ETV Bharat / state

ছটপুজো উপলক্ষ্যে চালু কাটিহার-রাধিকাপুর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন - train start at raiganj

আজ থেকে ছটপুজো উপলক্ষ্যে কাটিহার-রাধিকাপুর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হল । চলবে 25 নভেম্বর পর্যন্ত ।

ছটপুজোয় চালু কাটিহার-রাধিকাপুর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
ছটপুজোয় চালু কাটিহার-রাধিকাপুর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
author img

By

Published : Nov 17, 2020, 2:00 PM IST

রায়গঞ্জ, 17 নভেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করা হয় দেশে । তা কয়েক মাস থাকার পর শুরু হয় আনলক পর্ব । দীর্ঘ 8 মাস ট্রেন পরিষেবা বন্ধ থাকে । সামনে ছটপুজো । আর সেই উপলক্ষ্যে আজ থেকে কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন চালু হল । চলবে 25 নভেম্বর পর্যন্ত । জানিয়ে দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন কর্তৃপক্ষ ।

জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন চালু হল । আজ সকালে ট্রেনের কামরা স্যানিটাইজ় করতে দেখা যায় ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, 25 নভেম্বর পর্যন্ত দিনে 4টি করে প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে । রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বহু হিন্দি ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ কাঁচনা, ধাচনা, বারসই থেকে শুরু করে কাটিহারে যাতায়াত করেন । এই সমস্ত জায়গার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হল ট্রেন ।

ছটপুজো উপলক্ষ্যে এই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ায় সবাই খুশি । কোরোনা পরিস্থিতির মাঝে যাবতীয় বিধিনিষেধ মেনেই ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে ষ

রায়গঞ্জ, 17 নভেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করা হয় দেশে । তা কয়েক মাস থাকার পর শুরু হয় আনলক পর্ব । দীর্ঘ 8 মাস ট্রেন পরিষেবা বন্ধ থাকে । সামনে ছটপুজো । আর সেই উপলক্ষ্যে আজ থেকে কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন চালু হল । চলবে 25 নভেম্বর পর্যন্ত । জানিয়ে দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন কর্তৃপক্ষ ।

জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন চালু হল । আজ সকালে ট্রেনের কামরা স্যানিটাইজ় করতে দেখা যায় ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, 25 নভেম্বর পর্যন্ত দিনে 4টি করে প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে । রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বহু হিন্দি ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ কাঁচনা, ধাচনা, বারসই থেকে শুরু করে কাটিহারে যাতায়াত করেন । এই সমস্ত জায়গার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হল ট্রেন ।

ছটপুজো উপলক্ষ্যে এই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ায় সবাই খুশি । কোরোনা পরিস্থিতির মাঝে যাবতীয় বিধিনিষেধ মেনেই ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে ষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.