চোপড়া, 20 জুলাই : মাধ্যমিক উত্তীর্ণা এক কিশোরীর দেহ উদ্ধারকে ঘিরে গতকাল উত্তাল হয়েছিল চোপড়া । রাস্তার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ । গাড়ি ভাঙচুর । বাসে আগুন লাগানো । সামনে এসেছিল জনতা-পুলিশ সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধের ছবিও । এরপর আজ চোপড়ায় মৃত কিশোরীর বাড়িতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব ।
আজও পরিস্থিতি থমথমে রয়েছে এলাকায় । অন্যদিকে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল আজ সকালে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । এর পাশাপাশি, আজ BJP নেতাদের এলাকায় যেতে বাধা দেয় পুলিশ । এই পরিস্থিতিতে দলীয় কার্যালয়ের কাছে অবস্থান শুরু করেন BJP নেতা ও সাংসদ-সহ দলীয় কর্মীরা । এরপরই আজ বিকেলে পালটা আসরে নামে তৃণমূল শিবির । আজ বিকেলে চোপড়ায় আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
আরও পড়ুন : চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ
ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি জানান, "এর সঙ্গে রাজনীতির কোনও সংশ্রব নেই । নিরপেক্ষ ভাবেই তদন্ত এগোচ্ছে । মৃতা কিশোরীর পরিবারের সদস্যরা জানান, আমরা BJP করি না । রাজনীতিও চাই না । সরকার তদন্ত করুক । মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আরজি রাখছি ।"
এরপর আজ সকালে ফিরোজ আলি নামে যে যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাঁর বাড়িতেও যান গৌতম দেব । সেখানেও তিনি বলেন, "এর মধ্যে রাজনৈতিক বিবাদ নেই । BJP গুন্ডামি করছে।"