রায়গঞ্জ, 8 জুন : যাত্রীদের সচেতন করতে নো-মাস্ক, নো-সিট পোস্টার লাগানো হল পথ চলতি টোটোগুলিতে । মাস্ক ছাড়া টোটোতে ওঠা যাবে না । এই বার্তা দিয়ে উত্তর দিনাজপুর জেলার BJP-র মজুর সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে । উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালকেরা ।
আগামীতে শহরের প্রতিটি টোটোর মধ্যে এই পোস্টার লাগানো হবে বলে জানান ভারতীয় মজুর সংঘের জেলা সম্পাদক নারায়ণ চন্দ দাস । রায়গঞ্জ শহরে প্রায় 1500 টোটো চলে । রাজ্য সরকার থেকে বাস, অটো, ট্রেকার ও টোটোতে ছাড় দেওয়া হয়েছে 1 জুন থেকে । সরকারি নির্দেশ আসার পরই টোটো চলা শুরু হয় শহরে । এরপর যাত্রী সচেতনতায় আজ কোর্ট মোড় এলাকায় পথ চলতি টোটো থামিয়ে তাতে পোস্টার লাগানো হয় । একই সঙ্গে টোটো চালকদের মাস্ক পরিয়ে একটি করে সাবান তুলে দেন উত্তর দিনাজপুর জেলার BJP-র মজুর সংগঠনের কর্মীরা।
পবিত্র ভট্টাচার্য নামে এক টোটো চালক জানিয়েছেন, কিছু কিছু যাত্রী মাস্ক ছাড়াই গাড়িতে উঠছেন । তাঁরা আমাদের কথা পাত্তা দিচ্ছেন না । এই পোস্টার লাগানোর ফলে যাত্রীরা মাস্ক ছাড়া উঠবে না আশা করছি । অন্যদিকে, ভারতীয় মজুর সংঘের জেলা সম্পাদক নারায়ণ চন্দ দাস জানিয়েছেন, আজ প্রায় 200 টি টোটোতে এই পোস্টার লাগানো হয়েছে । আগামীদিনে শহরের পাশাপাশি জেলার প্রতিটি টোটোতে এই পোস্টার লাগানো হবে ।