ETV Bharat / state

পুলিশ কর্মীদের PPE প্রদান উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির - উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

সুরক্ষার কথা মাথায় রেখে গতকাল করণদিঘি থানার পুলিশ কর্মীদের হাতে PPE কিট তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল । পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজ়ারও তুলে দেওয়া হয় ।

TMC Youth Congress
তৃণমূল যুব কংগ্রেস
author img

By

Published : May 7, 2020, 2:29 PM IST

রায়গঞ্জ, 7 মে : কোরোনা সংক্রমণ ঠেকাতে জেলায় সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন পুলিশকর্মীরা । তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে গতকাল করণদিঘি থানার পুলিশ কর্মীদের হাতে PPE কিট তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল । পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজ়ারও তুলে দেওয়া হয় ।

মানুষকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে গিয়ে সংক্রমিত হচ্ছেন পুলিশকর্মীরা । কিন্তু অনেক ক্ষেত্রেই তাঁদের সুরক্ষার বিষয়টি নজর এড়িয়ে যাচ্ছে । তাই এবার পুলিশকর্মীদের জন্য করণদিঘি থানার IC ধ্রুব প্রধানের হাতে PPE কিট তুলে দেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি । পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজ়ারও দেওয়া হয় । এই কোরোনা পরিস্থিতিতে তাঁদের কাজের জন্য ধন্যবাদ জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি ।

TMC Youth Congress
পুলিশকে দেওয়া PPE ও স্যানিটাইজ়ার

গৌতম পাল বলেন, "পরিবার-পরিজনকে ত্যাগ করে মানুষের স্বার্থে প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছেন পুলিশকর্মীরা । সেই কথা মাথায় রেখেই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের জন্য PPE কিট, মাস্ক ও স্যানিটাইজ়ার বন্দোবস্ত করেছি । আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে পুলিশকর্মীরা যেন কাজ করেন । তাহলে আমরাও সুরক্ষিত থাকব ।"

রায়গঞ্জ, 7 মে : কোরোনা সংক্রমণ ঠেকাতে জেলায় সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন পুলিশকর্মীরা । তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে গতকাল করণদিঘি থানার পুলিশ কর্মীদের হাতে PPE কিট তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল । পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজ়ারও তুলে দেওয়া হয় ।

মানুষকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে গিয়ে সংক্রমিত হচ্ছেন পুলিশকর্মীরা । কিন্তু অনেক ক্ষেত্রেই তাঁদের সুরক্ষার বিষয়টি নজর এড়িয়ে যাচ্ছে । তাই এবার পুলিশকর্মীদের জন্য করণদিঘি থানার IC ধ্রুব প্রধানের হাতে PPE কিট তুলে দেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি । পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজ়ারও দেওয়া হয় । এই কোরোনা পরিস্থিতিতে তাঁদের কাজের জন্য ধন্যবাদ জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি ।

TMC Youth Congress
পুলিশকে দেওয়া PPE ও স্যানিটাইজ়ার

গৌতম পাল বলেন, "পরিবার-পরিজনকে ত্যাগ করে মানুষের স্বার্থে প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছেন পুলিশকর্মীরা । সেই কথা মাথায় রেখেই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের জন্য PPE কিট, মাস্ক ও স্যানিটাইজ়ার বন্দোবস্ত করেছি । আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে পুলিশকর্মীরা যেন কাজ করেন । তাহলে আমরাও সুরক্ষিত থাকব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.