ETV Bharat / state

পিস্তল দেখিয়ে সহপাঠীদের হুমকি, অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতির ছেলে - পিস্তল দেখিয়ে ছাত্রদের হুমকি

স্কুল পরিচালন সমিতির সভাপতির ছেলে পিস্তল দেখিয়ে সহপাঠীদের ভয় দেখিয়েছে ৷ এই অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবক ও স্থানীয়দের ৷

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
author img

By

Published : Sep 17, 2019, 6:36 AM IST

Updated : Sep 17, 2019, 7:38 AM IST

রায়গঞ্জ, 17 সেপ্টেম্বর : সহপাঠীদের পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷ এই অভিযোগে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভগীলতা হাইস্কুলে ৷ অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ৷ তাতে সামিল হয় ছাত্রছাত্রীরাও ৷

ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি কামাল আজগরের ছেলে দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করছে ৷ কখনও কখনও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ৷ পরিচালন সমিতির সভাপতির ছেলে ক্লাস ইলেভেনে পড়ে ৷ গতকাল বিকেলে ওই ছাত্র কয়েকজন সহপাঠীকে স্থানীয় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ ।

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

পুলিশ সূত্রে খবর, গতকাল স্কুল চলাকালীন সহপাঠীদের সঙ্গে পরিচালন সমিতির সভাপতির ছেলের গোলমাল বাধে । সেই খবর পেয়ে কামাল আজগর স্কুলে যান । অভিযোগ, স্কুল ছুটির পর স্থানীয় বাসস্ট্যান্ডে বাস ধরতে যেতে কয়েকজন সহপাঠীকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷

এরপর স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ওই ছাত্রর বিরুদ্ধে সরব হয়ে স্কুলে যায় । কামাল আজগর ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে FIR করার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে । গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ । খবর পেয়ে আসে ভাটোল ফাঁড়ির পুলিশ ৷ তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে ৷

school
প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

অন্যদিকে, প্রধান শিক্ষক সৌমিত্র মোদক বলেন, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কথা চলছে । আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে ।

এই নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তবে যোগাযোগ করা যায়নি ৷ যদিও তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে । মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তাঁর ছেলের বিরুদ্ধে । কোনওদিনই কোনও সহপাঠীকে হুমকি দেয়নি তাঁর ছেলে ৷ উলটে স্কুলের কয়েকজন ছাত্র তাঁর ছেলেকে মারধর করেছে বলে পরিচালন সমিতির সভাপতির অভিযোগ ৷

রায়গঞ্জ, 17 সেপ্টেম্বর : সহপাঠীদের পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷ এই অভিযোগে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভগীলতা হাইস্কুলে ৷ অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ৷ তাতে সামিল হয় ছাত্রছাত্রীরাও ৷

ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি কামাল আজগরের ছেলে দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করছে ৷ কখনও কখনও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ৷ পরিচালন সমিতির সভাপতির ছেলে ক্লাস ইলেভেনে পড়ে ৷ গতকাল বিকেলে ওই ছাত্র কয়েকজন সহপাঠীকে স্থানীয় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ ।

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

পুলিশ সূত্রে খবর, গতকাল স্কুল চলাকালীন সহপাঠীদের সঙ্গে পরিচালন সমিতির সভাপতির ছেলের গোলমাল বাধে । সেই খবর পেয়ে কামাল আজগর স্কুলে যান । অভিযোগ, স্কুল ছুটির পর স্থানীয় বাসস্ট্যান্ডে বাস ধরতে যেতে কয়েকজন সহপাঠীকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷

এরপর স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ওই ছাত্রর বিরুদ্ধে সরব হয়ে স্কুলে যায় । কামাল আজগর ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে FIR করার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে । গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ । খবর পেয়ে আসে ভাটোল ফাঁড়ির পুলিশ ৷ তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে ৷

school
প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

অন্যদিকে, প্রধান শিক্ষক সৌমিত্র মোদক বলেন, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কথা চলছে । আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে ।

এই নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তবে যোগাযোগ করা যায়নি ৷ যদিও তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে । মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তাঁর ছেলের বিরুদ্ধে । কোনওদিনই কোনও সহপাঠীকে হুমকি দেয়নি তাঁর ছেলে ৷ উলটে স্কুলের কয়েকজন ছাত্র তাঁর ছেলেকে মারধর করেছে বলে পরিচালন সমিতির সভাপতির অভিযোগ ৷

Intro:রায়গঞ্জ, ১৭ সেপ্টেম্বরঃ- উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকার ভোগিলতা স্কুলে বিকেল থেকেই রাত পর্যন্ত প্রধান শিক্ষক কে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় অভিভাবক ও ছাত্র ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সেই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছেলে তাদেরই এক সতীর্থকে বেআইনি পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছেন। এই ঘটনাতে অভিযুক্ত ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য বিকেল থেকেই রাত পর্যন্ত বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী ও পড়ুয়ারা। তাদের অভিযোগ ম্যানেজিং কমিটি প্রেসিডেন্টের ছেলে দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে নানারকম বেআইনি অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের যদি কোনো পদক্ষেপ না করে তবে আগামীতে বড়োসড়ো আন্দোলনের নামার হুমকি দেয় পড়ুয়ারা। বিকেল থেকে রাত পর্যন্ত একই দাবিতে স্থানীয় পড়ুয়া এবং অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামেন। যদিও পুলিশি হস্তক্ষেপে অনেক রাতে আন্দোলন থেমে গেলেও এই ঘটনার কোনো সুরাহা হয়নি। ঘটনার খবর পেয়ে ভাটোল ফাড়ির পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে আন্দোলনে কিছুটা লাগাম টানতে সক্ষম হলেও কোন স্থায়ী সমাধানে আসতে পারেনি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে সহপাঠীদের একাংশকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে। সোমবার বিকেলে অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ ব্লকের মহীপুর গ্রাম পঞ্চায়েতের ভোগীলতা হাইস্কুলে। পুলিশ জানিয়েছে ওই স্কুলে পরিচালন সমিতির সভাপতি ছেলে সেখানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন। আগের গোলমাল কে কেন্দ্র করে এদিন ওই ছাত্র তার কয়েকজন সহপাঠীকে স্থানীয় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। ওই অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সরব হয়ে অভিভাবক ও বাসিন্দাদের একাংশ এদিন বিকেলে সাড়ে চারটে নাগাদ স্কুল্র যান। এরপর তারা ওই ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ও তার ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে এফেয়ার করার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। রাত পর্যন্ত চলে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন।প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কথা চলছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্টের অনেকবার এই বিষয়ে জানার চেষ্টা করে টেলিফোনে যোগাযোগ করা হল কথা হয়নি। যদিও তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তার ছেলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তার ছেলের বিরুদ্ধে। কোনদিনই কোনো সহয়াপঠি কাউকে কোনো আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন নি সে।উল্টো স্কুলে কিছু ছাত্র তার ছেলেকে মারধর ও দুর্ব্যবহার করেছেন। পুলিশ সূত্রে খবর এদিন স্কুল চলাকালীন সহপাঠীদের সঙ্গে ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্টের ছেলের গোলমাল বাধে।সেই খবর পেয়ে ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট স্কুলে যান। সেসময় তার সঙ্গে ছেলে সহপাঠীদের সাথেই গোলমাল হয় বলে অভিযোগ।যদিও স্কুল ছুটির পর স্থানীয় বাসস্ট্যান্ডে বাস ধরতে যেতেই ওই প্রেসিডেন্টের ছেলে বে আইনি অস্ত্র দেখিয়ে স্কুলের কিছু ছেলেদের ভয় দেখায় বলে অভিযোগ। এর আগেও ওই ছাত্রটি এলাকার বিভিন্ন সময়ে বে-আইনি অস্ত্র নিয়ে গোলমাল করেছে বলেই জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পেতেই স্কুলে চড়াও হয় এলাকাবাসী ও পড়ুয়ারা।তারা এই ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে দীর্ঘক্ষণ আন্দোলন করেন।
Body:HdConclusion:Bz
Last Updated : Sep 17, 2019, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.