রায়গঞ্জ, 27 মে : করোনা সংক্রমণ প্রতিরোধে জীবানুনাশক স্প্রে দিয়ে গোটা রায়গঞ্জ শহর সংক্রমণমুক্ত করার উদ্যোগ নিয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । বৃহস্পতিবার সংগঠনের রায়গঞ্জ শহর শাখার পক্ষ থেকে শহরজুড়ে স্যানিটাইজিং, মাস্ক বিতরণ ও বাজার হাটে আসা সাধারণ মানুষকে সচেতন করা হয় ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা মোকাবিলায় রাস্তায় নেমেছে প্রতিটি রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন । বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সর্বত্র স্যানিটাইজিং অভিযানে নামল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রায়গঞ্জ শাখা । তারা রায়গঞ্জ শহরের রেল স্টেশন, মোহনবাটি বাজার, ঘড়িমোড় সংলগ্ন এলাকার রাস্তাঘাট দোকানপাট-সহ সর্বত্র জীবানুনাশক স্প্রে দিয়ে সংক্রমণমুক্ত করার কাজ চলল ।
আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা
পাশাপাশি এ দিন ছাত্র সংগঠন এবিভিপি'র পক্ষ থেকে পথচলতি সাধারণ মানুষ থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের অতিমারি করোনা সম্পর্কে সচেতন করার কাজও করা হয় । বিলি করা হয় মাস্ক । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি'র জেলা প্রধান কিশোর বসাক, রায়গঞ্জ নগর ইউনিটের সম্পাদক বিজয় বিন, সম্পাদক বিশ্বজিৎ মহন্ত ও অন্যান্য ছাত্র নেতৃত্ব ।