ETV Bharat / state

Thief Cuts Woman Tongue: চুরি করতে এসে গৃহবধূর জিভ কাটল চোর, ধরা পড়তেই জুটল গণপ্রহার - রায়গঞ্জে মহিলার জিভ কাটল চোর

বাড়িতে চোর ঢুকেছে দেখেই চিৎকার শুরু করেন গৃহবধূ ৷ তাকে থামাতে জিভ কেটে নেয় চোর(Thief Cuts Woman Tongue)৷ এরপর ধরা পড়তেই জুটল বেধড়ক মার ৷

ETV Bharat
চুরি করতে এসে মহিলার জিভ কেটে নিল চোর
author img

By

Published : Aug 30, 2022, 10:38 PM IST

রায়গঞ্জ, 30 অগস্ট: চুরি করতে এসে গৃববধূর জিভ কেটে নিল চোর(thief cuts woman tongue at Raiganj)৷ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায় ৷ আহত গৃহবধূর নাম দেবশ্রী ভট্টাচার্য ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে চুরি করতে ঢুকেছে দেখতে পেয়েই চিৎকার করেন গৃহবধূ ৷ তাঁর চিৎকার থামাতে চোরটি ধারালো অস্ত্রের আঘাতে ওই বধূর জিভ কেটে দেয় । এই ঘটনার কথা জানতে পেরই দ্রুত স্থানীয়রা এসে চোরটিকে ধরে ফেলে ৷ স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই বধূকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে নিয়ে আসে ৷

চুরি করতে এসে মহিলার জিভ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দার বক্তব্য

পাশাপাশি ওই চোরটিকে ধরে বেধড়ক মারধর করে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে রায়গঞ্জ(raiganj news)থানার পুলিশ ৷ এরপর তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : মমতাকে চোর বললে জিভ কেটে নেব, অপরূপার স্বামীর মন্তব্যে বিতর্ক

রায়গঞ্জ, 30 অগস্ট: চুরি করতে এসে গৃববধূর জিভ কেটে নিল চোর(thief cuts woman tongue at Raiganj)৷ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায় ৷ আহত গৃহবধূর নাম দেবশ্রী ভট্টাচার্য ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে চুরি করতে ঢুকেছে দেখতে পেয়েই চিৎকার করেন গৃহবধূ ৷ তাঁর চিৎকার থামাতে চোরটি ধারালো অস্ত্রের আঘাতে ওই বধূর জিভ কেটে দেয় । এই ঘটনার কথা জানতে পেরই দ্রুত স্থানীয়রা এসে চোরটিকে ধরে ফেলে ৷ স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই বধূকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে নিয়ে আসে ৷

চুরি করতে এসে মহিলার জিভ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দার বক্তব্য

পাশাপাশি ওই চোরটিকে ধরে বেধড়ক মারধর করে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে রায়গঞ্জ(raiganj news)থানার পুলিশ ৷ এরপর তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : মমতাকে চোর বললে জিভ কেটে নেব, অপরূপার স্বামীর মন্তব্যে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.