রায়গঞ্জ, 28 জুন: করোনা প্যানডেমিকে যৌনকর্মীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল উত্তর দিনাজপুর জেলার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা । সোমবার সংস্থার পক্ষ থেকে গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত যৌনপল্লিতে যৌনকর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অনুপ চৌধুরী, কার্যকরী সদস্য নারায়ণ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । সংস্থার পক্ষ থেকে এককালীন খাদ্যসামগ্রী পেয়ে খুশি পাঞ্জিপাড়ার যৌনকর্মীরা । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দারাও ।
প্রায় 200টি যৌনকর্মীদের পরিবার এখানে বসবাস করে । কিন্তু করোনা প্যানডেমিক কেড়ে নিয়েছে তাঁদের জীবন-জীবিকা । করোনার কারণে তেমন খদ্দের আর আসে না যৌনপল্লিতে । ফলে বন্ধ হয়ে গিয়েছে তাঁদের রোজগারের পথ । চরম আর্থিক সঙ্কটের মুখে পড়ে প্রায় না খেয়েই দিনাতিপাত করতে হচ্ছে তাঁদের । এই সমস্যার কথা মাথায় রেখে তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট জন্স অ্যাম্বুলেন্স ।
আরও পড়ুন: একশো দিনের কাজ নিয়ে বচসা, মাথা ফাটল তৃণমূল পঞ্চায়েত প্রধানের
করোনা প্যানডেমিকের পরিস্থিতিতে যৌনকর্মীরা জানান, স্বেচ্ছাসেবী সংস্থা যে এভাবে পাশে এসে দাঁড়িয়েছে সেজন্য তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি । সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের এই উদ্যোগে খুশি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষও । সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের কার্যকরী সদস্য নারায়ণ মজুমদার বলেন, ‘‘করোনা প্যানডেমিকে এইসব যৌনকর্মীরা নিজেদের কাজ হারিয়ে অর্থাভাবে ভুগছিলেন । সংস্থার পক্ষ থেকে যৌনকর্মীদের হাতে এককালীন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল ।’’