ETV Bharat / state

Sukanta Majumdar: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত যুবকের বাড়ি সুকান্ত, করলেন সিবিআই তদন্তের দাবি

শনিবার কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । কদিন আগে এখানে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয় ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার ৷

Etv Bharat
কালিয়াগঞ্জে সুকান্ত মজুমদার
author img

By

Published : May 13, 2023, 10:37 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

রায়গঞ্জ, 13 মে: প্রায় 15 দিন পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শনিবার তিনি সেখানে যান ৷ মৃতের পরিবারের সঙ্গে তিনিও একমত যে, ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে গেলেই প্রকৃত তথ্য জানা যাবে ৷

এদিন রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, মৃত্যুঞ্জয়কে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ এদিন ঘরছাড়া মৃত্যুঞ্জয়ের বাবাকে নিয়ে গ্রামে আসেন সুকান্ত মজুমদার । মৃত মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন জানান, প্রাণ ভয়ে তাঁর বাড়ি ছেড়ে পালিয়েছেন ৷ তাকিয়ে আছেন আদালতের নির্দেশের দিকে ৷ তাঁর আসা শীঘ্রই হয়তো গ্রামে ফিরতে পারবেন ৷

উল্লেখ্য, গত মাসে কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ পুলিশের উপর হামলা এবং থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ ঘটনায় পুলিশ বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে গ্রেফতার কর‍তে গিয়েছিল । অভিযোগ, পুলিশ বিষ্ণু বর্মনকে না পেয়ে তাঁর বাবা এবং জামাইকে আটক করে থানায় নিয়ে যেতে চায় ৷ তখন অন্যান্য গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ৷ অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীর গুলিতেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয় ।

এই ঘটনা কালিয়াগঞ্জের ঘটনাক্রমে নয়া মাত্রা যোগ করে ৷ রাজ্য সরকারের তরফে এই ঘটনার তদন্তভার সিআইডি'র হাতে তুলে দেওয়া হয় ৷ কিন্তু সিআইডি তদন্তের উপর ভরসা রাখতে পারছে না মৃতের পরিবার ৷ তাদের পক্ষ থেকে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলা দায়ের হয়েছে । এই ঘটনার পর থেকে মৃত মৃত্যুঞ্জয়ের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । এই আতঙ্কে পরিবারের সদস্যরা বর্তমানে গ্রামছাড়া হয়ে আছেন ।

আরও পড়ুন: 'নিয়োগ ইন্টারভিউতে ভিডিয়ো' নিয়ে শাসকদলকে কটাক্ষ সেলিমের

ঘটনার প্রায় 15 দিন পর মৃত্যঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সুকান্ত মজুমদার শনিবার মৃত মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মনকে সঙ্গে নিয়ে গ্রামে যান । তাঁর সঙ্গে যান বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার ৷ মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুলিশ মৃত্যুঞ্জয়কে টার্গেট করেই খুন করেছে । তিনি মৃত্যুঞ্জয়ের বাবাকে গ্রামে রেখে গেলেন । যদি মৃত্যুঞ্জয়ের বাবার উপর কোনওরকম হামলার ঘটনা ঘটে তবে তার দায় জেলা প্রশাসনকে নিতে হবে ৷

সুকান্ত মজুমদারের বক্তব্য

রায়গঞ্জ, 13 মে: প্রায় 15 দিন পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শনিবার তিনি সেখানে যান ৷ মৃতের পরিবারের সঙ্গে তিনিও একমত যে, ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে গেলেই প্রকৃত তথ্য জানা যাবে ৷

এদিন রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, মৃত্যুঞ্জয়কে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ এদিন ঘরছাড়া মৃত্যুঞ্জয়ের বাবাকে নিয়ে গ্রামে আসেন সুকান্ত মজুমদার । মৃত মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন জানান, প্রাণ ভয়ে তাঁর বাড়ি ছেড়ে পালিয়েছেন ৷ তাকিয়ে আছেন আদালতের নির্দেশের দিকে ৷ তাঁর আসা শীঘ্রই হয়তো গ্রামে ফিরতে পারবেন ৷

উল্লেখ্য, গত মাসে কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ পুলিশের উপর হামলা এবং থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ ঘটনায় পুলিশ বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে গ্রেফতার কর‍তে গিয়েছিল । অভিযোগ, পুলিশ বিষ্ণু বর্মনকে না পেয়ে তাঁর বাবা এবং জামাইকে আটক করে থানায় নিয়ে যেতে চায় ৷ তখন অন্যান্য গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ৷ অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীর গুলিতেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয় ।

এই ঘটনা কালিয়াগঞ্জের ঘটনাক্রমে নয়া মাত্রা যোগ করে ৷ রাজ্য সরকারের তরফে এই ঘটনার তদন্তভার সিআইডি'র হাতে তুলে দেওয়া হয় ৷ কিন্তু সিআইডি তদন্তের উপর ভরসা রাখতে পারছে না মৃতের পরিবার ৷ তাদের পক্ষ থেকে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলা দায়ের হয়েছে । এই ঘটনার পর থেকে মৃত মৃত্যুঞ্জয়ের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । এই আতঙ্কে পরিবারের সদস্যরা বর্তমানে গ্রামছাড়া হয়ে আছেন ।

আরও পড়ুন: 'নিয়োগ ইন্টারভিউতে ভিডিয়ো' নিয়ে শাসকদলকে কটাক্ষ সেলিমের

ঘটনার প্রায় 15 দিন পর মৃত্যঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সুকান্ত মজুমদার শনিবার মৃত মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মনকে সঙ্গে নিয়ে গ্রামে যান । তাঁর সঙ্গে যান বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার ৷ মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুলিশ মৃত্যুঞ্জয়কে টার্গেট করেই খুন করেছে । তিনি মৃত্যুঞ্জয়ের বাবাকে গ্রামে রেখে গেলেন । যদি মৃত্যুঞ্জয়ের বাবার উপর কোনওরকম হামলার ঘটনা ঘটে তবে তার দায় জেলা প্রশাসনকে নিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.