ETV Bharat / state

থানায় ঢুকে ফের পুলিশ পেটাল দুষ্কৃতীরা, এবার অভিযোগ TMCP-র বিরুদ্ধে

author img

By

Published : Oct 9, 2019, 12:10 PM IST

Updated : Oct 9, 2019, 12:41 PM IST

এক যুবতির শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দশমীর রাতে ধুন্ধুমার বাধে রায়গঞ্জ থানায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ করের নেতৃত্বে থানায় ঢুকে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে । হামলায় জখম হয়েছেন রায়গঞ্জ থানার SI সন্দীপ চক্রবর্তী ও এক ASI ।

police

রায়গঞ্জ, 9 অক্টোবর: রাজ্যে সেই ট্র্যাডিশন চলছেই ! 2014 সালের ঘটনা । রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের তখনও পাঁচ বছর পূর্ণ হয়নি । প্রেসিডেন্সি সংশোধনাগারের কাছে পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছিল । তার প্রতিবাদে আলিপুর থানায় ঢুকে ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচতে থানার ভেতরে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল পুলিশ । অভিযোগ সেই দুষ্কৃতীরা শাসকদলের মদতপুষ্ট ছিল । চলতি বছরের অগাস্টে টালিগঞ্জ থানার পুলিশ কয়েকজনকে বিভিন্ন অভিযোগে আটক করে থানায় নিয়ে যায় । তাদের ছাড়াতে মাঝরাতে থানায় ঢুকে পুলিশকে মারধর করে দুষ্কৃতীরা । এই ঘটনাতেও অভিযোগের আঙুল শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে । দশমীর রাতে ফের এমন অভিযোগ উঠল রায়গঞ্জে । রায়গঞ্জ থানায় ঢুকে পুলিশ পেটানোর নেতৃত্বে না কি ছিলেন খোদ উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি !

এক যুবতির শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দশমীর রাতে ধুন্ধুমার বাধে রায়গঞ্জ থানায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ করের নেতৃত্বে থানায় ঢুকে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে । হামলায় জখম হয়েছেন রায়গঞ্জ থানার SI সন্দীপ চক্রবর্তী ও এক ASI । সন্দীপবাবু এখন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও স্থানীয় TMCP নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ এ ঘটনায় মুখে কুলুপ পুলিশেরও ৷

দশমীর সন্ধ্যায় রায়গঞ্জের কুলিক নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়েছিলেন স্থানীয় এক যুবতী ও তাঁর বান্ধবীরা ৷ রাত 11টার সময় তাঁরা যখন বাড়ি ফিরছিলেন তখন স্থানীয় ব্যবসায়ী সুশান্ত সাহা ও তাঁর সঙ্গীরা ওই যুবতীর রাস্তা আটকায় ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ ৷ সেই সময় ঘটনাস্থানের অদূরে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন TMCP কর্মী । যুবতীর চিৎকারে তাঁরা এগিয়ে আসেন । এরপর TMCP কর্মীদের সঙ্গে ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গীদের মারপিট শুরু হয় । মারপিটে এক TMCP কর্মী গুরুতর জখম হন । তিনি এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ কয়েকজন TMCP সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় ৷ এরপর রায়গঞ্জ থানায় সুশান্ত সাহার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ এদিকে কর্মীদের আটক হওয়ার খবর পেয়ে রায়গঞ্জ থানায় যান সংগঠনের জেলা সভাপতি অনুপ কর৷ অভিযুক্তদের আটক না করে কেন TMCP সদস্যদের আটক করা হয়েছে, তা নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশকর্মীদের একাংশের অভিযোগ, আটক কর্মীদের ছাড়ানোর দাবিতে অনুপবাবুর নেতৃত্বে কয়েকজন TMCP কর্মী থানায় ঢোকেন । তাঁরা পুলিশকর্মীদের মারধর করেন । জখম হন SI সন্দীপ চক্রবর্তী ও এক ASI ।

ভিডিয়োয় দেখুন

অনুপবাবু বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীর দিদির শ্লীলতাহানি করে সুশান্ত সাহা৷ সেখানে আমাদের কয়েকজন কর্মী উপস্থিত ছিল ৷ তারা প্রতিবাদ করে ৷ সেই সময় সুশান্ত সাহা ও তার সঙ্গীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়৷ তাদের মারধর করে ৷ পরবর্তীকালে এরকম যাতে না ঘটে তার জন্য প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি ৷ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে ৷ প্রশাসন ব্যবস্থা না নিলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে ৷" তাঁর ও সংগঠনের কর্মীদের বিরুদ্ধে থানায় ঢুকে পুলিশ পেটানোর যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুপবাবু বলেন, "এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷"

রায়গঞ্জ, 9 অক্টোবর: রাজ্যে সেই ট্র্যাডিশন চলছেই ! 2014 সালের ঘটনা । রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের তখনও পাঁচ বছর পূর্ণ হয়নি । প্রেসিডেন্সি সংশোধনাগারের কাছে পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছিল । তার প্রতিবাদে আলিপুর থানায় ঢুকে ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচতে থানার ভেতরে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল পুলিশ । অভিযোগ সেই দুষ্কৃতীরা শাসকদলের মদতপুষ্ট ছিল । চলতি বছরের অগাস্টে টালিগঞ্জ থানার পুলিশ কয়েকজনকে বিভিন্ন অভিযোগে আটক করে থানায় নিয়ে যায় । তাদের ছাড়াতে মাঝরাতে থানায় ঢুকে পুলিশকে মারধর করে দুষ্কৃতীরা । এই ঘটনাতেও অভিযোগের আঙুল শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে । দশমীর রাতে ফের এমন অভিযোগ উঠল রায়গঞ্জে । রায়গঞ্জ থানায় ঢুকে পুলিশ পেটানোর নেতৃত্বে না কি ছিলেন খোদ উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি !

এক যুবতির শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দশমীর রাতে ধুন্ধুমার বাধে রায়গঞ্জ থানায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ করের নেতৃত্বে থানায় ঢুকে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে । হামলায় জখম হয়েছেন রায়গঞ্জ থানার SI সন্দীপ চক্রবর্তী ও এক ASI । সন্দীপবাবু এখন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও স্থানীয় TMCP নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ এ ঘটনায় মুখে কুলুপ পুলিশেরও ৷

দশমীর সন্ধ্যায় রায়গঞ্জের কুলিক নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়েছিলেন স্থানীয় এক যুবতী ও তাঁর বান্ধবীরা ৷ রাত 11টার সময় তাঁরা যখন বাড়ি ফিরছিলেন তখন স্থানীয় ব্যবসায়ী সুশান্ত সাহা ও তাঁর সঙ্গীরা ওই যুবতীর রাস্তা আটকায় ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ ৷ সেই সময় ঘটনাস্থানের অদূরে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন TMCP কর্মী । যুবতীর চিৎকারে তাঁরা এগিয়ে আসেন । এরপর TMCP কর্মীদের সঙ্গে ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গীদের মারপিট শুরু হয় । মারপিটে এক TMCP কর্মী গুরুতর জখম হন । তিনি এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ কয়েকজন TMCP সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় ৷ এরপর রায়গঞ্জ থানায় সুশান্ত সাহার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ এদিকে কর্মীদের আটক হওয়ার খবর পেয়ে রায়গঞ্জ থানায় যান সংগঠনের জেলা সভাপতি অনুপ কর৷ অভিযুক্তদের আটক না করে কেন TMCP সদস্যদের আটক করা হয়েছে, তা নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশকর্মীদের একাংশের অভিযোগ, আটক কর্মীদের ছাড়ানোর দাবিতে অনুপবাবুর নেতৃত্বে কয়েকজন TMCP কর্মী থানায় ঢোকেন । তাঁরা পুলিশকর্মীদের মারধর করেন । জখম হন SI সন্দীপ চক্রবর্তী ও এক ASI ।

ভিডিয়োয় দেখুন

অনুপবাবু বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীর দিদির শ্লীলতাহানি করে সুশান্ত সাহা৷ সেখানে আমাদের কয়েকজন কর্মী উপস্থিত ছিল ৷ তারা প্রতিবাদ করে ৷ সেই সময় সুশান্ত সাহা ও তার সঙ্গীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়৷ তাদের মারধর করে ৷ পরবর্তীকালে এরকম যাতে না ঘটে তার জন্য প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি ৷ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে ৷ প্রশাসন ব্যবস্থা না নিলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে ৷" তাঁর ও সংগঠনের কর্মীদের বিরুদ্ধে থানায় ঢুকে পুলিশ পেটানোর যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুপবাবু বলেন, "এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷"

Intro:রায়গঞ্জ, ৯ অক্টোবর, প্রসুন মৈত্র: এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ নিয়ে দশমীর রাতে পুলিশ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে তুমুল গণ্ডগোল,ধস্তাধস্তি। জেলা সভাপতি অনুপ করের নেতৃত্বে থানায় ঢুকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ টিএমসিপি সদস্যদের বিরুদ্ধে।আক্রান্ত রায়গঞ্জ থানার টাউনবাবু সন্দীপ চক্রবর্তী। অসুস্থ অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যালে কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি।টিএমসিপির কয়েকজন সদস্য জখম।ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়।যদিও টিএমসিপির তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।পুলিশের শীর্ষ আধিকারিকরা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১১টা নাগাদ রায়গঞ্জ শহরে এক যুবতীকে এক দুষ্কৃতী শ্লীলতাহানির চেষ্টা করে।যুবতী প্রতিবাদ করলে সেইসময় ওই দুষ্কৃতী চলে গেলেও পরে বেশকিছু ছেলেদের নিয়ে ওই যুবতী ও তার বন্ধুদের ওপর চড়াও হয়।ঘটনাস্থল থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন টিএমসিপির সদস্য তাতে বাধা দিতে যেতেই ওই দুষ্কৃতীরা ফের তাদের মারধর করে।এরপর ঘটনাস্থলে পুলিশ পোছালে টিএমসিপির সদস্যদের ভুলবশত আটক করে থানায় নিয়ে আসে বলে অভিযোগ ওই যুবতীর।এরপরই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ করের নেতৃত্বে এক বিশাল দল থানায় এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও মারপিটে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এরপর রায়গঞ্জ থানার টাউনবাবু ও আর একজন এএসআই ঘটনায় জখম হয়েছেন।তাদের চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যালে কলেজে ভরতি করা হয়েছে।Body:AbcdConclusion:Abcd
Last Updated : Oct 9, 2019, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.