ETV Bharat / state

টুপির রং দিয়ে বুথ চিনবেন উত্তর দিনাজপুরের ভোটকর্মীরা - Caps

উত্তর দিনাজপুরে ৯টি ভিন্ন রং চিহ্নিত করে ভিন্ন রঙের টুপি দেওয়া হবে ভোটকর্মীদের। দেওয়া হবে সংশ্লিষ্ট রঙের অ্যাপয়েন্টমেন্ট লেটারও।

ARVIND
author img

By

Published : Apr 3, 2019, 1:19 PM IST

রায়গঞ্জ, ৩ এপ্রিল : এবার লোকসভা নির্বাচনে কোন ভোটকর্মীর ডিউটি কোন বিধানসভা এলাকায় পড়েছে তা চেনা যাবে তাঁর টুপির রং দিয়ে। এমনই অভিনব পদ্ধতিতে উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা এলাকার ভোটকর্মীদের ভাগ করে দিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ৯টি ভিন্ন রং চিহ্নিত করে কালার কোডিং পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়েছে তাদের। তবে শুধু ভিন্ন রঙের টুপি নয়, পাশাপাশি সংশ্লিষ্ট রঙের অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাবেন ওই ভোটকর্মীরা। ৯টি বিধানসভা এলাকার প্রায় দশ হাজার ভোটকর্মীরা এই সামগ্রী হাতে পাবেন।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনার দাবি, এই কালার কোডিং পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন ভোটকর্মীরা তাদের জন্য নির্দিষ্ট বুথ খুঁজে পেতে সুবিধা লাভ করবে তেমনই ভোটের কাজ শেষ হওয়ার পর কোন এলাকার ভোটকর্মীরা কখন এসে পৌঁছাচ্ছে বা তারা কী অবস্থায় রয়েছে ইত্যাদি সঠিকভাবে জানতে পারবে প্রশাসন। তিনি আরও জানান, এবছর ভোটকর্মীদের অন্যান্য সুযোগ সুবিধাও করে দিচ্ছে প্রশাসন। একদিকে যেমন তাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যার জন্য মেডিসিন কিট দেওয়া হচ্ছে তেমনই বেড রোল মশারিসহ মশা মারার ধুপ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হচ্ছে ভোটের আগের দিনের জন্য। এছাড়াও ভোটের কাজ শেষে ভোটকর্মীরা যখন ফিরবেন তখন তাদের ঠাণ্ডা পানীয়, চকোলেট ও লস্যি দেওয়া হবে।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, "আমরা আমাদের ভোটকর্মীদের সবদিক থেকে ভালো রাখার উপর পুরো নজর দিয়েছি।"

আর কিছুদিনের মধ্যেই রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টি বিধানসভা এলাকাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের। বাকি ২টি বিধানসভা এলাকা দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নির্বাচনের সময় বা তারপর ভোটকর্মীদের বিভিন্ন অসুবিধার কথা সামনে আসে। কখনও তারা নিজেদের বুথ খুঁজে পান না আবার কখনও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও গত লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তর দিনাজপুর জেলায় ভোটকর্মীদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ, ৩ এপ্রিল : এবার লোকসভা নির্বাচনে কোন ভোটকর্মীর ডিউটি কোন বিধানসভা এলাকায় পড়েছে তা চেনা যাবে তাঁর টুপির রং দিয়ে। এমনই অভিনব পদ্ধতিতে উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা এলাকার ভোটকর্মীদের ভাগ করে দিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ৯টি ভিন্ন রং চিহ্নিত করে কালার কোডিং পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়েছে তাদের। তবে শুধু ভিন্ন রঙের টুপি নয়, পাশাপাশি সংশ্লিষ্ট রঙের অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাবেন ওই ভোটকর্মীরা। ৯টি বিধানসভা এলাকার প্রায় দশ হাজার ভোটকর্মীরা এই সামগ্রী হাতে পাবেন।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনার দাবি, এই কালার কোডিং পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন ভোটকর্মীরা তাদের জন্য নির্দিষ্ট বুথ খুঁজে পেতে সুবিধা লাভ করবে তেমনই ভোটের কাজ শেষ হওয়ার পর কোন এলাকার ভোটকর্মীরা কখন এসে পৌঁছাচ্ছে বা তারা কী অবস্থায় রয়েছে ইত্যাদি সঠিকভাবে জানতে পারবে প্রশাসন। তিনি আরও জানান, এবছর ভোটকর্মীদের অন্যান্য সুযোগ সুবিধাও করে দিচ্ছে প্রশাসন। একদিকে যেমন তাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যার জন্য মেডিসিন কিট দেওয়া হচ্ছে তেমনই বেড রোল মশারিসহ মশা মারার ধুপ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হচ্ছে ভোটের আগের দিনের জন্য। এছাড়াও ভোটের কাজ শেষে ভোটকর্মীরা যখন ফিরবেন তখন তাদের ঠাণ্ডা পানীয়, চকোলেট ও লস্যি দেওয়া হবে।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, "আমরা আমাদের ভোটকর্মীদের সবদিক থেকে ভালো রাখার উপর পুরো নজর দিয়েছি।"

আর কিছুদিনের মধ্যেই রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টি বিধানসভা এলাকাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের। বাকি ২টি বিধানসভা এলাকা দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নির্বাচনের সময় বা তারপর ভোটকর্মীদের বিভিন্ন অসুবিধার কথা সামনে আসে। কখনও তারা নিজেদের বুথ খুঁজে পান না আবার কখনও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও গত লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তর দিনাজপুর জেলায় ভোটকর্মীদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Intro:রায়গঞ্জ,০১ এপ্রিল:- কোন ভোট কর্মীর ডিউটি কোন বিধানসভা এলাকায় পড়েছে তা চেনা যাবে তার টুপির রঙে। এমনই অভিনব পদ্ধতিতে উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা এলাকার ভোট কর্মীদের ভাগ করেছেন জেলাশাসক। 9 টি ভিন্ন রংঙ চিহ্নিত করে কালার কোডিং পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়েছে ভোট কর্মীদের। শুধুমাত্র টুপি নয় নয় বিভিন্ন রং এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন ওই ভোট কর্মীরা। তারা যেই বাসের মাধ্যমে নিজের নিজের বুথে যাবেন তার রঙ হবে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার জন্য চিহ্নিত করা রং। জেলা প্রশাসনের দাবি এই কালার কোডিং পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন ভোট কর্মীরা তাদের জন্য নির্দিষ্ট বুথ খুঁজে পেতে সুবিধে হবে ঠিক তেমনি কাজ শেষ হওয়ার পর কোন এলাকার ভোট কর্মীরা কখন এসে পৌঁছেছে এবং তারা কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে জানতে পারবে প্রশাসন।

আতিক 17 দিনের মাথায় রায়গঞ্জ দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর দিনাজপুর জেলার মোট নটি বিধানসভার মধ্যে সাতটি বিধানসভা এলাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের। বাকি দুটি বিধানসভা এলাকায় চোপড়া ইটাহার যথাক্রমে দার্জিলিং এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে রয়েছে। নির্বাচনের সময় বা তারপর ভোট কর্মীদের নানারকম অসুবিধের কথা মাঝেমধ্যেই সামনে আসে। কখনো নিজেদের বুথ খুঁজে পেতে সমস্যা কখনো আবার নানারকম কারণে তাদের সমস্যা সামনে নিয়ে আসেন ভোট কর্মীরা। তবে গত লোকসভা নির্বাচন থেকেই উত্তর দিনাজপুর জেলায় ভোট কর্মীদের সুবিধার জন্য নানা ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

উত্তর দিনাজপুর জেলা শাসকের দাবি এ বছরে ভোট কর্মীদের নানা ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে প্রশাসন। একদিকে যেমন তাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যার জন্য দেওয়া হচ্ছে মেডিসিন কিট ঠিক তেমনই বেড রোল মশারি সহ মশা মারা ধুপ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে ভোটের আগের দিনের জন্য। তার আরও দাবি অনেক সময় ভোট কর্মীরা তাদের নির্দিষ্ট বুধ খুঁজে পেতে সমস্যায় পড়েন এবং সেই কারণে দেরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সমস্ত সমস্যা এবং জটিলতাকে কাটাতেই এ বছরে 9 টি আলাদা আলাদা রঙে জেলার 9 টি বিধানসভা কে ভাগ করা হয়েছে। সেখানকার প্রায় দশ হাজার ভোট কর্মীরা ভিন্ন ভিন্ন রঙের সামগ্রী হাতে পাবেন। এছাড়াও ভোটের সমস্ত কাজ সম্পন্ন করার পর ভোট কর্মীরা যখন ফিরবেন তা দেখে ওয়েলকাম ড্রিংকস হিসেবে চকলেট এবং লস্যি দেওয়া হবে।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন আমরা আমাদের ভোট কর্মীদের সব দিক থেকে ভালো রাখার উপর পুরো নজর দিয়েছে। নিজেদের কেন্দ্র নিয়ে যেন কোন জটিলতার না শুরু হয় সেই কারণেই তাদেরকে আলাদা রং এর টুপি কীট ও অ্যাপোয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তারা যেসব বাসে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন তাতেও সংশ্লিষ্ট এলাকার জন্য চিহ্নিত রং দেওয়া থাকবে। তাদের হাইজিন কিট ওষুধ পত্র ও বেড রোল মশারি দেওয়া হবে। ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পর তারা যখন ফিরে আসবেন তাদেরকে ওয়েলকাম ড্রিংকস হিসেবে চকলেট হলেও প্রদান করা হবে।

বাইট-- অরবিন্দ কুমার মিনা জেলাশাসক উত্তর দিনাজপুর

তারক চক্রবর্তী রায়গঞ্জ।।


Body:fh


Conclusion:gf
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.