কালিয়াগঞ্জ, 12 জুলাই : অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন । ফেরার পথে উত্তরপ্রদেশে হেনস্থার শিকার ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ । তাঁর সঙ্গে ছিলেন আরও ন'জন । অভিযোগ, ট্রেনে রিসার্ভেশন করা সিট নিয়ে বচসার জেরে "এটা বাংলা নয়, উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছ তোমরা" এই বলে হুমকি দেন রেলের এক শীর্ষ আধিকারিক ও তাঁর স্ত্রী । পরে ট্রেনটি লখনউ এলে তাঁদের ট্রেন থেকে নামিয়েও দেওয়া হয়, বলেও অভিযোগ ।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ দাবি, তিনি এবং তাঁর ন'জন সঙ্গী অমরনাথ থেকে ফিরছিলেন হামসফর এক্সপ্রেসে । উত্তরপ্রদেশে ঢুকতেই তাঁদের আসন দুই মহিলা দখল করেন । তারপর শুরু হয় হুমকি । লখনউ পৌঁছাতেই রেলপুলিশ দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মহারাজ সহ বাকি ন'জনকে । চলে মারধরও ।
উৎপল মহারাজ বলেন, "আমাদের সঙ্গে 10 তারিখ রাতে এই ঘটনাটি ঘটেছে । আমরা টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছি । লিখিত অভিযোগ জমা দিয়েছি শিয়ালদায়। " কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন, "আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি । "