ETV Bharat / state

কৃষিজমিতে বোমা ফেটে জখম 3 - ইসলামপুর

ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ

injury
কৃষিজমিতে বোমা ফেটে জখম 3
author img

By

Published : Dec 9, 2019, 3:05 AM IST

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হলেন দুই মহিলা সহ তিন জন । উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তি এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন । চাষের জমিতে কোথা থেকে বোমা এল, তা জানতে তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তির এলাকার বাসিন্দা ভোলা সিংহ, খুশনামা খাতুন, সঞ্জনা বেগম হলুদের জমিতে চাষ করতে গিয়েছিলেন । খুশনামা ও সঞ্জনা ছাগলের জন্য ঘাস তুলতে গেলে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ । বোমার আঘাতে গুরুতর জখম হন তিনজন । ভোলা সিংহের পায়ে গুরুতর আঘাত লাগে ৷

কে বা কারা ওই জমিতে বোমা রেখেছে তার তল্লাশি শুরু হয়েছে । ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হলেন দুই মহিলা সহ তিন জন । উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তি এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন । চাষের জমিতে কোথা থেকে বোমা এল, তা জানতে তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তির এলাকার বাসিন্দা ভোলা সিংহ, খুশনামা খাতুন, সঞ্জনা বেগম হলুদের জমিতে চাষ করতে গিয়েছিলেন । খুশনামা ও সঞ্জনা ছাগলের জন্য ঘাস তুলতে গেলে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ । বোমার আঘাতে গুরুতর জখম হন তিনজন । ভোলা সিংহের পায়ে গুরুতর আঘাত লাগে ৷

কে বা কারা ওই জমিতে বোমা রেখেছে তার তল্লাশি শুরু হয়েছে । ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।

Intro:রায়গঞ্জ, ৮ ডিসেম্বর, প্রসুন মৈত্র: জমিতে কাজ করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তি এলাকায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। চাষের জমিতে মাঠে কোথা থেকে বোমা এল তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তির এলাকার বাসিন্দা ভোলা সিংহ, খুশনামা খাতুন সনজনা বেগম তাদের হলুদের জমিতে চাষ করতে যায়। এরইমধ্যে খুশনামা খাতুন ও সনজনা খাতুন ছাগলের জন্য ঘাস তুলতে গেলে ঘাসের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনজন। ভোলা সিংহের হাতে, খুশনামা খাতুনের পায়ে আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কে বা কারা ওই জমিতে বোমা রেখেছে তার তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

বাইট ১) খুশনামা খাতুন ( আহত)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.