চোপড়া, 4 ডিসেম্বর: চোপড়ার হপতিয়াগছ এলাকায় আগুনে ছাই হল কয়েকটি বাড়ি ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুর । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে হপতিয়াগছ গ্রামে মহম্মদ জাইবুল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতে ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের দু'টি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আসার আগে পুড়ে যায় কয়েকটি বাড়ি ।