ETV Bharat / state

জামাত জঙ্গি নিজামউদ্দিন ও আবদুলের বাড়িতে তল্লাশি STF-এর - STF in house of Jamat terrorist

3 অগাস্ট মালদা থেকে গ্রেপ্তার হয়েছিল দুই জামাত জঙ্গি নিজামউদ্দিন ও আবদুল ৷ আজ ইটাহারে নিজামউদ্দিনের ও আবদুলের বাড়িতে তল্লাশি চালাল STF ৷

নিজামউদ্দিনের বাড়িতে STF
author img

By

Published : Sep 4, 2019, 6:16 PM IST

Updated : Sep 4, 2019, 8:51 PM IST

ইটাহার, 4 সেপ্টেম্বর : ইটাহারের দুই জঙ্গির বাড়িতে তল্লাশি চালাল STF (স্পেশাল টাস্কফোর্স) ৷ আজ STF-এর ছয় জন অফিসারের একটি বিশেষ দল প্রথমে ইটাহারের মারনাই এলাকায় জামাত জঙ্গি আবদুল বারির বাড়িতে ও প্যাথলজিক্যাল ল্যাবে তল্লাশি চালায় ৷ পরে তারা গাজ়িহার এলাকায় অপর জামাত জঙ্গি নিজামউদ্দিন খানের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ৷ STF সূত্রে খবর, এই দুই জঙ্গির বাড়ি ও ল্যাব থেকে একাধিক আপত্তিকর সামগ্রী ও নথি উদ্ধার হয়েছে ৷

আজ সকালে ইটাহার থানার পুলিশের সাহায্যে STF মারনাইয়ের আবদুল বারির বাড়িতে তল্লাশি চালায় ৷ এরপর বাড়ির কাছেই থাকা তার প্যাথলজিক্যাল ল্যাবে যায় STF ৷ সেখানে একটি কাপড়ের পুঁটলি দেখতে পায় ৷ ওই পুঁটলি থেকে ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্রিন্টার, ওয়াচ মেশিন ও একটি ল্যাপটপ উদ্ধার করে তদন্তকারীরা ৷ এছাড়াও কিছু আপত্তিকর বস্তু পাওয়া গেছে ৷ আবদুলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা ৷

বিকেলে ইটাহারের গাজ়িহারে আর এক জঙ্গি নিজামউদ্দিনের বাড়িতে যায় STF ৷ সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় তদন্তকারীরা ৷ নিজামউদ্দিনের বাড়িতে বিশেষ কিছু পাওয়া যায়নি ৷ তবে, জুতোর বাক্স থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে তদন্তকারী দল ৷

আজকের তল্লাশি থেকে উদ্ধার হওয়া জিনিস ও নথিপত্র থেকে নতুন কোনও তথ্য মিলতে পারে বলে অনুমান তদন্তকারীদের ৷ পাশাপাশি জামাত জঙ্গি মডিউলের কাজের ধরন সম্পর্কেও মিলতে পারে কিছু তথ্য বলে আশা করা হচ্ছে ৷

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "ইটাহারে ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়েছেন STF -এর তদন্তকারীরা ৷ তদন্তের স্বার্থে কাজ করছে তারা ৷ এর বেশি কিছু বলতে পারছি না ৷"

প্রসঙ্গত, 3 অগাস্ট মালদা থেকে দুই জামাত-উল-মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ জঙ্গিদের নাম আবদুল বারি ও নিজামউদ্দিন খান । কয়েকদিন ধরে গোয়েন্দারা খবর পাচ্ছিলেন, উত্তর দিনাজপুরে তৈরি হয়েছে জামাতের জাল । পুরোদস্তুর মডিউল তৈরি হয়েছে সেখানে । সেইমতো তদন্ত শুরু করেন গোয়েন্দারা ৷ তদন্তকারীরা খবর পান, মডিউলের দুই জঙ্গি পালানোর চেষ্টায় ছিল । কিন্তু তার আগেই গ্রেপ্তার করা হয় তাদের ।

ইটাহার, 4 সেপ্টেম্বর : ইটাহারের দুই জঙ্গির বাড়িতে তল্লাশি চালাল STF (স্পেশাল টাস্কফোর্স) ৷ আজ STF-এর ছয় জন অফিসারের একটি বিশেষ দল প্রথমে ইটাহারের মারনাই এলাকায় জামাত জঙ্গি আবদুল বারির বাড়িতে ও প্যাথলজিক্যাল ল্যাবে তল্লাশি চালায় ৷ পরে তারা গাজ়িহার এলাকায় অপর জামাত জঙ্গি নিজামউদ্দিন খানের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ৷ STF সূত্রে খবর, এই দুই জঙ্গির বাড়ি ও ল্যাব থেকে একাধিক আপত্তিকর সামগ্রী ও নথি উদ্ধার হয়েছে ৷

আজ সকালে ইটাহার থানার পুলিশের সাহায্যে STF মারনাইয়ের আবদুল বারির বাড়িতে তল্লাশি চালায় ৷ এরপর বাড়ির কাছেই থাকা তার প্যাথলজিক্যাল ল্যাবে যায় STF ৷ সেখানে একটি কাপড়ের পুঁটলি দেখতে পায় ৷ ওই পুঁটলি থেকে ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্রিন্টার, ওয়াচ মেশিন ও একটি ল্যাপটপ উদ্ধার করে তদন্তকারীরা ৷ এছাড়াও কিছু আপত্তিকর বস্তু পাওয়া গেছে ৷ আবদুলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা ৷

বিকেলে ইটাহারের গাজ়িহারে আর এক জঙ্গি নিজামউদ্দিনের বাড়িতে যায় STF ৷ সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় তদন্তকারীরা ৷ নিজামউদ্দিনের বাড়িতে বিশেষ কিছু পাওয়া যায়নি ৷ তবে, জুতোর বাক্স থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে তদন্তকারী দল ৷

আজকের তল্লাশি থেকে উদ্ধার হওয়া জিনিস ও নথিপত্র থেকে নতুন কোনও তথ্য মিলতে পারে বলে অনুমান তদন্তকারীদের ৷ পাশাপাশি জামাত জঙ্গি মডিউলের কাজের ধরন সম্পর্কেও মিলতে পারে কিছু তথ্য বলে আশা করা হচ্ছে ৷

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "ইটাহারে ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়েছেন STF -এর তদন্তকারীরা ৷ তদন্তের স্বার্থে কাজ করছে তারা ৷ এর বেশি কিছু বলতে পারছি না ৷"

প্রসঙ্গত, 3 অগাস্ট মালদা থেকে দুই জামাত-উল-মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ জঙ্গিদের নাম আবদুল বারি ও নিজামউদ্দিন খান । কয়েকদিন ধরে গোয়েন্দারা খবর পাচ্ছিলেন, উত্তর দিনাজপুরে তৈরি হয়েছে জামাতের জাল । পুরোদস্তুর মডিউল তৈরি হয়েছে সেখানে । সেইমতো তদন্ত শুরু করেন গোয়েন্দারা ৷ তদন্তকারীরা খবর পান, মডিউলের দুই জঙ্গি পালানোর চেষ্টায় ছিল । কিন্তু তার আগেই গ্রেপ্তার করা হয় তাদের ।

Intro:রায়গ, ০৪ সেপ্টেম্বরঃ- ইটাহারের গাজিহার এলাকায় এই মুহুর্তে বিশেষ অভিযান চালাচ্ছে এসটিএফ।প্রায় একঘন্টা ধরে তারা নিজামুদ্দিনের বাড়ির ভেতরে রয়েছেন।এলাকায় স্থানীয়দের ভিড় জমে রয়েছে।এর আগে ইটাহারের মারনাই এলাকায় তারা অপর এক জঙ্গি আব্দুল বারির বাড়িতেও অভিযান চালিয়েছে।উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর জিনি। Body:শConclusion:স্ক
Last Updated : Sep 4, 2019, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.