ETV Bharat / state

প্রেমিকের মোবাইল ফোন বন্ধ, অভিমানে আত্মঘাতী কিশোরী - today news on class ten student suicide at Raigunj

প্রেমিকের সঙ্গে ঝগড়া ৷ পরিবারের অভিযোগ, প্রেমিক মোবাইল ফোন বন্ধ করে রাখায় অভিমানে আত্মঘাতী কিশোরী ৷ রায়গঞ্জের মারাইকুড়া গ্রামের ঘটনা ৷

suicidal death at Raigunj
আত্মঘাতী কিশোরী
author img

By

Published : Dec 3, 2019, 10:33 PM IST

রায়গঞ্জ, 3 ডিসেম্বর : প্রেমিক ঝগড়া করে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে ৷ আর তাতেই অভিমানে আত্মঘাতী কিশোরী ৷ পরিবারের অভিযোগ এমনই ৷ রায়গঞ্জের মারাইকুড়া গ্রামের ঘটনা ৷

মৃত কিশোরীর নাম রিশিকা সাহা (16) । মারাইকুড়া ইন্দ্রমোহন হাইস্কুলের ক্লাস টেনে পড়ত । রিশিকার দাদু জীবন চন্দ সাহা বলেন, রিশিকার মা সকালে কাজে গেছিলেন ৷ তিনি বাজার গেছিলেন ৷ রিশিকা তাঁকে বলেছিল বাজার করে আনতে ৷ বাজার করে বাড়িতে ফিরে রিশিকাকে ঝুলন্ত অবস্থায় দেখেন ৷ স্কুল ইউনিফর্মের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল সে ৷ তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে ৷ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

জীবনবাবু আরও জানান, তাঁর নাতনির সঙ্গে এক যুবকের পরিচয় ছিল ৷ পরিবারের বক্তব্য, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ সেই যুবকের সঙ্গে সোমবার রাতে ফোনে রিশিকার ঝগড়া হয়েছিল ৷ পরদিন ওই যুবকের ফোন বন্ধ ছিল ৷ পরিবারের অভিযোগ, সে কারণেই হয়ত মানসিক অবসাদের জন্যই সে আত্মঘাতী হয়েছে ৷

তবে ঠিক কী কারণে আত্মঘাতী ওই কিশোরী তা খতিয়ে দেখা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 3 ডিসেম্বর : প্রেমিক ঝগড়া করে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে ৷ আর তাতেই অভিমানে আত্মঘাতী কিশোরী ৷ পরিবারের অভিযোগ এমনই ৷ রায়গঞ্জের মারাইকুড়া গ্রামের ঘটনা ৷

মৃত কিশোরীর নাম রিশিকা সাহা (16) । মারাইকুড়া ইন্দ্রমোহন হাইস্কুলের ক্লাস টেনে পড়ত । রিশিকার দাদু জীবন চন্দ সাহা বলেন, রিশিকার মা সকালে কাজে গেছিলেন ৷ তিনি বাজার গেছিলেন ৷ রিশিকা তাঁকে বলেছিল বাজার করে আনতে ৷ বাজার করে বাড়িতে ফিরে রিশিকাকে ঝুলন্ত অবস্থায় দেখেন ৷ স্কুল ইউনিফর্মের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল সে ৷ তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে ৷ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

জীবনবাবু আরও জানান, তাঁর নাতনির সঙ্গে এক যুবকের পরিচয় ছিল ৷ পরিবারের বক্তব্য, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ সেই যুবকের সঙ্গে সোমবার রাতে ফোনে রিশিকার ঝগড়া হয়েছিল ৷ পরদিন ওই যুবকের ফোন বন্ধ ছিল ৷ পরিবারের অভিযোগ, সে কারণেই হয়ত মানসিক অবসাদের জন্যই সে আত্মঘাতী হয়েছে ৷

তবে ঠিক কী কারণে আত্মঘাতী ওই কিশোরী তা খতিয়ে দেখা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ৩ ডিসেম্বর, প্রসুন মৈত্র: প্রেমিক নিজের মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় অভিমানে আত্মঘাতী হলো এক দশম শ্রেণী ছাত্রীর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়ালো পরে। পুলিশসূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম ঈশিতা সাহা(১৬)। মাড়াইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের দশম শ্রেণীতে লেখাপড়া করতো। বাবা শারীরিক প্রতিবন্ধী এবং ঈশিতার মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বেশ হাসিখুশি মেজাজে ছিল ঈশিতা। মা সকালে কাজে বেরিয়ে গেলে বাড়িতে রান্না করে বাবাকে ও দাদুকে খাইয়ে নিজেও কিছু খেয়ে নেয়। এরপর ঈশিতা শোবার ঘরে ঢুকে নিজের স্কুল ইউনিফর্ম পড়েই ওড়নায় ঘরের ভেতরে ফাসি দেয় ঈশিতা। এদিকে তার দাদু বাজার থেকে ফিরে ঈশিতাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। তড়িঘড়ি ঈশিতাকে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঈশিতার দাদু জীবন চন্দ সাহা জানিয়েছেন, আমার নাতনি তার প্রেমিকের সঙ্গে সোমবার রাতে ফোনে বাকযুদ্ধ হয় এবং সে কারণেই হয়তো মানসিক অবসাদের জন্যই আমার নাতনি এমন কাজ করেছে বলে অভিযো। তবে ঠিক কী কারণে নাবালিকা আত্মঘাতী হলো তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাইট : জীবন চন্দ সাহা ( মৃত ঈশিতার দাদু)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.