ETV Bharat / state

রায়গঞ্জে সহকর্মীর গুলিতে মৃত্যু দুই BSF জওয়ানের - রায়গঞ্জ bsf জওয়ান

রায়গঞ্জের মালদাখণ্ড সীমান্তে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই BSF জওয়ানের। ঘটনায় আটক অভিযুক্ত জওয়ান।

রায়গঞ্জ bsf জওয়ান
রায়গঞ্জ bsf জওয়ান
author img

By

Published : Aug 4, 2020, 11:19 AM IST

Updated : Aug 4, 2020, 2:06 PM IST

রায়গঞ্জ, 4 অগাস্ট : সহকর্মীর গুলিতে নিহত দুই BSF জওয়ান । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মালদাখণ্ড সীমান্তে । মৃত ইনস্পেক্টর মাহিন্দর সিং ভাট্টি অমৃতসরের এবং মৃত কনস্টেবল অনুজ কুমার সাহারানপুরের বাসিন্দা চিলেন । স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত তিনটে নাগাদ সীমান্ত এলাকা থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর সকালে জানা যায়, সীমান্তবর্তী ভাতুন গ্রাম পঞ্চায়েতের বিএসএফ এর 146 নম্বর ব্যাটেলিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকিতে BSF-র কনস্টেবল উত্তম সূত্রধর তাঁর রাইফেল থেকে দুই সহকর্মীকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায়। গুলি লেগে ঘটনাস্থানেই মৃত্যু হয় ইনস্পেক্টর মাহিন্দর সিং ভাট্টি এবং কনস্টেবল অনুজ কুমারের।

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান BSF কর্তারা ও রায়গঞ্জ থানার পুলিশ। এরপর মালদাখণ্ড সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত জওয়ান। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, অভিযুক্ত উত্তম সূত্রধরকে আটক করা হয়েছে। ওই জওয়ান ত্রিপুরার বাসিন্দা।

সহকর্মীর গুলিতে মৃত্যু দুই BSF জওয়ানের

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদাখণ্ড সীমান্তচৌকি এলাকায়। অভিযুক্ত BSF জওয়ান উত্তম সূত্রধরকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন BSF কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, "রায়গঞ্জ থানার BSF-এর 146 নম্বর ব্যাটালিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকির ঘটনায় নিহত জওয়ানদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত জওয়ানদের সঙ্গে অভিযুক্তের কোনও বচসা বা সমস্যার কথা জানা যায়নি। তাই কী কারণে এই হত্যা তা জানা যাবে তদন্তের পরেই।"

রায়গঞ্জ, 4 অগাস্ট : সহকর্মীর গুলিতে নিহত দুই BSF জওয়ান । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মালদাখণ্ড সীমান্তে । মৃত ইনস্পেক্টর মাহিন্দর সিং ভাট্টি অমৃতসরের এবং মৃত কনস্টেবল অনুজ কুমার সাহারানপুরের বাসিন্দা চিলেন । স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত তিনটে নাগাদ সীমান্ত এলাকা থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর সকালে জানা যায়, সীমান্তবর্তী ভাতুন গ্রাম পঞ্চায়েতের বিএসএফ এর 146 নম্বর ব্যাটেলিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকিতে BSF-র কনস্টেবল উত্তম সূত্রধর তাঁর রাইফেল থেকে দুই সহকর্মীকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায়। গুলি লেগে ঘটনাস্থানেই মৃত্যু হয় ইনস্পেক্টর মাহিন্দর সিং ভাট্টি এবং কনস্টেবল অনুজ কুমারের।

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান BSF কর্তারা ও রায়গঞ্জ থানার পুলিশ। এরপর মালদাখণ্ড সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত জওয়ান। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, অভিযুক্ত উত্তম সূত্রধরকে আটক করা হয়েছে। ওই জওয়ান ত্রিপুরার বাসিন্দা।

সহকর্মীর গুলিতে মৃত্যু দুই BSF জওয়ানের

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদাখণ্ড সীমান্তচৌকি এলাকায়। অভিযুক্ত BSF জওয়ান উত্তম সূত্রধরকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন BSF কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, "রায়গঞ্জ থানার BSF-এর 146 নম্বর ব্যাটালিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকির ঘটনায় নিহত জওয়ানদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত জওয়ানদের সঙ্গে অভিযুক্তের কোনও বচসা বা সমস্যার কথা জানা যায়নি। তাই কী কারণে এই হত্যা তা জানা যাবে তদন্তের পরেই।"

Last Updated : Aug 4, 2020, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.