রায়গঞ্জ, 2 জুন : উত্তর দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও সাত জন । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 166 । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । পরিযায়ী শ্রমিকদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট এলেই আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।
আক্রান্ত ছ'জনের বাড়ি রায়গঞ্জ মহকুমায়। বাকি একজন ইসলামপুর মহকুমার বাসিন্দা বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।
ওই সাতজন আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। 12 দিন আগে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতরাতে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে মালদা মেডিকেল কলেজ থেকে । এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 166 । স্বাস্থ্য বিভাগের দাবি, আক্রান্তরা সুস্থ রয়েছেন। সেই অর্থে তাঁদের শরীরে কোনও উপসর্গ নেই ।
এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, জেলায় সাত জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।