ETV Bharat / state

599 পরিযায়ী শ্রমিককে নিয়ে রায়গঞ্জ স্টেশনে এল শ্রমিক স্পেশাল ট্রেন - রায়গঞ্জ

599 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে রায়গঞ্জ স্টেশনে এল শ্রমিক স্পেশাল ট্রেন। যদিও ট্রেন দেরিতে আসায় অসন্তোষ প্রকাশ করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 8:02 AM IST

রায়গঞ্জ, 23 মে : পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । ইতিমধ্যে সরকারি উদ্যোগে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ফিরতে শুরু করেছে রাজ্যে । কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠছে, ট্রেনগুলি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে না । তাই স্বাস্থ্য-পুলিশকর্মী থেকে শুরু করে বাস চালক সবাইকে হয়রান হতে হচ্ছে । এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, " শ্রমিক স্পেশাল ট্রেনগুলি সঠিক সময়ে না আসায় আমাদের সমস্যা হচ্ছে । রেলের সময়সূচি সঠিকভাবে না জানতে পারায় চরম অসুবিধায় পড়তে হচ্ছে ।"

গতকাল দুপুরে 599 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে আরও একটি ট্রেন রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় । ট্রেনে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকরা ছিলেন। শ্রমিকরা ট্রেন থেকে নামার পর তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। পরে তাঁদের নাম-ঠিকানা নিয়ে একটি করে খাবারের প্যাকেট ও জলের বোতল দেওয়া হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে । তারপর তাঁদের নির্দিষ্ট জেলার বাসে তুলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন ।

ভিনরাজ্যে কাজ করতে গেছিলেন বহু মানুষ । কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন শুরু হয় । যার জেরে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা । একদিকে কাজ নেই, আবার খাবারের সমস্যা । লকডাউনের কারণে বন্ধ বাস ও ট্রেন । কেন্দ্রীয় সরকার তাঁদের কথা ভেবে কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে । গতকাল সেরকমই একটি ট্রেন দিল্লি থেকে 599 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছায় ।

সন্দীপ বিশ্বাস বলেন, ট্রেন প্রায় 10-12 ঘণ্টা দেরিতে আসায় সমস্যায় পড়তে হচ্ছে ।

রায়গঞ্জ, 23 মে : পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । ইতিমধ্যে সরকারি উদ্যোগে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ফিরতে শুরু করেছে রাজ্যে । কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠছে, ট্রেনগুলি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে না । তাই স্বাস্থ্য-পুলিশকর্মী থেকে শুরু করে বাস চালক সবাইকে হয়রান হতে হচ্ছে । এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, " শ্রমিক স্পেশাল ট্রেনগুলি সঠিক সময়ে না আসায় আমাদের সমস্যা হচ্ছে । রেলের সময়সূচি সঠিকভাবে না জানতে পারায় চরম অসুবিধায় পড়তে হচ্ছে ।"

গতকাল দুপুরে 599 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে আরও একটি ট্রেন রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় । ট্রেনে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকরা ছিলেন। শ্রমিকরা ট্রেন থেকে নামার পর তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। পরে তাঁদের নাম-ঠিকানা নিয়ে একটি করে খাবারের প্যাকেট ও জলের বোতল দেওয়া হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে । তারপর তাঁদের নির্দিষ্ট জেলার বাসে তুলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন ।

ভিনরাজ্যে কাজ করতে গেছিলেন বহু মানুষ । কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন শুরু হয় । যার জেরে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা । একদিকে কাজ নেই, আবার খাবারের সমস্যা । লকডাউনের কারণে বন্ধ বাস ও ট্রেন । কেন্দ্রীয় সরকার তাঁদের কথা ভেবে কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে । গতকাল সেরকমই একটি ট্রেন দিল্লি থেকে 599 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছায় ।

সন্দীপ বিশ্বাস বলেন, ট্রেন প্রায় 10-12 ঘণ্টা দেরিতে আসায় সমস্যায় পড়তে হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.