ETV Bharat / state

Cylinder Blast: হরিয়ানায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত একই পরিবারের ছ'জনই ইসলামপুরের বাসিন্দা

ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে হরিয়ানায় মৃত বাবা, মা ও চার সন্তান এ রাজ্যেরই (Six Died as Cylinder Blast in Panipat) ৷ তাঁরা সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Cylinder Blast in Haryana
হরিয়ানায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ছয়জনের পরিবার
author img

By

Published : Jan 12, 2023, 4:00 PM IST

Updated : Jan 12, 2023, 4:50 PM IST

সিলিন্ডার বিস্ফোরণে হরিয়ানায় মৃত একই পরিবারের ছ'জন এরাজ্যেরই

রায়গঞ্জ, 12 জানুয়ারি: হরিয়ানার পানিপতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত একই পরিবারের ছ'জনের সকলেই এরাজ্যের বাসিন্দা ৷ দুর্ঘটনায় মৃত চার সন্তান-সহ বাবা-মা রায়গঞ্জের ইসলামপুর থানার অন্তর্গত গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার বাসিন্দা। মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মারা গিয়েছেন একই পরিবারের 6 জন (Haryana Cylinder Blast Incident) ৷ মৃতরা হলেন মহম্মদ করিম (40) আফরোজা (35) তাঁদের দুই মেয়ে ইসরেত (18) রেশমা (14) ও দুই ছেলে আব্দুস (10) আফান (6)।

মর্মান্তিক দুর্ঘটনার খবর ইসলামপুরে পৌঁছতেই শোকের ছায়া এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার বাসিন্দা মহম্মদ করিম প্রায় তিন বছর আগে পানিপতে কার্পেট কারখানায় কাজের জন্য যোগ দেন ৷ সেখানে তিনি পানিপতের একটি ভাড়া বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে থাকতেন। মহম্মদ করিমের বাবা মহম্মদ সুলতান জানিয়েছেন, গতকাল অর্থাৎ, বুধবার রাতে ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর।

তিনি আরও জানান, আজ বাড়িতে টাকা পাঠানোর কথাও ছিল করিমের। কিন্তু সকালে ছোটো ছেলের ফোনে মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছয় তাঁর কাছে ৷ এই খবর জানাজানি হতেই বাড়িতে ভিড় জমাতে থাকেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা। জানা গিয়েছে, তাঁদের মৃতদেহগুলি পানিপতে ময়নাতদন্তের পর ইসলামপুরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন: ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ! হরিয়ানায় মৃত বাবা-মা ও চার সন্তান

প্রসঙ্গত, সোমবার হরিয়ানার বাওয়াল রোডের কারনাওয়াস গ্রামের রেওয়ারিতে সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই দুর্ঘটনায় বাওয়াল রোডের 24টিরও বেশি বস্তিতে আগুন লাগে ৷ গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন লেগেছিল বলেই জানা গিয়েছে ৷ সেই দুর্ঘটনাতেও কলকাতা থেকে আসা 7টি মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত ৷ তবে ওই দুর্ঘটনায় কেউ মারা যাননি ৷ বর্তমানে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ বস্তিতে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা এখন সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে ৷

সিলিন্ডার বিস্ফোরণে হরিয়ানায় মৃত একই পরিবারের ছ'জন এরাজ্যেরই

রায়গঞ্জ, 12 জানুয়ারি: হরিয়ানার পানিপতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত একই পরিবারের ছ'জনের সকলেই এরাজ্যের বাসিন্দা ৷ দুর্ঘটনায় মৃত চার সন্তান-সহ বাবা-মা রায়গঞ্জের ইসলামপুর থানার অন্তর্গত গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার বাসিন্দা। মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মারা গিয়েছেন একই পরিবারের 6 জন (Haryana Cylinder Blast Incident) ৷ মৃতরা হলেন মহম্মদ করিম (40) আফরোজা (35) তাঁদের দুই মেয়ে ইসরেত (18) রেশমা (14) ও দুই ছেলে আব্দুস (10) আফান (6)।

মর্মান্তিক দুর্ঘটনার খবর ইসলামপুরে পৌঁছতেই শোকের ছায়া এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গাইসাল পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার বাসিন্দা মহম্মদ করিম প্রায় তিন বছর আগে পানিপতে কার্পেট কারখানায় কাজের জন্য যোগ দেন ৷ সেখানে তিনি পানিপতের একটি ভাড়া বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে থাকতেন। মহম্মদ করিমের বাবা মহম্মদ সুলতান জানিয়েছেন, গতকাল অর্থাৎ, বুধবার রাতে ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর।

তিনি আরও জানান, আজ বাড়িতে টাকা পাঠানোর কথাও ছিল করিমের। কিন্তু সকালে ছোটো ছেলের ফোনে মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছয় তাঁর কাছে ৷ এই খবর জানাজানি হতেই বাড়িতে ভিড় জমাতে থাকেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা। জানা গিয়েছে, তাঁদের মৃতদেহগুলি পানিপতে ময়নাতদন্তের পর ইসলামপুরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন: ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ! হরিয়ানায় মৃত বাবা-মা ও চার সন্তান

প্রসঙ্গত, সোমবার হরিয়ানার বাওয়াল রোডের কারনাওয়াস গ্রামের রেওয়ারিতে সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই দুর্ঘটনায় বাওয়াল রোডের 24টিরও বেশি বস্তিতে আগুন লাগে ৷ গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন লেগেছিল বলেই জানা গিয়েছে ৷ সেই দুর্ঘটনাতেও কলকাতা থেকে আসা 7টি মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত ৷ তবে ওই দুর্ঘটনায় কেউ মারা যাননি ৷ বর্তমানে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ বস্তিতে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা এখন সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে ৷

Last Updated : Jan 12, 2023, 4:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.