ETV Bharat / state

নেই "প্রিয়দা", বন্ধ পুজো ; ভারাক্রান্ত কালিয়াগঞ্জের দাশমুন্সি ভিলা - Priyaranjan dasmunshi puja

বন্ধ হয়ে গেছে দাশমুন্সি বাড়ির দুর্গোৎসব । পাড়া প্রতিবেশী থেকে দলের কর্মী সকলেই বেদনাহত । পুজোর কটা দিন তাঁরা পুরানো স্মৃতি আঁকড়ে হতাশ দৃষ্টিতে চেয়ে থাকেন শ্রীকলোনির দাশমুন্সি ভিলার দিকে।

nle
author img

By

Published : Oct 1, 2019, 11:18 PM IST

একটা সময় পুজোর চারটে দিন এই বাড়িটায় VVIP-রা আসতেন ৷ দুর্গাপুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের শ্রীকলোনির দাশমুন্সি বাড়িতে যেন চাঁদের হাট বসত । পুজো আসছে । কিন্তু এখন সেই বাড়ি নিস্তব্ধ । প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি আজ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে । বন্ধ হয়ে গেছে দাশমুন্সি বাড়ির দুর্গোৎসব । পাড়া প্রতিবেশী থেকে দলের কর্মী সকলেই বেদনাহত । পুজোর কটা দিন তাঁরা পুরানো স্মৃতি আঁকড়ে হতাশ দৃষ্টিতে চেয়ে থাকেন শ্রীকলোনির দাশমুন্সি ভিলার দিকে।

বাঙালি যখন মেতে উঠেছে শারদীয়া উৎসবের আনন্দে তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীকলোনি পাড়ায় মলিন স্মৃতি আর বিষাদের ছায়া । এই শ্রীকলোনি পাড়া পুজোর কটা দিন হয়ে উঠত VVIP এলাকা । শুধু শ্রীকলোনি পাড়াই নয়, সমগ্র কালিয়াগঞ্জবাসীর কাছে শ্রেষ্ঠ দুর্গোৎসব ছিল দাসমুন্সী বাড়ির দুর্গাপুজো । প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো মানেই এলাকাবাসীর কাছে মহোৎসব । দুস্থ থেকে সাধারন মানুষ, এলাকার ছোটো বড় নেতা নেত্রী থেকে VVIP সকলের প্রাণের পুজো প্রিয়দার বাড়ির দুর্গাপুজো । আজ সবই অতীত ।

2017 সাল 20 নভেম্বরে প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি । স্ত্রী প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ছেলে মিছিলের পড়াশুনা ও তাঁর নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিল্লিতেই ব্যস্ত থাকেন । এখন আর পুজো হয় না দাশমুন্সি বাড়িতে । তাই বিষাদের ছায়া শ্রীকলোনির বাতাসকে ভারী করে তুলেছে । পুজোর কটা দিন গমগম করা দাশমুন্সি বাড়ি আজ যেন শ্মশানের নিস্তব্ধতা । খাঁ খাঁ করছে দাশমুন্সি ভিলা । প্রিয়দা নেই ৷ তাঁর বসার চেয়ারে পড়েছে ধুলোর আস্তরণ । একজন কেয়ারটেকার বাড়ির দেখভাল করেন ৷

দেখুন প্রতিবেদন

দেবী দশভুজার পুরানো কাঠামো নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিশাল ঠাকুর দালান । পুজোর দিনে আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সাথে নিয়ে ধুনুচি হাতে আরতিও করতে দেখা গেছে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। নিয়ম করে প্রতি বছর মহালয়ার এলাকার দুস্থদের নিজে হাতে প্রিয়দা বস্ত্র বিতরণ করতেন । নবমীর দুপুরে দীপা দাশমুন্সি নিজে হাতে প্রসাদ বিতরণ করতেন ৷ সবই আজ অতীতের স্মৃতি ।

প্রয়াত নেতার একদা একনিষ্ঠ কর্মী কানাই জয়সোয়াল বলেন, প্রিয়বাবুর বাড়ির দুর্গাপুজোর বিশাল কর্মকাণ্ডের কথা। হাজার হাজার দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ থেকে শুরু করে দাশমুন্সি দম্পতির নিজে হাতে প্রসাদ দেওয়ার কথা । প্রিয়দার বাড়ির পুজো এখন শুধুই স্মৃতি । নেই রাজা, নেই তার রাজ্যপাট । দাশমুন্সি বাড়িতে এখন সারা বছরই দশমীর বিষাদের ছায়া ।

একটা সময় পুজোর চারটে দিন এই বাড়িটায় VVIP-রা আসতেন ৷ দুর্গাপুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের শ্রীকলোনির দাশমুন্সি বাড়িতে যেন চাঁদের হাট বসত । পুজো আসছে । কিন্তু এখন সেই বাড়ি নিস্তব্ধ । প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি আজ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে । বন্ধ হয়ে গেছে দাশমুন্সি বাড়ির দুর্গোৎসব । পাড়া প্রতিবেশী থেকে দলের কর্মী সকলেই বেদনাহত । পুজোর কটা দিন তাঁরা পুরানো স্মৃতি আঁকড়ে হতাশ দৃষ্টিতে চেয়ে থাকেন শ্রীকলোনির দাশমুন্সি ভিলার দিকে।

বাঙালি যখন মেতে উঠেছে শারদীয়া উৎসবের আনন্দে তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীকলোনি পাড়ায় মলিন স্মৃতি আর বিষাদের ছায়া । এই শ্রীকলোনি পাড়া পুজোর কটা দিন হয়ে উঠত VVIP এলাকা । শুধু শ্রীকলোনি পাড়াই নয়, সমগ্র কালিয়াগঞ্জবাসীর কাছে শ্রেষ্ঠ দুর্গোৎসব ছিল দাসমুন্সী বাড়ির দুর্গাপুজো । প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো মানেই এলাকাবাসীর কাছে মহোৎসব । দুস্থ থেকে সাধারন মানুষ, এলাকার ছোটো বড় নেতা নেত্রী থেকে VVIP সকলের প্রাণের পুজো প্রিয়দার বাড়ির দুর্গাপুজো । আজ সবই অতীত ।

2017 সাল 20 নভেম্বরে প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি । স্ত্রী প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ছেলে মিছিলের পড়াশুনা ও তাঁর নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিল্লিতেই ব্যস্ত থাকেন । এখন আর পুজো হয় না দাশমুন্সি বাড়িতে । তাই বিষাদের ছায়া শ্রীকলোনির বাতাসকে ভারী করে তুলেছে । পুজোর কটা দিন গমগম করা দাশমুন্সি বাড়ি আজ যেন শ্মশানের নিস্তব্ধতা । খাঁ খাঁ করছে দাশমুন্সি ভিলা । প্রিয়দা নেই ৷ তাঁর বসার চেয়ারে পড়েছে ধুলোর আস্তরণ । একজন কেয়ারটেকার বাড়ির দেখভাল করেন ৷

দেখুন প্রতিবেদন

দেবী দশভুজার পুরানো কাঠামো নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিশাল ঠাকুর দালান । পুজোর দিনে আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সাথে নিয়ে ধুনুচি হাতে আরতিও করতে দেখা গেছে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। নিয়ম করে প্রতি বছর মহালয়ার এলাকার দুস্থদের নিজে হাতে প্রিয়দা বস্ত্র বিতরণ করতেন । নবমীর দুপুরে দীপা দাশমুন্সি নিজে হাতে প্রসাদ বিতরণ করতেন ৷ সবই আজ অতীতের স্মৃতি ।

প্রয়াত নেতার একদা একনিষ্ঠ কর্মী কানাই জয়সোয়াল বলেন, প্রিয়বাবুর বাড়ির দুর্গাপুজোর বিশাল কর্মকাণ্ডের কথা। হাজার হাজার দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ থেকে শুরু করে দাশমুন্সি দম্পতির নিজে হাতে প্রসাদ দেওয়ার কথা । প্রিয়দার বাড়ির পুজো এখন শুধুই স্মৃতি । নেই রাজা, নেই তার রাজ্যপাট । দাশমুন্সি বাড়িতে এখন সারা বছরই দশমীর বিষাদের ছায়া ।

Intro:রায়গঞ্জ, ২৭ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: একটা সময় পুজোর চারটে দিন এই বাড়িটাতে থাকত দেশ ও রাজ্যের ভি ভি আই পি' দের আনাগোনা, সেলিব্রিটিদের ভীড়। যেন চাঁদের হাট বসত দূর্গাপুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের শ্রীকলোনীর দাসমুন্সী বাড়িতে। আজ সেই বাড়িটাতেই যেন শ্মশ্মানের নিস্তব্ধতা। খাঁ খাঁ করছে ঠাকুর দালান, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর বাড়ি আজ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। বন্ধ হয়ে গিয়েছে দাসমুন্সী বাড়ির দুর্গোৎসব । পাড়া প্রতিবেশী থেকে দলের কর্মীরা সকলেই বেদনাহত। পুরোনো স্মৃতি আঁকড়ে হতাশ দৃষ্টিতে চেয়ে থাকেন শ্রীকলোনীর দাসমুন্সী হাউজের দিকে।

বাংলা তথা গোটা দেশের বাঙালীরা যখন মেতে উঠেছেন শারদীয়া উৎসবের আনন্দে তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীকলোনী পাড়ায় পুজো মানেই মলিন স্মৃতি আর বিষাদের ছায়া। এই শ্রীকলোনী পাড়া পুজোর সাতটি দিন হয়ে উঠত ভিভিআইপি এলাকা। শুধু শ্রীকলোনী পাড়াই নয়, সমগ্র কালিয়াগঞ্জবাসীর কাছে শ্রেষ্ঠ দূর্গোৎসব ছিল দাসমুন্সী বাড়ির দূর্গাপুজো। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর বাড়ির দূর্গাপুজো মানেই এলাকাবাসীর কাছে মহোৎসব। গরীব দুস্থ থেকে সাধারন মানুষ, এলাকার ছোটবড় নেতা নেত্রী থেকে ভিভিআইপি সকলের কাছে প্রানের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দূর্গাপুজো। আজ সেসবই স্মৃতি। ২০১৭ সাল ২০ শে নভেম্বর এল দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের সর্বভারতীয় ডাকসাইটে নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী। স্ত্রী প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সী ছেলে মিছিলের পড়াশুনা ও তার নিজের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে দিল্লীতেই ব্যাস্ত থাকেন। আজ আর পুজো হয়না কালিয়াগঞ্জের শ্রীকলোনীর দাসমুন্সী বাড়িতে। বিষাদের ছায়া এলাকার বাতাসকে ভারী করে তুলেছে।

পুজোর কটা দিন গমগম করা দাসমুন্সী বাড়ি আজ যেন শ্মশানের নিস্তব্ধতা। খাঁ খাঁ করছে দাসমুন্সী ভিলা। মালিক নেই তাই তার বসার চেয়ারে পরেছে ধূলোর আস্তরন। একজন মাত্র কেয়ারটেকার বাড়ির দেখভাল ও পাহারা দেওয়ার কাজে যুক্ত আছেন। দেবী দশভূজার পুরানো কাঠাম নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে বিশাল ঠাকুর দালান। একসময় পুজোর দিনে আলোয় ভরা পুজো মন্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সাথে নিয়ে ধুনুচি হাতে আরতীও করতে দেখা গিয়েছে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীকে। নিয়ম করে প্রতি বছর মহালয়ার পুন্যলগ্নে এলাকার দুস্থ ও গরীব মানুষদের নিজে হাতে প্রিয়দা করতেন বস্ত্র বিতরণ। নবমীর দুপুরে স্ত্রী দীপা দাসমুন্সীর নিজে হাতে প্রসাদ বিতরণ এসব আজ অতীতের স্মৃতি।
প্রয়াত নেতার একদা একনিষ্ঠ কর্মী জয়শোয়াল জানালেন প্রিয়বাবুর বাড়ির দূর্গাপুজোর বিশাল কর্মকান্ডের কথা। হাজার হাজার দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ থেকে শুরু করে প্রিয় দম্পতীর নিজে হাতে প্রসাদ দেওয়ার কথা। প্রিয়দার বাড়ির পুজো এখন শুধুই স্মৃতি। নেই রাজা, নেই তার রাজ্যপাট। দাসমুন্সী বাড়ি এখন সারাটা বছরই দশমীর বিষাদের ছায়া। এমনকি দাসমুন্সী বাড়িতে তার ছবিতে মালা দেওয়ারও একটি মানুষও নেই। আর দূর্গাপুজো সে তো থেকে গিয়েছে এলাকার মানুষের স্মৃতির অতল গহ্বরে।

বাইট ১) জগন্নাথ সরকার ( কেয়ারটেকার, দাসমুন্সী বাড়ি)
২) কানাই জয়শোয়াল ( প্রতিবেশী )Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.