রায়গঞ্জ, ১৬ নভেম্বর : পিকে-র দাওয়াই ! দলের মধ্যে চালু হয়েছে কর্পোরেট কালচার । বিধানসভার মাত্র তিনটি আসনের উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে নির্বাচনি ইস্তাহার । শনিবার কালিয়াগঞ্জ শহরের আবাসিকা ভবনে নির্বাচনি ইস্তাহার প্রকাশ করল তৃণমূল ।
উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের তরফে কোনও ইস্তাহার প্রকাশ করা হয়নি। কিন্তু লোকসভা ভোটে BJP-র কাছে ধাক্কা খাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব নড়েচড়ে বসে । দেশের অন্যতম সফল ভোট বিশারদ (ইলেকশন স্ট্র্যাটেজিস্ট) প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তৃণমূল । প্রশান্ত কিশোর বা পি কে-র পরামর্শে তৃণমূলের এই ইস্তাহার-উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল । আজ বিকেলে ‘তপনদার সাত প্রতিশ্রুতি’ নামে ইস্তাহার প্রকাশ করা হয়। শনিবার কালিয়াগঞ্জ শহরের আবাসিকা ভবনে দলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দধিমোহন দেবশর্মা এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রার্থী তপন দেব সিংহ।
তৃণমূলের ইস্তাহারে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দাদের সার্বিক উন্নয়নে সাতটি ভাগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিক কল্যাণ, নাগরিক প্রতিনিধিত্ব, স্বাস্থ্য পরিষেবা, পরিবহণ, পরিকাঠামো উন্নয়ন, কৃষক উন্নয়ন ও শিক্ষার অগ্রগতিতে।
প্রতিটি সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে বিধায়ক হেল্প লাইন চালু করা, প্রতি ১৫ দিনে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা শুনতে বিধায়কের 'জন বৈঠক', কালিয়াগঞ্জ হাসপাতালে ২৫০ টি শয্যাসহ আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান, প্রতি গ্রাম পঞ্চায়েতে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস টার্মিনাস নির্মাণ, কালিয়াগঞ্জ থেকে কলকাতা AC বাস পরিষেবা চালু সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তাহারে।