ETV Bharat / state

লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থায় অভিযান পুলিশ ও পরিবহন বিভাগের - কোরোনা

অনেকেই লকডাউন অমান্য করে অযথা রাস্তায় বেরিয়ে পড়ছেন । এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরদার হচ্ছে । এই চিত্র ধরা পড়ছে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় । বেশকিছু মোটরবাইক, টোটো, অটো বাজেয়াপ্ত করা হয়েছে ।

police
পুলিশি অভিযান
author img

By

Published : Apr 23, 2020, 3:29 PM IST

রায়গঞ্জ, 23 এপ্রিল : লকডাউন অমান্য করার দৃশ্য এবার রায়গঞ্জে । লকডাউন অমান্য আটকাতে অভিযানে নামল রায়গঞ্জ জেলা পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা । আজ সকালে রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ ও টুঙ্গিদিঘি এলাকাগুলি থেকে মোটামুটি 50টির বেশি মোটরবাইক, বেশ কয়েকটি টোটো ও অটো বাজেয়াপ্ত করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । কিন্তু রাজ্যের একাধিক এলাকায় উলটো ছবি ধরা পড়ছে । অনেকেই লকডাউন অমান্য করে অযথা রাস্তায় বেরিয়ে পড়ছেন । এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরদার হচ্ছে । আজ সকালে 11টা30 নাগাদ একই চিত্র ধরা পড়ে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় । খবর পেয়ে অভিযানে নামেন রায়গঞ্জ জেলা পুলিশের DSP গোবিন্দ শিকদারসহ অন্য পুলিশ কর্মী ও পরিবহন বিভাগের কর্মীরা ।

পরিবহন বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আবদুল রোহানসহ অন্য পরিবহন কর্মীরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকাতে রাস্তায় যানবাহন নিয়ে বেরোনো মানুষদের গাড়ির কাগজপত্র দেখতে চান । বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসা করা হয় প্রত্যেককে । তাঁদের মধ্যে অনেকেই সন্তোষজনক উত্তর দিতে পারেননি । তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় । যাঁরা বাইরে বেরোনোর যথাযথ কারণ দেখিয়েছেন তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । একইভাবে রায়গঞ্জের বই দ্বারা এবং টুঙ্গিদিঘি এলাকাগুলিতে অভিযান চালান পুলিশকর্মী ও পরিবহন বিভাগের আধিকারিকরা । সব মিলিয়ে দুপুর পর্যন্ত প্রায় 50টি মোটরবাইক, বেশ কয়েকটি টোটো, অটো বাজেয়াপ্ত করা হয়েছে । আবদুল রোহান বলেন, "লকডাউনের সময় যাঁরা নির্দেশ অমান্য করে রাস্তায় বেরিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি । অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে ।"

রায়গঞ্জ, 23 এপ্রিল : লকডাউন অমান্য করার দৃশ্য এবার রায়গঞ্জে । লকডাউন অমান্য আটকাতে অভিযানে নামল রায়গঞ্জ জেলা পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা । আজ সকালে রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ ও টুঙ্গিদিঘি এলাকাগুলি থেকে মোটামুটি 50টির বেশি মোটরবাইক, বেশ কয়েকটি টোটো ও অটো বাজেয়াপ্ত করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । কিন্তু রাজ্যের একাধিক এলাকায় উলটো ছবি ধরা পড়ছে । অনেকেই লকডাউন অমান্য করে অযথা রাস্তায় বেরিয়ে পড়ছেন । এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরদার হচ্ছে । আজ সকালে 11টা30 নাগাদ একই চিত্র ধরা পড়ে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় । খবর পেয়ে অভিযানে নামেন রায়গঞ্জ জেলা পুলিশের DSP গোবিন্দ শিকদারসহ অন্য পুলিশ কর্মী ও পরিবহন বিভাগের কর্মীরা ।

পরিবহন বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আবদুল রোহানসহ অন্য পরিবহন কর্মীরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকাতে রাস্তায় যানবাহন নিয়ে বেরোনো মানুষদের গাড়ির কাগজপত্র দেখতে চান । বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসা করা হয় প্রত্যেককে । তাঁদের মধ্যে অনেকেই সন্তোষজনক উত্তর দিতে পারেননি । তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় । যাঁরা বাইরে বেরোনোর যথাযথ কারণ দেখিয়েছেন তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । একইভাবে রায়গঞ্জের বই দ্বারা এবং টুঙ্গিদিঘি এলাকাগুলিতে অভিযান চালান পুলিশকর্মী ও পরিবহন বিভাগের আধিকারিকরা । সব মিলিয়ে দুপুর পর্যন্ত প্রায় 50টি মোটরবাইক, বেশ কয়েকটি টোটো, অটো বাজেয়াপ্ত করা হয়েছে । আবদুল রোহান বলেন, "লকডাউনের সময় যাঁরা নির্দেশ অমান্য করে রাস্তায় বেরিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি । অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.