রায়গঞ্জ, 17 সেপ্টেম্বর : সহপাঠীদের পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷ এই অভিযোগে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভগীলতা হাইস্কুলে ৷ অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ৷ তাতে সামিল হয় ছাত্রছাত্রীরাও ৷
ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি কামাল আজগরের ছেলে দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করছে ৷ কখনও কখনও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ৷ পরিচালন সমিতির সভাপতির ছেলে ক্লাস ইলেভেনে পড়ে ৷ গতকাল বিকেলে ওই ছাত্র কয়েকজন সহপাঠীকে স্থানীয় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ ।
পুলিশ সূত্রে খবর, গতকাল স্কুল চলাকালীন সহপাঠীদের সঙ্গে পরিচালন সমিতির সভাপতির ছেলের গোলমাল বাধে । সেই খবর পেয়ে কামাল আজগর স্কুলে যান । অভিযোগ, স্কুল ছুটির পর স্থানীয় বাসস্ট্যান্ডে বাস ধরতে যেতে কয়েকজন সহপাঠীকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় পরিচালন সমিতির সভাপতির ছেলে ৷
এরপর স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ওই ছাত্রর বিরুদ্ধে সরব হয়ে স্কুলে যায় । কামাল আজগর ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে FIR করার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে । গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ । খবর পেয়ে আসে ভাটোল ফাঁড়ির পুলিশ ৷ তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে ৷
অন্যদিকে, প্রধান শিক্ষক সৌমিত্র মোদক বলেন, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কথা চলছে । আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে ।
এই নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তবে যোগাযোগ করা যায়নি ৷ যদিও তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে । মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তাঁর ছেলের বিরুদ্ধে । কোনওদিনই কোনও সহপাঠীকে হুমকি দেয়নি তাঁর ছেলে ৷ উলটে স্কুলের কয়েকজন ছাত্র তাঁর ছেলেকে মারধর করেছে বলে পরিচালন সমিতির সভাপতির অভিযোগ ৷