রায়গঞ্জ , 14 জুন : করোনাকালে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আদিবাসী ও অনগ্রসর জাতির হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রীর প্যাকেট ৷ খাবারের প্যাকেট পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা ৷
![tmc helps to needy people](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-ndin-01-food-distribution-sc-st-cell-wb10021_14062021123009_1406f_1623654009_825.jpg)
সরকারি বিধিনিষেধের জের ৷ করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় বন্ধ বাজারহাট ও দোকানপাট ৷ বেড়েছে বেকারত্ব ৷ পকেটে টান পড়েছে সবার ৷
আরও পড়ুন : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
এমতাবস্থায়, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আজ থেকে গোয়ালপোখর ব্লকের মানুষদের দেওয়া শুরু হল খাবারের প্যাকেট ৷ সেই প্যাকেটে রয়েছে চাল, ডাল, নুন, তেল, আলু, ডিম ও মুড়ি ৷
আজ থেকেই শুরু হল খাবারের প্যাকেট বিতরণ করার কর্মসূচি ৷ এবিষয়ে, তৃণমূল কংগ্রেস নেতা বিমলকুমার বিশ্বাস বলেন, ‘'করোনার সময়কালে সরকারি বিধিনিষেধ চলছে । গ্রামের গরীব দুঃস্থ তপশিলি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা রোজগার না থাকায় বাজারহাট করতে পারছেন না । অসহায় অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা । তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।'