রায়গঞ্জ, 20 জুন : রাজ্যপালকে নিয়ে ভূত দেখছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের শাসক দলের অন্দরে শুরু হয়েছে গভর্নর ম্যানিয়া ৷ তৃণমূল কংগ্রেসকে এভাবেই বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
উত্তর দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সেখানে তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের মধ্যে গভর্নর ম্যানিয়া, গভর্নর ফোবিয়া শুরু হয়েছে। রাজ্যপালকে নিয়ে ভূত দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা । কারণ রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের হিংসা আর সন্ত্রাসের সত্য ঘটনা তুলে ধরছেন ৷ যা সহ্য করতে পারছে না তৃণমূল ৷"
আরও পড়ুন : পৌরভোটের আগে নীল নকশা তৈরি গেরুয়া শিবিরে
দিলীপ ঘোষের অভিযোগ, "রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস হিংসা আর সন্ত্রাস চালাচ্ছে । বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে প্রতিনিয়ত । কিন্তু কেউ এই ঘটনাগুলো তুলে ধরছে না । আমরা রাজ্যপালের কাছে রাজ্যের এই হিংসার ঘটনা তুলে ধরার জন্য আবেদন করেছিলাম । রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে দেখে পরিস্থিতি খতিয়ে দেখে সত্য ঘটনা তুলে ধরেছেন । আর তাতেই রাজ্যপাল ফোবিয়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ।" রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে বলে অভিযোগ করেন রাজ্য সভাপতি ৷