ETV Bharat / state

প্রশ্নফাঁসের চেষ্টা, 3 ছাত্রসহ 5 জনের বিরুদ্ধে FIR পর্ষদের

এই বছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টার অভিযোগে তিনজন ছাত্রসহ পাঁচ জনের বিরুদ্ধে FIR দায়ের করল মধ্যশিক্ষা পর্ষদ ৷

author img

By

Published : Feb 25, 2020, 11:04 PM IST

p
ছবি

রায়গঞ্জ , 25 ফেব্রুয়ারি : এই বছর মাধ্য়মিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করার দায় ও পরীক্ষা বাতিল হওয়ার জন্য 3 ছাত্রসহ 5 জনের বিরুদ্ধে FIR করল মধ্যশিক্ষা পর্ষদের উত্তর দিনাজপুর কর্তৃপক্ষ ৷ অভিযোগ ওই তিন ছাত্র যে দুজন ব্যক্তিকে প্রশ্নপত্র পাঠাচ্ছিল তাদের নাম অভিযোগপত্রে দেওয়া হয়েছে । যদিও এই মুহূর্তে ওই অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে ফাঁস করা হচ্ছে না ৷

পর্ষদের নিয়ম অনুযায়ী লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন পর্ষদের আধিকারিকরা । সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা । যদিও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দাখিল হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের একাংশের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে । তাঁদের আরও দাবি একইভাবে অন্য পরীক্ষার প্রশ্নপত্রও যে ওই ছাত্ররা মোবাইল ফোনের সাহায্য নিয়ে বাইরে পাঠাইনি সেই বিষয়ে এখনও সন্দেহ রয়েছে । ফলে মেধাবী ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলে গরমিল দেখা সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে । যদিও পর্ষদ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট আঁটসাঁট থাকার কারণে প্রশ্নপত্র ফাঁস করার আগেই ওই তিন ছাত্রকে ধরা সম্ভব হয়েছে । তাই আগের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । তবে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও কীভাবে ওই প্রশ্নপত্র বাইরে পাঠানোর জন্য মোবাইল ফোন ভেতরে ঢুকল, তা নিয়ে ইতিমধ্যেই পর্ষদের তরফে শুরু হয়েছে তদন্ত ।

সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় দুটি স্কুল থেকে 3 জন ছাত্রকে মোবাইল ফোনের মাধ্যমে সোশাল মিডিয়াকে ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টার অভিযোগে ব্যবস্থা নেয় পর্ষদ। তাদের বিগত এবং আগামীর সবকটি পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । পাশাপাশি তারা মোবাইল ফোনের মাধ্যমে যাদেরকে প্রশ্নপত্র পাঠাচ্ছিল তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছিল গতকাল রাতেই । ওই তিন ছাত্র ও যাদের তারা প্রশ্নপত্র পাঠাচ্ছিল মোট পাঁচ জনের নামে FIR করেছে উত্তর দিনাজপুর মাধ্যমিক পর্ষদের আধিকারিকরা ।

এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার পর্ষদের আহ্বায়ক ব্যোমকেশ বর্মণ বলেন, ''নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি । গতকালের ঘটনার জেরে মোট পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকে ওই দুটি স্কুলসহ জেলার প্রত্যেকটি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে । স্কুলে মোবাইল ফোন কীভাবে পৌঁছাল, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি ।''

রায়গঞ্জ , 25 ফেব্রুয়ারি : এই বছর মাধ্য়মিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করার দায় ও পরীক্ষা বাতিল হওয়ার জন্য 3 ছাত্রসহ 5 জনের বিরুদ্ধে FIR করল মধ্যশিক্ষা পর্ষদের উত্তর দিনাজপুর কর্তৃপক্ষ ৷ অভিযোগ ওই তিন ছাত্র যে দুজন ব্যক্তিকে প্রশ্নপত্র পাঠাচ্ছিল তাদের নাম অভিযোগপত্রে দেওয়া হয়েছে । যদিও এই মুহূর্তে ওই অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে ফাঁস করা হচ্ছে না ৷

পর্ষদের নিয়ম অনুযায়ী লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন পর্ষদের আধিকারিকরা । সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা । যদিও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দাখিল হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের একাংশের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে । তাঁদের আরও দাবি একইভাবে অন্য পরীক্ষার প্রশ্নপত্রও যে ওই ছাত্ররা মোবাইল ফোনের সাহায্য নিয়ে বাইরে পাঠাইনি সেই বিষয়ে এখনও সন্দেহ রয়েছে । ফলে মেধাবী ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলে গরমিল দেখা সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে । যদিও পর্ষদ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট আঁটসাঁট থাকার কারণে প্রশ্নপত্র ফাঁস করার আগেই ওই তিন ছাত্রকে ধরা সম্ভব হয়েছে । তাই আগের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । তবে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও কীভাবে ওই প্রশ্নপত্র বাইরে পাঠানোর জন্য মোবাইল ফোন ভেতরে ঢুকল, তা নিয়ে ইতিমধ্যেই পর্ষদের তরফে শুরু হয়েছে তদন্ত ।

সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় দুটি স্কুল থেকে 3 জন ছাত্রকে মোবাইল ফোনের মাধ্যমে সোশাল মিডিয়াকে ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টার অভিযোগে ব্যবস্থা নেয় পর্ষদ। তাদের বিগত এবং আগামীর সবকটি পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । পাশাপাশি তারা মোবাইল ফোনের মাধ্যমে যাদেরকে প্রশ্নপত্র পাঠাচ্ছিল তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছিল গতকাল রাতেই । ওই তিন ছাত্র ও যাদের তারা প্রশ্নপত্র পাঠাচ্ছিল মোট পাঁচ জনের নামে FIR করেছে উত্তর দিনাজপুর মাধ্যমিক পর্ষদের আধিকারিকরা ।

এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার পর্ষদের আহ্বায়ক ব্যোমকেশ বর্মণ বলেন, ''নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি । গতকালের ঘটনার জেরে মোট পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকে ওই দুটি স্কুলসহ জেলার প্রত্যেকটি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে । স্কুলে মোবাইল ফোন কীভাবে পৌঁছাল, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.