ETV Bharat / state

ফুড কুপন দিলেই রেশন দোকান থেকে বিনামূল্যে মিলছে খাদ্য সামগ্রী - news on Lock Down

আগেই 16 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো আজ সকাল থেকে উত্তর দিনাজপুরে শুরু হল খাদ্য সামগ্রী বিলি ।

North Dinajpur
উত্তর দিনাজপুর
author img

By

Published : Apr 1, 2020, 1:18 PM IST

রায়গঞ্জ, ১ এপ্রিল : রেশন কার্ড নেই এমন 16 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রেশন কার্ডের বদলে ফুড কুপন চালু করার কথা ঘোষণা করেছিলেন তিনি । যা আগামী 6 মাস পর্যন্ত বৈধ থাকবে । সেই মতো উত্তর দিনাজপুরে চাল, আটা দেওয়া শুরু হল ।

লকডাউনের মধ্যে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাদের রেশন কার্ড নেই তাদেরও দেওয়া হবে খাদ্য সামগ্রী । দ্রুত এই কাজ শুরু করতে মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন । সেই মতো গতরাতে ফুড কুপন দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । আর আজ সকাল থেকেই চাল আর আটা দেওয়া শুরু করেছে তারা ।

North Dinajpur
খাদ্য সামগ্রী দেওয়া শুরু করল জেলা প্রশাসন

এদিকে, সম্পূর্ণ নিয়ম মেনে খাদ্য সামগ্রী নেওয়ার লাইনে দাঁড়াতে দেখা যায় প্রত্যেককে । নির্দিষ্ট দূরত্ব মেনেই একে একে চাল, আটা নিয়ে যায় তারা।

রায়গঞ্জ, ১ এপ্রিল : রেশন কার্ড নেই এমন 16 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রেশন কার্ডের বদলে ফুড কুপন চালু করার কথা ঘোষণা করেছিলেন তিনি । যা আগামী 6 মাস পর্যন্ত বৈধ থাকবে । সেই মতো উত্তর দিনাজপুরে চাল, আটা দেওয়া শুরু হল ।

লকডাউনের মধ্যে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাদের রেশন কার্ড নেই তাদেরও দেওয়া হবে খাদ্য সামগ্রী । দ্রুত এই কাজ শুরু করতে মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন । সেই মতো গতরাতে ফুড কুপন দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । আর আজ সকাল থেকেই চাল আর আটা দেওয়া শুরু করেছে তারা ।

North Dinajpur
খাদ্য সামগ্রী দেওয়া শুরু করল জেলা প্রশাসন

এদিকে, সম্পূর্ণ নিয়ম মেনে খাদ্য সামগ্রী নেওয়ার লাইনে দাঁড়াতে দেখা যায় প্রত্যেককে । নির্দিষ্ট দূরত্ব মেনেই একে একে চাল, আটা নিয়ে যায় তারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.