ETV Bharat / state

ফি মুকুব-সহ একাধিক দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা SFI-এর - রায়গঞ্জ

SFI-এর অভিযোগ, এই লকডাউনের মধ্যেও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কুল ও কলেজগুলি ছাত্র ছাত্রীদের কাছ থেকে অন্যায় ভাবে ফিজ় আদায় করে চলেছে । এরই প্রতিবাদে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন ।

SFI submitted deputation to Sub-Divisional Magistrate on various demand in Uttar dinajpur
o
author img

By

Published : May 29, 2020, 1:49 PM IST

রায়গঞ্জ , 28 মে : স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ফি মকুব-সহ পাঁচদফা দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হল উত্তর দিনাজপুর জেলা SFI । আজ রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন SFI-এর ছাত্র নেতারা । তাঁদের দাবি, শুধুমাত্র মহকুমা শাসক নয় , তাঁরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন । কিন্তু, তিনি দেখা করেননি ।

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় চতুর্থ দফার লকডাউন চলছে ৷ SFI-এর অভিযোগ, এই লকডাউনের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে যে, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কুল ও কলেজগুলি ছাত্র ছাত্রীদের কাছ থেকে অন্যায় ভাবে ফিজ় আদায় করে চলেছে । এরই প্রতিবাদে আজ তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন । তাঁদের দাবি, অবিলম্বে উত্তর দিনাজপুর জেলার সমস্ত স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফিজ় মকুব করতে হবে ৷ এবং ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা বজায় রেখেই পড়াশোনা চালু করতে হবে । এই দাবি নিয়েই SFI উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয় । এছাড়াও ছাত্রছাত্রীদের স্বার্থে তাঁরা আরও কয়েকটি দাবি রেখেছেন ।

এ বিষয়ে SFI-এর জেলা সম্পাদক গোপাল দাস বলেন , “স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফি মকুব করা-সহ একাধিক দাবিতে আমরা আজ মহকুমা শাসককে স্মারকলিপি দিয়েছি ৷ আগামীতে এই দাবিপূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।”

রায়গঞ্জ , 28 মে : স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ফি মকুব-সহ পাঁচদফা দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হল উত্তর দিনাজপুর জেলা SFI । আজ রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন SFI-এর ছাত্র নেতারা । তাঁদের দাবি, শুধুমাত্র মহকুমা শাসক নয় , তাঁরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন । কিন্তু, তিনি দেখা করেননি ।

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় চতুর্থ দফার লকডাউন চলছে ৷ SFI-এর অভিযোগ, এই লকডাউনের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে যে, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কুল ও কলেজগুলি ছাত্র ছাত্রীদের কাছ থেকে অন্যায় ভাবে ফিজ় আদায় করে চলেছে । এরই প্রতিবাদে আজ তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন । তাঁদের দাবি, অবিলম্বে উত্তর দিনাজপুর জেলার সমস্ত স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফিজ় মকুব করতে হবে ৷ এবং ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা বজায় রেখেই পড়াশোনা চালু করতে হবে । এই দাবি নিয়েই SFI উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয় । এছাড়াও ছাত্রছাত্রীদের স্বার্থে তাঁরা আরও কয়েকটি দাবি রেখেছেন ।

এ বিষয়ে SFI-এর জেলা সম্পাদক গোপাল দাস বলেন , “স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফি মকুব করা-সহ একাধিক দাবিতে আমরা আজ মহকুমা শাসককে স্মারকলিপি দিয়েছি ৷ আগামীতে এই দাবিপূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.