ETV Bharat / state

চোপড়ায় আগুনে ছাই একাধিক বাড়ি - উত্তর দিনাজপুরের আগুন লাগার খবর

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে হপতিয়াগছ গ্রামে মহম্মদ জাইবুল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতে ।

fire
আগুনে ভস্মীভূত বাড়ি
author img

By

Published : Dec 4, 2019, 12:52 PM IST

চোপড়া, 4 ডিসেম্বর: চোপড়ার হপতিয়াগছ এলাকায় আগুনে ছাই হল কয়েকটি বাড়ি ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুর । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে হপতিয়াগছ গ্রামে মহম্মদ জাইবুল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের দু'টি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আসার আগে পুড়ে যায় কয়েকটি বাড়ি ।

আগুনে পুড়ছে বাড়ি । দেখুন ভিডিয়ো

চোপড়া, 4 ডিসেম্বর: চোপড়ার হপতিয়াগছ এলাকায় আগুনে ছাই হল কয়েকটি বাড়ি ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুর । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে হপতিয়াগছ গ্রামে মহম্মদ জাইবুল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের দু'টি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আসার আগে পুড়ে যায় কয়েকটি বাড়ি ।

আগুনে পুড়ছে বাড়ি । দেখুন ভিডিয়ো
Intro:রায়গঞ্জ, ৪ ডিসেম্বর, প্রসুন মৈত্র: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি বাড়ি, আগুনে পুড়ে মৃত্যু ঘটেছে কয়েকটি গবাদিপশুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগছ এলাকায়। ঘটনাস্থলে ইসলামপুর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুন লাগার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে দমকলের আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমঙ্গলবার গভীর রাতে চোপড়া ব্লকের হপ্তিয়াগছ গ্রামে আচমকাই মহম্মদ জাইবুল নামে এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের বাড়িগুলিকেও। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরইমধ্যে খবর পেয়ে ইসলামপুর শহর থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ভস্মীভূত হয়ে যায় ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি। সূত্রের খবর কয়েকটি গবাদি পশুর মৃত্যু ঘটেছে। আগুনের গ্রাসে সর্বস্বান্ত হয়েছেন বেশ কয়েকটি পরিবার।Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.