রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : বন্যায় দুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি । বুধবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকের বন্যা কবলিত দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার চিঁড়ে, গুড়, মুড়ি, চানাচুর ও বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয় । এই অবস্থার মধ্যে হাতে খাবার পেয়ে খুশী বন্যা কবলিত বাসিন্দারা ।
বিগত কয়েক দিনের একটানা প্রবল বৃষ্টিতে নাগর ও কুলিক নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, ভাতুন, বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম । ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ । বন্যা কবলিত এইসব দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার তুলে দিতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি । বুধবার শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে লিয়াকত হোসেন, নিবারুন দাস, ইমরান আলি, রফিক আলম, শিবা দাস ও শাহ আলম সহ অন্যান্য শিক্ষক নেতারা নৌকা করে শুকনো খাবার নিয়ে পৌঁছে দেন বন্যা কবলিত গ্রামগুলিতে ।
অন্যদিকে জগদীশপুর এলাকার জলবন্দী মানুষের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মণ । বুধবার তিনি গ্রামে গিয়ে বন্যাদুর্গত মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করেন । রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মণ বলেন, " কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে নাগর নদীর জলে প্লাবিত রায়গঞ্জ ব্লকের জগদীশপুর এলাকার কয়েক হাজার মানুষ । বন্যাদুর্গত মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয় ।"