ETV Bharat / state

উত্তরপ্রদেশে হেনস্থা কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রমের মহারাজকে - harrassment in Uttarpradesh

উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে হেনস্থার শিকার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ।

জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ
author img

By

Published : Jul 12, 2019, 2:58 PM IST

Updated : Jul 12, 2019, 3:31 PM IST

কালিয়াগঞ্জ, 12 জুলাই : অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন । ফেরার পথে উত্তরপ্রদেশে হেনস্থার শিকার ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ । তাঁর সঙ্গে ছিলেন আরও ন'জন । অভিযোগ, ট্রেনে রিসার্ভেশন করা সিট নিয়ে বচসার জেরে "এটা বাংলা নয়, উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছ তোমরা" এই বলে হুমকি দেন রেলের এক শীর্ষ আধিকারিক ও তাঁর স্ত্রী । পরে ট্রেনটি লখনউ এলে তাঁদের ট্রেন থেকে নামিয়েও দেওয়া হয়, বলেও অভিযোগ ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ দাবি, তিনি এবং তাঁর ন'জন সঙ্গী অমরনাথ থেকে ফিরছিলেন হামসফর এক্সপ্রেসে । উত্তরপ্রদেশে ঢুকতেই তাঁদের আসন দুই মহিলা দখল করেন । তারপর শুরু হয় হুমকি । লখনউ পৌঁছাতেই রেলপুলিশ দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মহারাজ সহ বাকি ন'জনকে । চলে মারধরও ।

শুনুন কী বললেন মহারাজ

উৎপল মহারাজ বলেন, "আমাদের সঙ্গে 10 তারিখ রাতে এই ঘটনাটি ঘটেছে । আমরা টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছি । লিখিত অভিযোগ জমা দিয়েছি শিয়ালদায়। " কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন, "আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি । "

কালিয়াগঞ্জ, 12 জুলাই : অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন । ফেরার পথে উত্তরপ্রদেশে হেনস্থার শিকার ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ । তাঁর সঙ্গে ছিলেন আরও ন'জন । অভিযোগ, ট্রেনে রিসার্ভেশন করা সিট নিয়ে বচসার জেরে "এটা বাংলা নয়, উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছ তোমরা" এই বলে হুমকি দেন রেলের এক শীর্ষ আধিকারিক ও তাঁর স্ত্রী । পরে ট্রেনটি লখনউ এলে তাঁদের ট্রেন থেকে নামিয়েও দেওয়া হয়, বলেও অভিযোগ ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ দাবি, তিনি এবং তাঁর ন'জন সঙ্গী অমরনাথ থেকে ফিরছিলেন হামসফর এক্সপ্রেসে । উত্তরপ্রদেশে ঢুকতেই তাঁদের আসন দুই মহিলা দখল করেন । তারপর শুরু হয় হুমকি । লখনউ পৌঁছাতেই রেলপুলিশ দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মহারাজ সহ বাকি ন'জনকে । চলে মারধরও ।

শুনুন কী বললেন মহারাজ

উৎপল মহারাজ বলেন, "আমাদের সঙ্গে 10 তারিখ রাতে এই ঘটনাটি ঘটেছে । আমরা টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছি । লিখিত অভিযোগ জমা দিয়েছি শিয়ালদায়। " কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন, "আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি । "

Intro:কালিয়াগঞ্জ, ১২জুলাইঃ- "এটা বাংলা নয়, উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছ তোমরা"- কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রমের এক মহারাজসহ নয়জন ঠিক এইসুরেই হুমকী দেওয়ার অভিযোগ উঠল।অমরনাথ থেকে তীর্থ করে উত্তর প্রদেশের উপর দিয়ে বাংলায় ফেরার সময়ে জনৈক রেলের শীর্ষ আধিকারিকের স্ত্রী ও তার সঙ্গী তাদের এমন হুমকী দিয়েছেন বলেই অভিযোগ ওই মহারাজের।তবে শুধু হুমকী নয় লক্ষ্ণৌ পৌছানোর পর তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে।সমগ্র ঘটনাটি বিস্তারিত জানিয়ে ওই মহারাজ একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন।মূহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।মহারাজের আক্ষেপ,ভারতবর্ষে এই ধরণের কোন ঘটনার সাক্ষী হতে হবে তা স্বপ্নেও ভাবিনি।

ভিডিওতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ দাবি করেছেন তিনি আর তার নয় সঙ্গী তীর্থযাত্রী অমরনাথ থেকে ফিরছিলেন।হামসফর এক্সপ্রেসে তারা যাত্রা করছিলেন।উত্তর দিনাজপুর ঢুকতেই তাদের রিজার্ভেশন করা সিটে দুই মহিলা কব্জা করেন।বিকেলের দিকে স্বামীজি ও তার সঙ্গীরা ওই সিটে বিশ্রাম করতে চাইলে সেখানে বসে থাকা মহিলারা তা ছাড়তে অস্বীকার করেন।উপরন্ত তাদের নানাভাবে শাসানীর সুরে হুমকি দিতে থাকেন।এটা বাংলা নয় উত্তর প্রদেশ,তাদের মধ্যে এক মহিলার দাবি ছিল তার স্বামী রেলের বড় আধিকারিক তাই তাদের দেখে নেওয়া হবে।শুধুমাত্র হুমকি দিয়েই ক্ষান্ত হননি তারা।লক্ষ্ণৌ পৌছাতেই রেলপুলিশ দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ওই তীর্থযাত্রীদের।এমনকি সঙ্গে থাকা পুরুষ সঙ্গীদের মারধর করা হয়।রেয়াত করা হয়নি মহিলাদেরকেও বলেই ভিডিওতে অভিযোগ করেছেন ওই স্বামীজি। পুরো ঘটনায় তিনি মর্মাহত বলেও দাবি করেছেন ভিডিওতে।

এদিন টেলিফোনে স্বামীজীকে ঘটনার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন,আমাদের সঙ্গে গত ১০ তারিখ রাতে এই ঘটনাটি ঘটেছে।আমরা বিষয়টি টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীকে অভিযোগ জানিয়েছি।এছাড়াও ঘটনাটির লিখিত অভিযোগ শিয়ালদহ রেলপুলিশে করেছি।তবে আমি এবং আমার সঙ্গীরা মর্মাহত।

এদিন এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পালকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,হ্যা ওই মহারাজ আমাদের এখানকার ভারত সেবাশ্রমের স্বামীজী। তাকে আমরা চিনি।তিনি অত্যন্ত ভালো মানুষ। তারসঙ্গে কথা বলার পর আমরা জানতে পেরেছি এমন একটি ঘটনা তার সঙ্গে ঘটেছিল।আমরাও এই ঘটনায় সত্যিই দুঃখিত। আমরা স্বামীজির পাশে আছি।এছাড়া স্বামীজির মতো মানুষকে এমন হেনস্তা হতে হয়েছে তা শুনে সত্যিই খারাপ লাগছে।

ফোন ইন-- স্বামীজী,, কার্তিক পাল।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।।Body:আহConclusion:আন
Last Updated : Jul 12, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.