রায়গঞ্জ, 22 জুন : বিজেপি সাংসদ জন বার্লাকে গ্রেফতারের দাবি ৷ মুখে কালো কাপড় বেঁধে মৌন বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি ৷ সোমবার বিকেলে রায়গঞ্জের বকুলতলা মোড়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে প্রতিবাদ করে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমাজ ।
আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবে একঘরে বিজেপি, এক সুরে প্রতিবাদ তৃণমূল-বাম-কংগ্রেসের
বিজেপির বঙ্গভঙ্গ চক্রান্তের বিরুদ্ধে সকল মানুষকে শামিল হওয়ার আবেদন জানানো হয় জেলার শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে । তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক উন্নয়নের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়ন করে চলেছেন ৷ ঠিক তখন নির্বাচনে পর্যুদস্ত হয়ে এখন বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করার চক্রান্ত করছে । আমরা চাইছি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করার অভিযোগে জন বার্লা অবিলম্বে গ্রেফতার হোক । বিজেপির বঙ্গভঙ্গ চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই শিক্ষক সমাজের তাই আজ মৌন বিক্ষোভ ৷"