ETV Bharat / state

Panchayat Elections 2023: গ্রাম বাংলার ভোটের মিষ্টিতে 'বেরং' রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন ! - গণতান্ত্রিক অধিকার প্রয়োগ

রাত পোহালেই নির্বাচন ৷ তারপরেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পঞ্চায়েত প্রধান নির্ধারণ করবেন এলাকাবাসী ৷ তাই শুভ সূচনার আগে একটুু মিষ্টি মুখ হলে তো ভালোই হয় ৷ তা রাজনৈতিক দলের চিহ্ন আঁকা হলেও ক্ষতি নেই ৷ মিষ্টি তো মিষ্টি হয় ৷

Etv Bharat
'রঙ-হীন' রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন
author img

By

Published : Jul 7, 2023, 9:01 PM IST

গ্রাম বাংলার ভোটের মিষ্টি

রায়গঞ্জ, 7 জুলাই: আর কয়েকঘণ্টা বাদেই ভোটবাক্সে নিজেদের মত প্রদান করবে গ্রাম বাংলার মানুষ ৷ কিন্তু ব্যালটে ছাপ মারার আগেই ফিকে হয়ে গেল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বাম-বিজেপি সব রাজনৈতিকদলেরই প্রতীক ৷ চিহ্ন দেখা বোঝার উপায় নেই আদৌ ভোটের উত্তাপে জর্জরিত রাজ্যের একাধিক জেলা ৷ রক্তক্ষরণের মধ্য়েই কার্যত 'রক্তশূন্য' বা বলা ভালো 'বেরং' প্রায় সব রাজনৈতিক দলেরই প্রতীক ৷ অবাক হচ্ছেন ? না, দলের পোস্টার-ব্যানার বা পতাকায় নয়, এই রংশূন্য অবস্থা গ্রাম বাংলার ভোটের মিষ্টিতে ৷

ব্যালট বাক্সে ভোটাররা ভোট দেবেন শনিবার ৷ গ্রামীণ ভোট গ্রহণের আগেই খদ্দেরদের ভোট নিতে শুরু করেছেন কালিয়াগঞ্জের মিষ্টি বিক্রেতা ৷ তাঁর দোকানে তৈরি হয়েছে তৃণমূলের ঘাসফুল, কংগ্রেসের হাত, সিপিএমের কাস্তে হাতুড়ি, এমনকী বিজেপির পদ্মও আঁকা সন্দেশ ৷ আর যেহেতু এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার সামাজিক মাধ্যম, তাই সেগুলিও দূরে সরিয়ে রাখেননি এই মিষ্টি বিক্রেতা ৷ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া মিষ্টিও রয়েছে তাঁর দোকানে ৷ দোকানদারের এই উদ্ভাবনী কর্মকাণ্ডে খুশি কালিয়াগঞ্জবাসী ৷

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পৌরসভার 6নম্বর ওয়ার্ডের কালিয়াগঞ্জ-রায়গঞ্জ রাজ্য সড়কের ধারেই রয়েছে রাজীব ঘোষের মিষ্টির দোকান ৷ প্রচারে অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তাঁর দোকানের মিষ্টি খেয়ে বেশ সুনাম করেছেন ৷ প্রচারের জন্য সোশাল মিডিয়াকে হাতিয়ার করেছেন রাজীববাবু । তার দোকানের রকমারি মিষ্টির সম্ভার জনগণের নজরে আনতে প্রচারে কোনও খামতি রাখেননি এই ব্য়বসায়ী ।

নিশ্চয় ভাবছেন রাজনৈতিক চিহ্ন আঁকা এই মিষ্টির দাম অনেক হবে ৷ কিন্তু সেই ধারণা ঠিক নয় ৷ মাত্র 10 টাকাতেই খেতে পারবেন এই মিষ্টি ৷ পাশাপাশি রসগোল্লা, গোলাম জামুন, কিংবা কালো জামও পেয়ে যাবেন এই দোকানেই ৷ নতুন ধরনের এই মিষ্টি যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সাড়া ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ নতুন এই মিষ্টির কথা বলতে গিয়েই দোকানের মালিক রাজীব ঘোষ বলেন, "আমি 18-19 বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছি । একদিন পরেই পঞ্চায়েত ভোট ৷ তাই এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকী চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে । তার সঙ্গে ফেসবুক ও হোয়াটস অ্যাপের চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে ।"

আরও পড়ুন: আগে সুষ্ঠু ভোট পরে মিষ্টি, তৃণমূল প্রার্থীর সৌজন্যে 'না' বিজেপি প্রার্থীর

তিনি আরও জানান, ভোটের সময় তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ও সিপিএম সব দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশের চাহিদাটা বেশি । অন্য সময়ে বিভিন্ন উৎসবে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় । এখন পঞ্চায়েত ভোট তাই মানুষদের আকৃষ্ট করার জন্য এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে ৷ অন্যদিকে দোকানে মিষ্টি নিতে আসা সঞ্জীব ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছেন, এই দোকানে এসেছি মিষ্টি নিতে এসে দেখি বিভিন্ন রাজনৈতিক দলের চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করেছে। ভালো লাগল, তাই সব দলেরই মিষ্টি নিলাম।

গ্রাম বাংলার ভোটের মিষ্টি

রায়গঞ্জ, 7 জুলাই: আর কয়েকঘণ্টা বাদেই ভোটবাক্সে নিজেদের মত প্রদান করবে গ্রাম বাংলার মানুষ ৷ কিন্তু ব্যালটে ছাপ মারার আগেই ফিকে হয়ে গেল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বাম-বিজেপি সব রাজনৈতিকদলেরই প্রতীক ৷ চিহ্ন দেখা বোঝার উপায় নেই আদৌ ভোটের উত্তাপে জর্জরিত রাজ্যের একাধিক জেলা ৷ রক্তক্ষরণের মধ্য়েই কার্যত 'রক্তশূন্য' বা বলা ভালো 'বেরং' প্রায় সব রাজনৈতিক দলেরই প্রতীক ৷ অবাক হচ্ছেন ? না, দলের পোস্টার-ব্যানার বা পতাকায় নয়, এই রংশূন্য অবস্থা গ্রাম বাংলার ভোটের মিষ্টিতে ৷

ব্যালট বাক্সে ভোটাররা ভোট দেবেন শনিবার ৷ গ্রামীণ ভোট গ্রহণের আগেই খদ্দেরদের ভোট নিতে শুরু করেছেন কালিয়াগঞ্জের মিষ্টি বিক্রেতা ৷ তাঁর দোকানে তৈরি হয়েছে তৃণমূলের ঘাসফুল, কংগ্রেসের হাত, সিপিএমের কাস্তে হাতুড়ি, এমনকী বিজেপির পদ্মও আঁকা সন্দেশ ৷ আর যেহেতু এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার সামাজিক মাধ্যম, তাই সেগুলিও দূরে সরিয়ে রাখেননি এই মিষ্টি বিক্রেতা ৷ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া মিষ্টিও রয়েছে তাঁর দোকানে ৷ দোকানদারের এই উদ্ভাবনী কর্মকাণ্ডে খুশি কালিয়াগঞ্জবাসী ৷

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পৌরসভার 6নম্বর ওয়ার্ডের কালিয়াগঞ্জ-রায়গঞ্জ রাজ্য সড়কের ধারেই রয়েছে রাজীব ঘোষের মিষ্টির দোকান ৷ প্রচারে অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তাঁর দোকানের মিষ্টি খেয়ে বেশ সুনাম করেছেন ৷ প্রচারের জন্য সোশাল মিডিয়াকে হাতিয়ার করেছেন রাজীববাবু । তার দোকানের রকমারি মিষ্টির সম্ভার জনগণের নজরে আনতে প্রচারে কোনও খামতি রাখেননি এই ব্য়বসায়ী ।

নিশ্চয় ভাবছেন রাজনৈতিক চিহ্ন আঁকা এই মিষ্টির দাম অনেক হবে ৷ কিন্তু সেই ধারণা ঠিক নয় ৷ মাত্র 10 টাকাতেই খেতে পারবেন এই মিষ্টি ৷ পাশাপাশি রসগোল্লা, গোলাম জামুন, কিংবা কালো জামও পেয়ে যাবেন এই দোকানেই ৷ নতুন ধরনের এই মিষ্টি যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সাড়া ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ নতুন এই মিষ্টির কথা বলতে গিয়েই দোকানের মালিক রাজীব ঘোষ বলেন, "আমি 18-19 বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছি । একদিন পরেই পঞ্চায়েত ভোট ৷ তাই এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকী চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে । তার সঙ্গে ফেসবুক ও হোয়াটস অ্যাপের চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে ।"

আরও পড়ুন: আগে সুষ্ঠু ভোট পরে মিষ্টি, তৃণমূল প্রার্থীর সৌজন্যে 'না' বিজেপি প্রার্থীর

তিনি আরও জানান, ভোটের সময় তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ও সিপিএম সব দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশের চাহিদাটা বেশি । অন্য সময়ে বিভিন্ন উৎসবে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় । এখন পঞ্চায়েত ভোট তাই মানুষদের আকৃষ্ট করার জন্য এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে ৷ অন্যদিকে দোকানে মিষ্টি নিতে আসা সঞ্জীব ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছেন, এই দোকানে এসেছি মিষ্টি নিতে এসে দেখি বিভিন্ন রাজনৈতিক দলের চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করেছে। ভালো লাগল, তাই সব দলেরই মিষ্টি নিলাম।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.