রায়গঞ্জ, 20 সেপ্টেম্বর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহিকে গুলি করে খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ও জেলা রাজনীতি ৷ খোদ শাসকদলের নেতাকে দিনেদুপুরে গুলি করে খুনের ঘটনায় এলাকায় আতঙ্কও ছড়িয়েছে বুধবার ৷ এই ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়, 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা-সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী । তবে এই ঘটনার সঙ্গে দলের গোষ্ঠীকোন্দলের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দের কারণ নেই । পুলিশকে বলা হয়েছে যারা মহম্মদ রাহিকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে ৷ এঘটনার যথাযথ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনাও । আততায়ীদের খোঁজ চালানোর জন্যে ইতিমধ্যে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহম্মদ সঞ্জয় আলম বলেন, "আমি আচমকাই গুলির আওয়াজ শুনে প্রথমে ভেবেছিলাম বাজি ফাটছে । পরে পরপর দুটি গুলির আওয়াজ শুনে আমরা ঘটনাস্থল গিয়ে দেখলাম গুলির খোল পরে আছে । পরে শুনতে পেলাম প্রধান সাহেবকে গুলি করেছে । যারা প্রধান সাহেবকে গুলি করেছে তারা কালো দুটো বাইকে করে কালো পোশাক পরেএসেছিল । 4 জন এসেছিল ৷ পরে তারা বিহারের কিষানগঞ্জের দিকে পালিয়ে যায় ৷"
আরও পড়ুন: গোয়ালপোখরে গুলি করে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে, তদন্তে পুলিশ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহি নিজের বাইককে করে মহম্মদ মুস্তাফা নামে এক পঞ্চায়েত সদস্যকে নিয়ে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন । সেসময় বাইকে করে এসে চারজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় । পাঞ্জিপাড়া এলাকার কলোনী মোড়ের কাছে এই ঘটনা ঘটে ৷ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পরে যান পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি । তাঁর দফতরের কাছেই এই ঘটনাটি ঘটে । এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে । তড়িঘড়ি প্রধানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পাঞ্জিপাড়া স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর পেটে এবং হাতে গুলি লেগেছিল বলে জানা গিয়েছে ৷
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল করেল ও পরে সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । ঘটনাস্থলে যায় ইসলামপুর থানা ও গোয়ালপোখর থানার পুলিশ । কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ।