ETV Bharat / state

রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

author img

By

Published : May 24, 2021, 3:19 PM IST

অভাবের অজুহাতে এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে এসেছে পরিবার ৷ তাঁকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে যাবতীয় দায়দায়িত্ব নিলেন তৃণমূল নেতা ছোটন চট্টোপাধ্যায় ৷

tmc leader helped distressed old woman at north dinajpur
রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

রায়গঞ্জ, 24 মে : পরিবারের লোকেরা রাস্তায় ফেলে রেখে গিয়েছে অশীতিপর অসুস্থ বৃদ্ধাকে ৷ তাঁকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে এবং খাদ্যসামগ্রী ও ওষুধপত্র দিয়ে সহযোগিতা করলেন এক তৃণমুল নেতা । রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট গ্রামে স্থানীয় তৃণমূল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা । অসুস্থ অসহায় বৃদ্ধা এখন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর বাড়ির ঠিকানা বা আত্মীয় পরিজনদের কথা কিছুই বলতে পারছেন না । এই অবস্থায় বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবামাধ্যমের দ্বারা তাঁর পরিবারের কাছে আবেদন জানিয়েছেন ছোটন ৷

রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় গ্রামীণ সড়কের ধারে দুদিন ধরে পড়ে কাতরাচ্ছিলেন আশপাশের গ্রামেরই এক অশীতিপর অসুস্থ বৃদ্ধা । বৃদ্ধা অস্পষ্ট ভাষায় জানাতে পেরেছিলেন যে, তাঁকে অভাবের তাড়নায় খাওয়াতে পারবে না দেখে তাঁর পরিবারের লোকেরা তাঁকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে । এই খবর জানতে পেরেই এলাকায় ছুটে যান মহারাজা হাট এলাকার স্থানীয় তৃণমুল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা । রাস্তা থেকে সেই বৃদ্ধাকে তুলে এনে তাঁর পরিচর্যা করে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে দেন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ।

শুধু হাসপাতালে ভর্তি করাই নয়, বৃদ্ধার যাবতীয় দায়ভার নিজেরা কাঁধে তুলে নেন মমতা বন্দোপাধ্যায়ের দলের সদস্যরা । বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দুবেলা খাওয়া দাওয়া ও পথ্যের ব্যবস্থাও করেন তৃণমূল নেতা । পাশাপাশি খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন বৃদ্ধার পরিবারের । কিন্তু বৃদ্ধা সেভাবে কিছুই না বলতে পারায় সংবাদমাধ্যমের দ্বারস্থ হন তিনি ।

আরও পড়ুন: যশের প্রস্তুতি পর্যালোচনায় মমতা-সহ 3 মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু শাহের

ছোটন বলেন, "মিডিয়ার মাধ্যমে ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে । যদি কোনও সাড়া না পাওয়া যায় তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ওই বৃদ্ধাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখার ব্যবস্থা করা হবে । যেখানে ওই বৃদ্ধার উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি ভরণপোষণের ব্যবস্থাও করা যাবে ।" তবে যতদিন পর্যন্ত মহারাজা হাসপাতালে বৃদ্ধা চিকিৎসাধীন থাকবেন, তাঁর সমস্ত দায়দায়িত্ব তিনিই পালন করবেন বলে জানিয়েছেন তৃণমুল নেতা ৷ তাঁর ও তাঁর অনুগামীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।

রায়গঞ্জ, 24 মে : পরিবারের লোকেরা রাস্তায় ফেলে রেখে গিয়েছে অশীতিপর অসুস্থ বৃদ্ধাকে ৷ তাঁকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে এবং খাদ্যসামগ্রী ও ওষুধপত্র দিয়ে সহযোগিতা করলেন এক তৃণমুল নেতা । রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট গ্রামে স্থানীয় তৃণমূল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা । অসুস্থ অসহায় বৃদ্ধা এখন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর বাড়ির ঠিকানা বা আত্মীয় পরিজনদের কথা কিছুই বলতে পারছেন না । এই অবস্থায় বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবামাধ্যমের দ্বারা তাঁর পরিবারের কাছে আবেদন জানিয়েছেন ছোটন ৷

রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় গ্রামীণ সড়কের ধারে দুদিন ধরে পড়ে কাতরাচ্ছিলেন আশপাশের গ্রামেরই এক অশীতিপর অসুস্থ বৃদ্ধা । বৃদ্ধা অস্পষ্ট ভাষায় জানাতে পেরেছিলেন যে, তাঁকে অভাবের তাড়নায় খাওয়াতে পারবে না দেখে তাঁর পরিবারের লোকেরা তাঁকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে । এই খবর জানতে পেরেই এলাকায় ছুটে যান মহারাজা হাট এলাকার স্থানীয় তৃণমুল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা । রাস্তা থেকে সেই বৃদ্ধাকে তুলে এনে তাঁর পরিচর্যা করে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে দেন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ।

শুধু হাসপাতালে ভর্তি করাই নয়, বৃদ্ধার যাবতীয় দায়ভার নিজেরা কাঁধে তুলে নেন মমতা বন্দোপাধ্যায়ের দলের সদস্যরা । বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দুবেলা খাওয়া দাওয়া ও পথ্যের ব্যবস্থাও করেন তৃণমূল নেতা । পাশাপাশি খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন বৃদ্ধার পরিবারের । কিন্তু বৃদ্ধা সেভাবে কিছুই না বলতে পারায় সংবাদমাধ্যমের দ্বারস্থ হন তিনি ।

আরও পড়ুন: যশের প্রস্তুতি পর্যালোচনায় মমতা-সহ 3 মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু শাহের

ছোটন বলেন, "মিডিয়ার মাধ্যমে ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে । যদি কোনও সাড়া না পাওয়া যায় তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ওই বৃদ্ধাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখার ব্যবস্থা করা হবে । যেখানে ওই বৃদ্ধার উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি ভরণপোষণের ব্যবস্থাও করা যাবে ।" তবে যতদিন পর্যন্ত মহারাজা হাসপাতালে বৃদ্ধা চিকিৎসাধীন থাকবেন, তাঁর সমস্ত দায়দায়িত্ব তিনিই পালন করবেন বলে জানিয়েছেন তৃণমুল নেতা ৷ তাঁর ও তাঁর অনুগামীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.