ETV Bharat / state

Panchayat Board Formation: বোর্ড গঠনের উদ্দেশে বেরিয়ে মাঝরাস্তায় উধাও 4 পঞ্চায়েত সদস্য; অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - তৃণমূল

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত আজ, বুধবার ছিল বোর্ড গঠন ৷ বাড়ি থেকে বেরিয়ে বিজেপির 3 ও নির্দলের 1 সদস্য রাস্তা থেকে আচমকায় উধাও ৷ বিজেপির অভিযোগ তৃণমূল তাঁদের অপহরণ করেছে ৷

Panchayat Board
অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Aug 9, 2023, 8:45 PM IST

অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রায়গঞ্জ, 9 অগস্ট: বোর্ড গঠনের আগে রাস্তা থেকেই বিজেপির তিন এবং এক নির্দল সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, অপহৃত চার পঞ্চায়েত সদস্যর নাম ধীরেন রায়, অষ্টমী রায়, আদোরি বর্মন ও পঞ্চমী রায় ৷ তাঁদের মধ্যে পঞ্চমী রায় নির্দল জয়ী পঞ্চায়েত সদস্য। আর তিনজন বিজেপি'র ৷ আচমকায় কোথায় চলে গেলেন তাঁরা তা নিয়ে বিজেপি'র নেতা থেকে কর্মীরা বিক্ষোভ শুরু করেন ৷

বুধবার বোর্ড গঠন উপলক্ষ্যে চার জন সদস্য গাড়ি করে পঞ্চায়েত দফতরে আসছিলেন ৷ সেই সময় ডালিমগাঁ পেট্রল পাম্পের সামনে থেকে কতিপয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের রাস্তা থেকে অপহরণ করে বলে অভিযোগ ৷ আর এই ঘটনার পর থেকে এখনও কোনও খোঁজ নেই বিজেপির ওই তিন ও নির্দল পঞ্চায়েত সদস্যের ৷ ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মোট আসন 28টি। এর মধ্যে 2018 সালে ধনকৈল গ্রাম পঞ্চায়েত এককভাবে দখল করেছিল তৃণমূল। 2023 সালে ধনকৈল গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক আসনে জয়ী হয় বিজেপি ৷ তাদের মোট আসন 12টি। অন্যদিকে, তৃণমূলের দখলে যায় 11টি আসন। বাকি সিপিএম 2টি, কংগ্রেস 2টি ও নির্দল 1টি আসনে জয়লাভ করে।

আরও পড়ুন: প্রশাসনের বিরুদ্ধে বলপূর্বক বোর্ড গঠনের অভিযোগ রানাঘাটের একটি পঞ্চায়েতে

এমতাবস্থায় বোর্ড গঠনের আগেই তৃণমূলের বিরুদ্ধে চার বিরোধী পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে ৷ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা থেকে কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, বিজেপি যাতে বোর্ড গঠন করতে না-পারে সেজন্য দলের পঞ্চায়েত সদস্যদের অপহরণ করেছে তৃণমূল। এদিকে, এই ঘটনায় পালটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে তোপ দেগেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপির প্রধান কে হবেন তাই নিয়েই গোলমালের সূত্রপাত ৷ বিজেপির এই অপহরণের অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: বয়কট সত্ত্বেও ভোট 100 শতাংশ! তিন জায়গার পঞ্চায়েত ভাগ্য অমৃতা সিনহার হাতে

অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রায়গঞ্জ, 9 অগস্ট: বোর্ড গঠনের আগে রাস্তা থেকেই বিজেপির তিন এবং এক নির্দল সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, অপহৃত চার পঞ্চায়েত সদস্যর নাম ধীরেন রায়, অষ্টমী রায়, আদোরি বর্মন ও পঞ্চমী রায় ৷ তাঁদের মধ্যে পঞ্চমী রায় নির্দল জয়ী পঞ্চায়েত সদস্য। আর তিনজন বিজেপি'র ৷ আচমকায় কোথায় চলে গেলেন তাঁরা তা নিয়ে বিজেপি'র নেতা থেকে কর্মীরা বিক্ষোভ শুরু করেন ৷

বুধবার বোর্ড গঠন উপলক্ষ্যে চার জন সদস্য গাড়ি করে পঞ্চায়েত দফতরে আসছিলেন ৷ সেই সময় ডালিমগাঁ পেট্রল পাম্পের সামনে থেকে কতিপয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের রাস্তা থেকে অপহরণ করে বলে অভিযোগ ৷ আর এই ঘটনার পর থেকে এখনও কোনও খোঁজ নেই বিজেপির ওই তিন ও নির্দল পঞ্চায়েত সদস্যের ৷ ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মোট আসন 28টি। এর মধ্যে 2018 সালে ধনকৈল গ্রাম পঞ্চায়েত এককভাবে দখল করেছিল তৃণমূল। 2023 সালে ধনকৈল গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক আসনে জয়ী হয় বিজেপি ৷ তাদের মোট আসন 12টি। অন্যদিকে, তৃণমূলের দখলে যায় 11টি আসন। বাকি সিপিএম 2টি, কংগ্রেস 2টি ও নির্দল 1টি আসনে জয়লাভ করে।

আরও পড়ুন: প্রশাসনের বিরুদ্ধে বলপূর্বক বোর্ড গঠনের অভিযোগ রানাঘাটের একটি পঞ্চায়েতে

এমতাবস্থায় বোর্ড গঠনের আগেই তৃণমূলের বিরুদ্ধে চার বিরোধী পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে ৷ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা থেকে কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, বিজেপি যাতে বোর্ড গঠন করতে না-পারে সেজন্য দলের পঞ্চায়েত সদস্যদের অপহরণ করেছে তৃণমূল। এদিকে, এই ঘটনায় পালটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে তোপ দেগেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপির প্রধান কে হবেন তাই নিয়েই গোলমালের সূত্রপাত ৷ বিজেপির এই অপহরণের অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: বয়কট সত্ত্বেও ভোট 100 শতাংশ! তিন জায়গার পঞ্চায়েত ভাগ্য অমৃতা সিনহার হাতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.