ইটাহার, 17 মে : তরুণীর মোবাইলে মিসড কল দেওয়ার অভিযোগে দুই যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তরুণীর পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালোমাটিয়া গ্রামে । গুরুতর জখম অবস্থায় আহত দুই যুবক এনদাদুল হক ও তাঁর দাদা রিন্টু আহমেদকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ এর পাশাপাশি তরুণীর বাবা রফিকুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত দুই যুবকের বাবা আবদুল তাহির ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালোমাটিয়া গ্রামের বাসিন্দা আবদুল তাহিরের ছেলে এনদাদুল হকের সাথে প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে প্রতিবেশী বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ের । শনিবার রাতে এনদাদুলের মোবাইল থেকে ওই তরুণীর মোবাইলে একটি মিসড কল যায় । এরপরই রবিবার দুপুরে তরুণীর বাবা রফিকুল ইসলাম তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে চড়াও হয় এনদাদুলের বাড়িতে ।
আহত যুবক এনদাদুলের অভিযোগ, সে ও তার ভাই রিন্টু আহমেদকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে তরুণীর পরিবার । এনদাদুল বলেন, ‘‘ভুল করে মিসড কল চলে গিয়েছিল এটা বলার পরেও অভিযুক্তরা আমাকে এবং দাদা রিন্টু আহমেদকে ব্যাপক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ।’’ তাঁদের চিৎকারে পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করেন ।
আরও পড়ুন : আর্থিক দুর্নীতি এবং জেলযাত্রা, মদন মিত্রের রাজনৈতিক জীবনে যেন সমার্থক !
তাঁদের বাবাকেও মারধর করে তরুণীর বাবা রফিকুল ও তাঁর সাঙ্গপাঙ্গরা বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান ৷ এরপরই রফিকুলদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামের ভাই আমিনুল ইসলামকে গ্রেফতার করে । রফিকুল ইসলাম সহ বাকিরা পলাতক ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।