ETV Bharat / state

রায়গঞ্জে "বাংলার গর্ব মমতা"-র পাল্টা প্রচার BJP-র, জবাব তৃণমূলের

আমরা মহাপুরুষদের জানি৷ তাদের শ্রদ্ধাও করি। "বাংলার গর্ব মমতা" নিয়ে BJP-র পালটা প্রচারের জবাব তৃণমূলের৷

author img

By

Published : Mar 18, 2020, 3:08 PM IST

Trinamul response on "Banglar garba Mamata"
বাংলার গর্ব মমতা"

রায়গঞ্জ, 18 ফেব্রুয়ারি: "বাংলার গর্ব মমতা" নিয়ে BJP-র পালটা প্রচারের জবাব তৃণমূলের ৷ বাংলার গৌরব কে, তা BJP-এর থেকে শিখতে হবে না। আমরা বিগত দিনের মহাপুরুষদের জানি ৷ তাদের শ্রদ্ধাও করি। বললেন, রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের কনভেনার অরিন্দম সরকার।

আসলে রায়গঞ্জ শহরজুড়ে "বাংলার গর্ব মমতা”-র পালটা প্রচার শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা BJP৷ স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার পড়েছে জেলা শহরজুড়ে৷ তারই পরিপেক্ষিতে আজ একথা বলেন অরিন্দমবাবু। তিনি আরও বলেন, "বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ, রামমোহন রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা ছিলেন বিগত দিনের বাংলার গর্ব৷ বর্তমান জুগে বাংলাকে গোটা বিশ্বে গর্বিত করেছেন মমতা বন্দোপাধ্যায়। "এরপরই জেলার তৃণমূল নেতা সাফ কথা, "বাংলার গর্ব কারা তা BJP-র কাছ শিখব না।"

"বাংলার গর্ব মমতা" নিয়ে BJP-র পাল্টা প্রচারের জবাব দিল তৃণমূল

অরিন্দমবাবু বলেন, "BJP-র এই সব অপপ্রচারে বাংলার মানুষ আগামীতে আরও বেশি করে তৃণমূলের পক্ষে রায় দেবে।"

রায়গঞ্জ, 18 ফেব্রুয়ারি: "বাংলার গর্ব মমতা" নিয়ে BJP-র পালটা প্রচারের জবাব তৃণমূলের ৷ বাংলার গৌরব কে, তা BJP-এর থেকে শিখতে হবে না। আমরা বিগত দিনের মহাপুরুষদের জানি ৷ তাদের শ্রদ্ধাও করি। বললেন, রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের কনভেনার অরিন্দম সরকার।

আসলে রায়গঞ্জ শহরজুড়ে "বাংলার গর্ব মমতা”-র পালটা প্রচার শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা BJP৷ স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার পড়েছে জেলা শহরজুড়ে৷ তারই পরিপেক্ষিতে আজ একথা বলেন অরিন্দমবাবু। তিনি আরও বলেন, "বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ, রামমোহন রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা ছিলেন বিগত দিনের বাংলার গর্ব৷ বর্তমান জুগে বাংলাকে গোটা বিশ্বে গর্বিত করেছেন মমতা বন্দোপাধ্যায়। "এরপরই জেলার তৃণমূল নেতা সাফ কথা, "বাংলার গর্ব কারা তা BJP-র কাছ শিখব না।"

"বাংলার গর্ব মমতা" নিয়ে BJP-র পাল্টা প্রচারের জবাব দিল তৃণমূল

অরিন্দমবাবু বলেন, "BJP-র এই সব অপপ্রচারে বাংলার মানুষ আগামীতে আরও বেশি করে তৃণমূলের পক্ষে রায় দেবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.