রায়গঞ্জ, 10 জুন : অজানা রোগে আক্রান্ত হয়ে একের পর এক পথ কুকুরের মৃত্যু হচ্ছে রায়গঞ্জের দেবীনগর এলাকার। আচমকাই কুকুরগুলির দেহের পিছনের অংশ অসাড় হয়ে যাচ্ছে । তারপর মৃত্যু ঘটেছে । এখনও পর্যন্ত এই রোগের সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি । পরীক্ষা চালাচ্ছেন এলাকার পশু চিকিৎসকরা ।
এ পর্যন্ত প্রায় ছ'টি কুকুরের মৃত্যু হয়েছে । এর জেরে চিন্তায় পড়েছেন শহরের পশুপ্রেমী সংগঠনগুলি । তাদের দাবি, কুকুরগুলির মৃত্যুর কারণ সম্ভবত ক্যানাইন ডিসটেম্পার রোগ । এটি একটি ভাইরাসঘটিত রোগ । এর জেরেই একের পর এক কুকুর অসুস্থ হচ্ছে । তবে, এই ক্যানাইন ডিসটেম্পার রোগ কীভাবে এল, তা নিয়েও প্রশ্ন উঠছে । দেবীনগর এলাকার সুকান্ত পল্লি, রবীন্দ্র পল্লি, চণ্ডীতলা সহ একাধিক জায়গায় এপর্যন্ত প্রায় 22-25 টি কুকুর এই রোগে আক্রান্ত হয়েছে । যদিও এই রোগ সম্পর্কে নিশ্চিত নন পশু চিকিৎসকরা । তাঁরা জানিয়েছেন, অসুস্থ কুকুরগুলির লালারস সংগ্রহ করা হচ্ছে । মৃত কুকুরগুলির দেহও ময়নাতদন্ত করা হবে । তারপর বোঝা যাবে, ঠিক কী রোগে ভুগছে এলাকার কুকুরগুলি ।
এ বিষয়ে দেবীনগরের বাসিন্দা ভারতী রায় বলেন, "হঠাৎ দেখি আমার বাড়ির সামনে কুকুরটির পেছনদিক অসাড় হয়ে গেছে । তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই বাঁচাতে পারলাম না।" এলাকার আর এক বাসিন্দা চন্দ্রনারায়ণ সাহা বলেন, "আমাদের পাড়ার চারটি কুকুর একইভাবে আক্রান্ত হয়ে মারা গিয়েছে । এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে বলে মনে হচ্ছে । আমরা প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ করার দাবি জানাচ্ছি ।"
রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সভাপতি গৌতম তানতিয়া জানান, শহরের নানা জায়গায় 20-25 টি কুকুর কেনাইন ডিসটেম্পারে আক্রান্ত হচ্ছে । কীভাবে এরা আক্রান্ত হচ্ছে, তা জানা নেই। এবিষয়ে প্রাণীসম্পদ দপ্তর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । পাশাপাশি পৌরসভার কাছেও জানাতে চাই, বিষয়টি নিয়ে যেন তদন্ত করা হয় ।
এ বিষয়ে রায়গঞ্জে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর পঙ্কজ মণ্ডল বলেন, "ওই পথ কুকুররা যে ক্যানাইন ডিসটেম্পার রোগে আক্রান্ত, এখনই তা বলা যাচ্ছে না। আমরা ময়নাতদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছি । তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"