনার তদন্ত চলছে ।

রায়গঞ্জ, 9 এপ্রিল : দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল তিনজন । ইটাহার থানার ঘুঘুডাঙা এলাকার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ইটাহার থানার ঘুঘুডাঙা এলাকার মহাদেবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনায় একটি লরির চালক লরির মধ্যেই আটকে পড়ে ৷ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । তারা এসে আটকে থাকা লরির চালককে উদ্ধার করে রায়গঞ্জের হাসপাতালে ভরতি করে ।

লরি দু'টিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ । ঘটনার তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.