ETV Bharat / state

গো-রক্ষায় এগিয়ে এলেন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত - attempt to kill

একটি ষাঁড়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার খবর কানে পৌঁছাতেই কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত গো-রক্ষায় এগিয়ে আসেন । ওই পশুটির চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহণ করার পাশাপাশি দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন ।

কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত
author img

By

Published : Jun 2, 2019, 2:16 AM IST

রায়গঞ্জ, 2 জুন : গো-রক্ষায় এগিয়ে এলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । এতদিন ধরে গো-রক্ষা কমিটি ও BJP-র শাখা সংগঠনগুলোই গো-রক্ষার ক্ষেত্রে তৎপরতা দেখিয়ে এসেছে । এবার অবলা প্রাণীর ওপর অত্যাচারের খবর পেয়েই দোষীদের কড়া শাস্তির দাবি তুললেন কংগ্রেস বিধায়ক ।

প্রায় মাস চারেক আগে দেবীনগর এলাকার একটি ষাঁড়কে পুড়িয়ে মারার চেষ্ট করে এক ব্যক্তি । কোনওমতে প্রাণে বাঁচলেও ষাঁড়টির শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় । এলাকার কয়েকজন পশুটিকে শুশ্রূষা করেন । রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে । খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ।

গতকাল এই ঘটনার কথা কানে পৌঁছাতেই দেবীনগর এলাকায় গিয়ে জখম ষাঁড়টিকে দেখে আসেন কংগ্রেস বিধায়ক । ওই ষাঁড়টির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি মোহিতবাবু বলেন, "গত সরস্বতীপুজোর সময় এই ঘটনা ঘটে । কোনও এক বেসরকারি স্কুলের শিক্ষক একাজ করেছেন বলে শুনেছি । ওই ব্যক্তির বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি । এধরনের অমানবিক কাজ মেনে নেওয়া যায় না ।" তিনি দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

রায়গঞ্জ, 2 জুন : গো-রক্ষায় এগিয়ে এলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । এতদিন ধরে গো-রক্ষা কমিটি ও BJP-র শাখা সংগঠনগুলোই গো-রক্ষার ক্ষেত্রে তৎপরতা দেখিয়ে এসেছে । এবার অবলা প্রাণীর ওপর অত্যাচারের খবর পেয়েই দোষীদের কড়া শাস্তির দাবি তুললেন কংগ্রেস বিধায়ক ।

প্রায় মাস চারেক আগে দেবীনগর এলাকার একটি ষাঁড়কে পুড়িয়ে মারার চেষ্ট করে এক ব্যক্তি । কোনওমতে প্রাণে বাঁচলেও ষাঁড়টির শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় । এলাকার কয়েকজন পশুটিকে শুশ্রূষা করেন । রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে । খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ।

গতকাল এই ঘটনার কথা কানে পৌঁছাতেই দেবীনগর এলাকায় গিয়ে জখম ষাঁড়টিকে দেখে আসেন কংগ্রেস বিধায়ক । ওই ষাঁড়টির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি মোহিতবাবু বলেন, "গত সরস্বতীপুজোর সময় এই ঘটনা ঘটে । কোনও এক বেসরকারি স্কুলের শিক্ষক একাজ করেছেন বলে শুনেছি । ওই ব্যক্তির বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি । এধরনের অমানবিক কাজ মেনে নেওয়া যায় না ।" তিনি দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.