রায়গঞ্জ, 23 জুন : একুশের বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উত্তর দিনাজপুর জেলা পরিষদের (Uttar Dinajpur Zilla Parishad) তিন কর্মাধ্যক্ষকে তাঁদের পদ থেকে অপসারণ করা এবং সদস্যপদ খারিজ করার সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি । উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের তিন কর্মাধ্যক্ষ বিপাশা সিনহা, সাহবানু এবং পূজা আচার্যের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে । তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নিয়ে এক বৈঠকে জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষকে তাঁদের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলা কমিটির সেই সিদ্ধান্ত রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে । রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের দলনেতা পূর্ণেন্দু দে ।
2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, ইটাহার, বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । করণদিঘি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারানোর জন্য দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক মনোদেব সিনহার স্ত্রী উত্তর দিনাজপুর জেলা পরিষদের শিল্প পরিকাঠামো ও শক্তি বিষয়ক কর্মাধ্যক্ষ বিপাশা সিনহা এবং নারী কল্যাণ বিষয়ক কর্মাধ্যক্ষ সাহবানুর বিরুদ্ধে । এর পাশাপাশি ইটাহার বিধানসভা কেন্দ্রেও একই অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক অমল আচার্যের মেয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পূজা আচার্যের বিরুদ্ধে । নির্বাচনে এই বিধানসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হলেও নির্বাচন পরবর্তী সময়ে ফলাফল বিশ্লেষণ করে জানা গিয়েছে জেলাপরিষদের এই তিন কর্মাধ্যক্ষকে দলবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন ।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের দলনেতা পূর্ণেন্দু দে জানিয়েছেন, তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে এবং জয়ী তৃণমূল বিধায়কদের উপস্থিতিতে বৈঠকে বসে এই তিন কর্মাধ্যক্ষকে তাঁদের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় । জেলা কমিটির সেই সিদ্ধান্তকে রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে । রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
আরও পড়ুন : পৃথক রাজ্যের দাবির বিরুদ্ধে রায়গঞ্জে মৌন বিক্ষোভ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের