ETV Bharat / state

চা বাগান সংঘর্ষে অভিযুক্তদের তল্লাশিতে গিয়ে উদ্ধার অস্ত্রের সম্ভার - রায়গঞ্জ

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার পিস্তল, 6 রাউন্ড তাজা কার্তুজ, ফাঁকা গুলি 4 রাউন্ড, প্রচুর ধারালো অস্ত্র, 6টি তাজা বোমা ও  ব্লেড ।

চা বাগানের সংঘর্ষে অভিযুক্তদের তল্লাশিতে গিয়ে অস্ত্র ভান্ডার উদ্ধার
চা বাগানের সংঘর্ষে অভিযুক্তদের তল্লাশিতে গিয়ে অস্ত্র ভান্ডার উদ্ধার
author img

By

Published : Apr 27, 2020, 10:46 PM IST

রায়গঞ্জ, 27 এপ্রিল: চা বাগানের সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের তল্লাশি চালাতে গিয়ে রায়গঞ্জে অস্ত্রের সম্ভার পাওয়া গেল । যদিও অভিযুক্ত রেজাবুল ও তার সঙ্গীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । অস্ত্র উদ্ধারের পর এবার অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে ইসলামপুর থানার আগডিমটি গ্রামপঞ্চায়েতের দিঘিপাড় চা বাগানে বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হন শাহনওয়াজ এবং মমতাজ নামে দুই ব্যক্তি । ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । অভিযুক্ত রেজাবুল ও তার দলবলকে গ্রেপ্তারের জন্য জোর অভিযান শুরু হয় । তাদের ধরা না গেলেও রেজাবুল ও তার দলবলের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার পিস্তল, 6 রাউন্ড তাজা কার্তুজ, ফাঁকা গুলি 4 রাউন্ড, প্রচুর ধারলো অস্ত্র, 6টি তাজা বোমা ও ব্লেড । এছাড়াও একটি ল্যাপটপ, ব্যাগ, 60টির মতো স্কুল ব্যাগ, 261টি স্কুল ড্রেস এবং 44টি দোপাট্টা উদ্ধার হয়েছে ।

উদ্ধার হওয়া অস্ত্র
উদ্ধার হওয়া অস্ত্র

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, "চা বাগান সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের বাড়ি তল্লাশি চালিয়ে এই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে । পুলিশ যেতেই অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায় । অস্ত্র ছাড়াও ল্যাপটপ ও স্কুল ড্রেসগুলি কোথা থেকে এল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ।" পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি জারি রেখেছে । এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন ।

রায়গঞ্জ, 27 এপ্রিল: চা বাগানের সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের তল্লাশি চালাতে গিয়ে রায়গঞ্জে অস্ত্রের সম্ভার পাওয়া গেল । যদিও অভিযুক্ত রেজাবুল ও তার সঙ্গীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । অস্ত্র উদ্ধারের পর এবার অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে ইসলামপুর থানার আগডিমটি গ্রামপঞ্চায়েতের দিঘিপাড় চা বাগানে বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হন শাহনওয়াজ এবং মমতাজ নামে দুই ব্যক্তি । ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । অভিযুক্ত রেজাবুল ও তার দলবলকে গ্রেপ্তারের জন্য জোর অভিযান শুরু হয় । তাদের ধরা না গেলেও রেজাবুল ও তার দলবলের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার পিস্তল, 6 রাউন্ড তাজা কার্তুজ, ফাঁকা গুলি 4 রাউন্ড, প্রচুর ধারলো অস্ত্র, 6টি তাজা বোমা ও ব্লেড । এছাড়াও একটি ল্যাপটপ, ব্যাগ, 60টির মতো স্কুল ব্যাগ, 261টি স্কুল ড্রেস এবং 44টি দোপাট্টা উদ্ধার হয়েছে ।

উদ্ধার হওয়া অস্ত্র
উদ্ধার হওয়া অস্ত্র

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, "চা বাগান সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের বাড়ি তল্লাশি চালিয়ে এই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে । পুলিশ যেতেই অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায় । অস্ত্র ছাড়াও ল্যাপটপ ও স্কুল ড্রেসগুলি কোথা থেকে এল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ।" পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি জারি রেখেছে । এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.