ETV Bharat / state

উত্তর দিনাজপুরে কমছে ক্রাইম, পথ দেখাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপ - উত্তর দিনাজপুরে কমেছে অপরাধ

এই গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোনও উপায়ে অপরাধ দমন করা। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত বছর সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG। তাঁর দাবি, এই দল যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে । 2017-2018-র তুলনায় এবছর জেলায় অপরাধের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তাঁর ৷

উত্তর দিনাজপুর
author img

By

Published : Sep 11, 2019, 7:59 PM IST

Updated : Sep 11, 2019, 9:34 PM IST

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : অপরাধ রুখতে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ 2018 সালের সেপ্টেম্বর মাসে তৈরি করেছিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) । বছরখানেকের মধ্যে এই গ্রুপের ফলাফলে উচ্ছ্বসিত জেলা পুলিশ কর্তারা । তাঁদের দাবি, মাত্র বছর খানেকের মধ্যে এই গ্রুপের পারফরম্যান্স চমকপ্রদ । কমেছে ক্রাইম রেটও ৷


উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দীর্ঘ 187 কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়ক । এই জেলার প্রায় 200 কিলোমিটারের বেশি এলাকা জাতীয় ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা । স্বাভাবিকভাবেই, দেশের বিভিন্ন জায়গায় অপরাধ করে এই জেলার রাস্তা ও সীমান্ত পার করে সহজেই গা ঢাকা দিতে সক্ষম হয় অপরাধীরা । তাই অপরাধীদের কাছে পছন্দের তালিকার শীর্ষস্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা । যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের । বিভিন্ন সময় এই জেলা থেকে অন্য রাজ্য বা দেশের অন্য প্রান্তে অপরাধ করে আসা দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও জেলা পুলিশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর পুলিশ সুপার সুমিত কুমার এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই 2018-র সেপ্টেম্বরে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG ।


কী এই SOG

এই গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোনও উপায়ে অপরাধ দমন করা। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত বছর সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG। তাঁর দাবি, এই দল যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে । 2017-2018-র তুলনায় এবছর জেলায় অপরাধের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তাঁর ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক SOG-র সাফল্যের খতিয়ান : জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 2017 -2018 সালের সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত জেলায় মোট 3টি ডাকাতি, 26 টি রবারি, 81টি খুন, 14 টি কাল্পাবল হোমিসাইড, 33টি দাঙ্গা, 108টি ধর্ষণসহ 777টি মহিলাদের উপর অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল । এরপরই জেলা পুলিশ সুপার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেন । তার পরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর 2018 থেকে জুন 2019 পর্যন্ত অপরাধের লিস্ট যথাক্রমে 19টি রবারি, 63টি খুন, 4টি কাল্পাবল হোমিসাইড, 28টি দাঙ্গা, 79টি ধর্ষণের মামলা সহ মহিলাদের উপর অন্য অপরাধের অভিযোগ জমা পড়েছিল 719টি । অপরাধের মাত্রা কমার ক্ষেত্রে অন্য পুলিশের সঙ্গে SOG-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করছেন জেলা পুলিশ সুপার ।

চলতি বছরের জুন মাসের চার তারিখে চোপড়া থানার S.I প্রবীণ গুরুঙের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । সেই সময় অপরাধীদের ধরার পাশাপাশি ওই S.I-কে দ্রুত চিকিৎসা দেওয়ার কাজে সাহায্য করেছিল SOG ও জেলা পুলিশ সুপার । জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও SOGসহ রাজ্য পুলিশ দপ্তরকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণবাবু ৷ এখন তিনি সুস্থ অবস্থায় নিজের কর্তব্য পালন করছেন । উত্তর দিনাজপুর জেলা পুলিশের একাংশের বক্তব্য, SOG-র সদস্যদের সুবিধে-অসুবিধেয় পাশে দাঁড়ায় জেলা পুলিশ ৷ এই ঘটনা তারই প্রমাণ দেয় ৷

udin
কাজে যোগ দেওয়ার পর জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছেন প্রবীণ গুরুঙ

পুলিশ সুপার সুমিত কুমার বলেন ,"SOG তৈরি হওয়ার পর অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে । এই দলটি বিশেষভাবে সক্ষম একটি দল, যারা দ্রুত অপরাধের কিনারা করতে পারে । অনেক ক্ষেত্রে সূত্রবিহীন ঘটনার তদন্ত করে তা সমাধান করতে পেরেছে স্পেশাল অপারেশন গ্রুপ ।"

দেখুন ভিডিয়োয়

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : অপরাধ রুখতে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ 2018 সালের সেপ্টেম্বর মাসে তৈরি করেছিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) । বছরখানেকের মধ্যে এই গ্রুপের ফলাফলে উচ্ছ্বসিত জেলা পুলিশ কর্তারা । তাঁদের দাবি, মাত্র বছর খানেকের মধ্যে এই গ্রুপের পারফরম্যান্স চমকপ্রদ । কমেছে ক্রাইম রেটও ৷


উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দীর্ঘ 187 কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়ক । এই জেলার প্রায় 200 কিলোমিটারের বেশি এলাকা জাতীয় ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা । স্বাভাবিকভাবেই, দেশের বিভিন্ন জায়গায় অপরাধ করে এই জেলার রাস্তা ও সীমান্ত পার করে সহজেই গা ঢাকা দিতে সক্ষম হয় অপরাধীরা । তাই অপরাধীদের কাছে পছন্দের তালিকার শীর্ষস্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা । যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের । বিভিন্ন সময় এই জেলা থেকে অন্য রাজ্য বা দেশের অন্য প্রান্তে অপরাধ করে আসা দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও জেলা পুলিশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর পুলিশ সুপার সুমিত কুমার এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই 2018-র সেপ্টেম্বরে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG ।


কী এই SOG

এই গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোনও উপায়ে অপরাধ দমন করা। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত বছর সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা SOG। তাঁর দাবি, এই দল যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে । 2017-2018-র তুলনায় এবছর জেলায় অপরাধের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি তাঁর ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক SOG-র সাফল্যের খতিয়ান : জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 2017 -2018 সালের সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত জেলায় মোট 3টি ডাকাতি, 26 টি রবারি, 81টি খুন, 14 টি কাল্পাবল হোমিসাইড, 33টি দাঙ্গা, 108টি ধর্ষণসহ 777টি মহিলাদের উপর অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল । এরপরই জেলা পুলিশ সুপার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেন । তার পরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর 2018 থেকে জুন 2019 পর্যন্ত অপরাধের লিস্ট যথাক্রমে 19টি রবারি, 63টি খুন, 4টি কাল্পাবল হোমিসাইড, 28টি দাঙ্গা, 79টি ধর্ষণের মামলা সহ মহিলাদের উপর অন্য অপরাধের অভিযোগ জমা পড়েছিল 719টি । অপরাধের মাত্রা কমার ক্ষেত্রে অন্য পুলিশের সঙ্গে SOG-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করছেন জেলা পুলিশ সুপার ।

চলতি বছরের জুন মাসের চার তারিখে চোপড়া থানার S.I প্রবীণ গুরুঙের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । সেই সময় অপরাধীদের ধরার পাশাপাশি ওই S.I-কে দ্রুত চিকিৎসা দেওয়ার কাজে সাহায্য করেছিল SOG ও জেলা পুলিশ সুপার । জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও SOGসহ রাজ্য পুলিশ দপ্তরকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণবাবু ৷ এখন তিনি সুস্থ অবস্থায় নিজের কর্তব্য পালন করছেন । উত্তর দিনাজপুর জেলা পুলিশের একাংশের বক্তব্য, SOG-র সদস্যদের সুবিধে-অসুবিধেয় পাশে দাঁড়ায় জেলা পুলিশ ৷ এই ঘটনা তারই প্রমাণ দেয় ৷

udin
কাজে যোগ দেওয়ার পর জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছেন প্রবীণ গুরুঙ

পুলিশ সুপার সুমিত কুমার বলেন ,"SOG তৈরি হওয়ার পর অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে । এই দলটি বিশেষভাবে সক্ষম একটি দল, যারা দ্রুত অপরাধের কিনারা করতে পারে । অনেক ক্ষেত্রে সূত্রবিহীন ঘটনার তদন্ত করে তা সমাধান করতে পেরেছে স্পেশাল অপারেশন গ্রুপ ।"

দেখুন ভিডিয়োয়
Intro:রায়গঞ্জ,১১ সেপ্টেম্বর:- অপরাধ রুখতে জেলা পুলিশ গত 2018 সালের সেপ্টেম্বরে তৈরি করেছিল স্পেশাল অপারেশন গ্রুপ। বছরখানেকের মধ্যে এই গ্রুপের চমকপ্রদ ফলাফলে উচ্ছ্বসিত জেলা পুলিশ কর্তারা। স্পেশাল অপারেশন গ্রুপ তৈরির সিদ্ধান্ত তাদের পক্ষে সত্যি ভালো ফল দিয়েছে বলেই মনে করছেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। তাদের দাবি প্রায় বছর খানেক মধ্যে এই স্পেশাল গ্রুপের পারফরম্যান্সে কমেছে ক্রাইম রেট। তাদের অবাধ বিচরণ এর ফলে অপরাধীদের একসময়ের পছন্দের জেলা উত্তর দিনাজপুর আসতে ভয় পাচ্ছে। পুলিশ সুপারের দাবি জেলায় অপরাধ করলেই ধরা পড়তে হবে এই ভয়ে কার্যত উত্তর দিনাজপুর জেলা এলাকা আর পছন্দের তালিকায় থাকছে না অপরাধীদের। উত্তর দিনাজপুর জেলা দীর্ঘ 187 কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়ক ও প্রায় 200 কিলোমিটার বেশি জাতীয় ও আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে ঘেরা। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন জায়গায় অপরাধ করে এই জেলার রাস্তা ও সীমান্ত পার করে সহজেই গা ঢাকা দিতে সক্ষম হয় অপরাধীরা। তাই রাজ্য অন্যান্য কয়েকটি এলাকার সঙ্গে অপরাধীদের কাছে পছন্দের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছিল উত্তর দিনাজপুর জেলা ।আর স্বাভাবিকভাবেই যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছিল জেলা পুলিশ তথা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। বিভিন্ন সময়ে এই জেলার নানান প্রান্ত থেকে অন্য রাজ্য বা দেশে অপরাধের করে আসা দুষ্কৃতীদের গ্রেপ্তার করচে পুলিশ। যদিও জেলা পুলিশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর পুলিশ সুপার সুমিত কুমার এই অপরাধ কমানোর কথা মাথায় রেখেই গত সেপ্টেম্বর মাসে তৈরি করেছিলেন স্পেশাল অপারেশন গ্রুপ বা এস ও জি। গ্রুপের মূল কাজ ছিল জেলা থেকে যে কোন উপায় অপরাধ দমন করা। পুলিশ সুপারের দাবি যথাযথভাবেই এই বিশেষ দলটি তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে। ইতিমধ্যেই 2017-18 সঙ্গে 2018 সালের অপরাধের রেট তুলনা করলে গ্রুপের কার্যকারিতার বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে বলেই দাবি করেছেন পুলিশ সুপার ।বিভিন্ন ক্ষেত্রে ক্রাইম রেট নিম্নমুখী হয়েছে যা অপরাধী জন্য যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছেন তিনি। শুধু তাই নয় খুন ডাকাতি অপহরণসহ একাধিক ঘটনার দ্রুত নিরসন করেছে এই স্পেশাল অপারেশন গ্রুপ। জেলা পুলিশ যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী গত 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে জুন 2018 সাল পর্যন্ত জেলায় মোট 3 টি ডাকাতি 26 বাড়ি 81 টি খুন নিন্দনীয় নরহত্যা বা কাল্পাবল হোমিসাইড 14 টি দাঙ্গা 33 টি এছাড়াও জেলায় মোট একশো আটটি ধর্ষণ সহ ৭৭৭টি অন্যান্য মহিলাদের উপর হওয়া অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল। এরপরই জেলা পুলিশ সুপার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেন স্ট্যাটিস্টিক দেখলে দেখা যাবে এই দলটি তৈরি হওয়ার পর সেপ্টেম্বর 2018 থেকে জুন জুন 2019 পর্যন্ত অপরাধের লিস্ট যথাক্রমে রবারি 19টি,63 কাল্পাবল হোমিসাইরদে চারটি, দাঙ্গা 28 টি অভিযোগ নথিভুক্ত হয়েছে মহিলাদের অপরাধের ক্ষেত্রে সংখ্যা অনেক কমে গিয়েছে। ৭৯ টি ধর্ষণের মামলা সহ মহিলাদের উপর অন্যান্য অপরাধের অভিযোগের মাত্রা দাড়িয়েছে 719 টি ।এই সকল ক্ষেত্রেই অন্যান্য পুলিশের সঙ্গে এস ও জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করছেন জেলা পুলিশ সুপার। গত জুন মাসের 8 তারিখে চোপড়া থানার এসআই প্রবীণ গুরুং হামলা চালায় কিছু দুষ্কৃতী ।ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই অফিসার। সেই সময় অপরাধী দিকে ধরার পাশাপাশি ওই এসআইকে দ্রুত চিকিৎসা দেওয়ার কাজে সাহায্য করেছিল এস জি এবং জেলা পুলিশ সুপার ।সম্প্রতি সুস্থ অবস্থায় তিনি কাজে যোগ দিয়েছেন ।জেলা পুলিশ সুপার সুমিত কুমার এবং এস জি সহ রাজ্য পুলিশ দপ্তর কে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বর্তমানে তিনি সুস্থ অবস্থায় নিজের কর্তব্য পালন করছেন। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন এস জি তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে উল্লেখযোগ্য কম হয়েছে। এই দলটি বিশেষভাবে সক্ষম একটি দল যারা দ্রুত অপরাধের কিনারা করতে সক্ষম। অনেক সম্পূর্ণ সূত্র বিহীন ঘটনার তদন্ত করে সমাধান করেছে স্পেশাল অপারেশন গ্রুপ। জেলার অপরাধের প্রবণতা কমছে এই কারণেই আমি এই দলটি তৈরি করেছিলাম ।আমাদের এক এসআই চোপড়া থানা এলাকায় কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের আক্রমণে জখম হয়েছিলেন। তাকে আমরা সাহায্য করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি বর্তমানে সে সুস্থ অবস্থায় কাজে যোগ দিয়েছেন।


Body:wh


Conclusion:ks
Last Updated : Sep 11, 2019, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.